রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন আবেদন ২০২৪ | Rajshahieducationboard

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন পদ্ধতি সম্পর্কে জানুন আজকের পোস্টে। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের সর্বমোট ১১ টি শিক্ষা বোর্ড রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো রাজশাহী শিক্ষা বোর্ড। বৃহত্তর রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর ও দিনাজপুর জেলা রাজশাহী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। 

আপনারা যারা রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এবং যাদের সার্টিফিকেটে ভুল তথ্য এসেছে। তারা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের পোস্টে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। 

 

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন

অনলাইনের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ড সার্টিফিকেট সংশোধন আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে rajshahieducationboard.gov.bd লিখে সার্চ করুন। 

তাহলে আপনি রাজশাহী শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন স্ক্রোল করে একটু নিচে নেমে ‘অন্যান্য ই-সেবা’ অপশন থেকে দ্বি-নকল/ইংলিশ ভা./নাম- বয়স সংশোধন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। 

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন

পরবর্তী অপশনে আসার পর আপনি রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন অপশন গুলো পেয়ে যাবেন। এখন আপনার সার্টিফিকেটি যদি হারিয়ে যায় তাহলে fresh/duplicate/ English version application অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর বয়স এবং নাম সংশোধন করার জন্য Name & age correction অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে। 

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধিত কপি সংগ্রেহের সময় সকল প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা করতে হবে। যেমন: 

  • আবেদনপত্রের কপি
  • নিবন্ধনপত্র
  • প্রবেশপত্র
  • নম্বরপত্র
  • সনদপত্র
  • জিডি কপি ও
  • খবরের কাগজে বিজ্ঞপ্তি

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন আবেদন করতে উল্লেখিত সকল ডকুমেন্টস প্রয়োজন হবে। তাই আবেদনের শুরুতে সকল ডকুমেন্ট গুলো নিজ সংগ্রহে রাখুন। 

আরোও পড়ুন: পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম ২০২৪

এখন Name & age correction ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। ফর্মে থাকা Examination Information গুলো সঠিকভাবে সাবমিট করুন যেমন: 

  • Examination type (SSC/HSC)
  • Roll No
  • Registration No
  • Security key
  • Passing year ইত্যাদি।

ফর্মটি সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে Search অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন। যেমন: 

  • নাম
  • পিতার নাম
  • মাতার নাম 

এখন একটু নিচে Scroll করুন। তারপর নিম্নের তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন: 

  • Correction Type
  • Applicant,s mobile no
  • Email 
  • Applicant, name/ সংশোধিত নাম
  • Father’s name/সংশোধিত নাম
  • Mather,s name/সংশোধিত নাম
  • Session 
  • Payment method (Sonali Bank)
  • Payment details
  • Payment Type
  • Urgent fee
  • Amount (take)-900
  • Commission (taka)-30
  • Online services-20
  • Vat (taka)-8
  • Total 958 tk

তারপর নিচে Applicant,s অপশন দেখতে পাবেন। সেখানে নিচে উল্লেখিত ডকুমেন্ট গুলো আপলোড করুন যেমন: যেমন:

  • Applicant,s ছবি (300×300) pixel 
  • Meeting person,s ছবি (300×300) pixel এবং 
  • Applicant,s স্বাক্ষর (300×80) pixel

উপরিক্ত সকল তথ্য সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে save অপশনে ক্লিক করুন। অবশ্যই  আপনার বিজ্ঞাপনটি যেকোন দৈনিক পত্রিকা দিতে হবে। কিভাবে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় সেই বিষয়ে বিস্তারিত নিম্নে  আলোচনা করা হলো

 

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন বিজ্ঞাপন 

এখন থেকে যে কেউ চাইলে ঘরে বসে অল্প পুঁজিতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। অনলাইনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেস বারে প্রচারক লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম সাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টার পেইজ দেখতে পাবেন।

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন

এখন ‘শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন’ অপশনে ক্লিক করুন। তারপর পত্রিকা বাছাই করুন অপশন থেকে পত্রিকার ধরন, আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং বিজ্ঞাপন প্রকাশের তারিখ উল্লেখ করুন। বিজ্ঞাপনের শিরোনাম হিসেবে এফিডেভিট/সংশোধন এবং নিম্নে আপনার বিজ্ঞাপন বিস্তারিত ভাবে উল্লেখ করুন। 

কিভাবে এফিডেভিট লিখতে হয়। সেটি আপনি ডান পাশের মেনু অপশন থেকে ডেমো দেখে তৈরি করে নিন। এফিডেভিট এর উপর নির্ভর করে আপনার বিজ্ঞাপনের মূল্য নিচে প্রদর্শিত হবে। ১,০০০-২,০০০ টাকা) আপনি যদি বেশি লিখেন তাহলে বেশি চার্জ আসবে। আর যদি কম লেখেন তাহলে চার্জ কম আসবে। 

এখন File select এর স্থলে আপনার এফিডেভিট সিলেক্ট করুন এবং I’m not a robot ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আবেদন সাবমিট হলে প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তী ধাপ ও পেমেন্ট করার মাধ্যম নিয়ে আপনার সাথে আলোচনা করবে। 

আরোও পড়ুন: NID কার্ড ভুল সংশোধনের নিয়ম ২০২৪

এছাড়াও আপনি চাইলে আবেদনের পূর্বে প্রচারক টিম এর সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ওয়েবসাইটের হোম পেইজ এর footer এ দেওয়া কনটাক্ট নম্বরে (০১৮৫৪৮২০৩০৩)। যারা সার্টিফিকেট সংশোধন করবেন তারা চাইলে কম খরচ কোন প্রকার ঝামেলা ছাড়াই প্রচারক ডট কম থেকে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন।।

এখন আবারও রাজশাহী বোর্ড সার্টিফিকেট ওয়েবসাইটে ফিরে আসুন এবং সকল ডকুমেন্ট যুক্ত করে Save বাটনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে এক কপি Name & age correction applicant’s copy দেওয়া হবে। সেটি ডাউনলোড করে নিন।

রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন

তারপর Save অপশনে ক্লিক করলে আপনাকে  সোনালী ব্যাংকের একটি স্লিপ দেওয়া হবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। তারপর সেই স্লিপটি নিয়ে সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা করতে হবে। টাকা জমা দিলে সোনালী ব্যাংক থেকে আপনাকে আরোও একটি স্লিপ দিবে সেটি সংরক্ষণ করে রাখুন। সোনালী ব্যাংক থেকে পেমেন্ট করার পর আপনার আবেদনটি গৃহীত হয়ে যাবে। এখন আপনি list of applicants অপশনে গিয়ে আপনার আবেদনটি দেখতে পারবেন। 

এখন নির্দিষ্ট মিটিং Date এ আপনার সকল ডকুমেন্ট এর অর্জিনাল কপি ও ফটো কপি, হলফনামা ও পত্রিকার বিজ্ঞাপন সহ সকল কাগজপত্র গুলো নিয়ে শিক্ষা বোর্ডে যোগাযোগ করুন। মিটিং ডেট তারা আপনাকে ফোন অথবা SMS এর সাহায্যে জানিয়ে দেবে। 

এ ছিল রাজশাহী বোর্ড সার্টিফিকেট সংশোধন পদ্ধতি এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading