পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম ২০২৪ | ই পাসপোর্ট চেক

পাসপোর্ট হয়েছে কিনা চেক করবেন কিভাবে। ই পাসপোর্ট চেক করার নিয়ম।  কিভাবে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন এ বিষয়ে বিস্তারিত জনুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেই ই পাসপোর্ট আবেদন করেছেন। Fingerprint enrollment করেছেন। 

কিন্তু এটা জানেন না যে আপনার পাসপোর্ট হয়েছে কিনা, পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা, পাসপোর্টটি প্রিন্টিং এর জন্য গিয়েছে কিনা, অথবা পাসপোর্টটি ইস্যু হয়েছে কিনা। তাদের জন্য আজকের পোস্টে আমরা অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্যসহকারের পড়ার অনুরোধ রইল। 

 

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

অনলাইনে ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://epassport.gov.bd । তারপর Menu option থেকে Check Status অপশনে ক্লিক করে Passport registration ID ও জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।

অথবা আপনি চাইলে USSD কোড ব্যবহার করে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। SMS এর মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে EPP<স্পেস>Application-ID লিখে 16445 নম্বরে Send করুন। রিপ্লে SMS আপনার পাসপোর্ট হয়েছে কিনা দেখতে পাবেন।

e passport check online

 

অনলাইনে পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম 

আপনাদের ভিতরে যারা অনলাইনে এই পাসপোর্ট আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়েছেন তারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে (https://epassport.gov.bd) খুব সহজেই পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার এর ইন্টারনেট কানেকশন সক্রিয় করুন।

তারপর যেকোন ব্রাউজার প্রবেশ করে ব্রাউজারের সার্চ বারে epassport.gov.bd লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।

পাসপোর্ট হয়েছে কিনা চেক

এখন উপরের থ্রি মাইনাস অপশন থেকে ‘CHECK STATUS’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে Check application status পেইজে নিয়ে আসবে। এখন Application ID বক্সে আপনার আপনার Application ID টি সঠিকভাবে বসিয়ে দিন। অ্যাপ্লিকেশন আইডিটি আপনার পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ এর উপরের অংশ পেয়ে যাবেন। 

Application ID সঠিকভাবে বসানোর পর নিচে আপনার জন্ম নিবন্ধন তথ্যটি বসিয়ে দিন। এরপর নিচে থেকে I’m human ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ‘Check’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনারপাসপোর্ট হয়েছে কিনা দেখতে পাবেন। অর্থাৎ পাসপোর্টের বর্তমান অবস্থা দেখা যাবে। 

আরোও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক করার নিয়ম

এভাবে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। এবং আপনার পাসপোর্টটি যদি Approvalহয়ে যায়। তাহলে ডেলিভারি স্লিপ সহ পাসপোর্ট অফিস  যোগাযোগ করে ই পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন। 

 

USSD কোড ব্যবহার করে পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন

বর্তমানে এখনো আমাদের মাঝে অনেকেই ব্যাংকিং নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের পরিবর্তে বাটন ফোন ব্যবহার করে থাকে। তারা কিভাবে বাটন ফোন থেকে এসএমএস এর সাহায্যে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন সে বিষয়ে আলোচনা তুলে ধরা হলো। 

এসএমএসের সাহায্যে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে ফোনের SMS অ্যাপটি ওপেন করুন। তারপর Start Chat অপশনে ক্লিক করে Type name, Phone numbers, or emails এর ঘরে 16445 টাইপ করুন। তাহলে আপনার টেক্স টাইপিং অপশন চালু হয়ে যাবে। 

SMS এর মাধ্যমে সপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

এখন Text message এর স্থলে ‘EPP<SPACE>APPLICATION-ID’ লিখে Send করুন। তাহলে ফিরতি SMS এ আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে। 

 

Online Registration ID দিয়ে পাসপোর্ট চেক

আপনারা যারা অনলাইনে পাসপোর্ট আবেদন করেছেন। তাদেরকে আবেদনের সময় একটি রেজিস্ট্রেশন আইডি দেওয়া হয়েছিল। আপনি চাইলে সেই অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি দিয়েও পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। 

Registration ID দিয়ে ই পাসপোর্ট চেক করার জন্য যেকোনো ব্রাউজার থেকে পূর্বের ন্যায় চলে আসুন এই ঠিকানায়: https://epassport.gov.bd। ওয়েবসাইটটিতে প্রবেশের পর উপরের থ্রি মাইনাস বা মেনুবার থেকে ‘CHECK STATUS’ অপশনে ক্লিক করুন।  

Check epassport status

তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখন Online Registration ID এর স্থলে আপনার আইডিটি সঠিকভাবে বসিয়ে দিন। তারপর নিচে থেকে ‘Select date of birth’ অপশনে আপনার জন্ম তারিখ, মাস ও সাল সঠিকভাবে বসিয়ে দিন। এরপর নিচে থেকে ‘I’m  human’ অপশনে টিকমার্ক দিয়ে ‘Check’ বাটনে ক্লিক করুন। 

তাহলে আপনি আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা দেখতে পাবেন। এভাবে আপনি খুব সহজেই একই ওয়েবসাইট ব্যবহার করে। দুটি উপায়ে আপনি আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। 

 

পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন কেন?

আমাদের মধ্যে অনেকেই জানেন না, পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন কেন। অথবা কখন পাসপোর্ট স্ট্যাটাস চেক করা জরুরি হয়ে পড়ে। পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন কারণ পাসপোর্ট হচ্ছে অতীব জরুরী একটি ডকুমেন্ট। 

যেটি ব্যবহার করে আমরা ব্যাংক একাউন্ট তৈরি, ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার, বিদেশ গমন, নতুন ভোটার আবেদন সহ নানা ধরনের কাজ করতে পারি। তাই সঠিক সময়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক করা জরুরি হয়ে পড়ে। 

আরোও পড়ুন: মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম 

কখন পাসপোর্ট হয়েছে কিনা চেক করা বেশি জরুরী হয়ে পড়ে: আপনি ই পাসপোর্ট আবেদন করেছেন, ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করছেন কিন্তু ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরেও কোন SMS বা Mail পাননি। 

এমন্তবস্থায় পাসপোর্ট হয়েছে কিনে চেক করা বেশি জরুরি হয়ে পড়ে। অথবা পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস জেনে সঠিক সময় পাসপোর্ট সংগ্রহের জন্যও পাসপোর্ট চেক করা জরুরি হয়ে পড়ে। 

 

বাটন ফোন দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক

যদি একজন বাটন ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাটন ফোন ব্যবহার করে এসএমএসের সাহায্যে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। Passport check করার জন্য ফোনের মেসেজ অপশন থেকে টাইপ করুন: EPP<স্পেস>APPLICATION-ID লিখে 16445 নাম্বরে Send করুন। 

পাসপোর্ট স্ট্যাটাস চেক

অর্থাৎ: EPP Your application ID । এপ্লিকেশন আইডিটি আপনি আপনার পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ এর উপরে অংশ পেয়ে যাবেন। মেসেজটি ভালোভাবে লিখে 16445 নাম্বরে সেন্ড করুন। তাহলে ফেরতি Message আপনাকে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। 

 

পাসপোর্ট কোন স্ট্যাটাসের মানে কি

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পর আমরা বিভিন্ন বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাই। যেগুলোর কোনটির কোন মানে কি সেটা আমরা বুঝতে পারি না। তাই আপনাদের সুবিধার্থে পাসপোর্ট কোন স্ট্যাটাস এর মানে কি এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনি আপনার স্ট্যাটাসের মানে কি সেটা সহজে বুঝতে পারেন। 

  • Payment Verification Result-Name Mismatch – অর্থাৎ : আপনি যেই চালান ব্যবহার করে পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করেছেন। সেই চালান নামের সাথে আপনার পাসপোর্টের নামের সাথে মিল পাওয়া যায়নি। 
  • Application is pending on payment investigation-অর্থাৎ: চালান কপি Amount ও পাসপোর্ট আবেদন ফি এর মধ্যে গড়মিল পাওয়া গেছে।
  • Pending SB Police Clearance – অর্থাৎ : আবেদনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষমান রয়েছে। 
  • Pending of Assistant Director – অর্থাৎ : পাসপোর্ট অফিসার কর্তৃক আপনার আবেদনটি এখনও চেক করা হচ্ছে। 
  • Pending for Backend Verification – অর্থাৎ : আপনার আবেদনটি ফাইনাল পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। সাধারণত, এটি ২ থেকে ৩ দিনের মধ্যে হয়ে যায়। তবে তথ্যে কোন সমস্যা পেলে সেটি Rework এ পাঠানো হবে।
  • Pending for Passport Personalization – অর্থাৎ: আপনার পাসপোর্টটি সর্বশেষ পর্যায়ে আছে এবং ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। 

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। অর্থাৎ আপনার পাসপোর্ট হয়েছে কিনা বা আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস কি। জন্ম নিবন্ধন, অনলাইন ভিসা, পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। 

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading