মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার সহজ উপায় ২০২৪

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি কি? কিভাবে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করব? মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই apps, মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় সহ বিস্তারিত জানুন আজকের পোস্টে। 

 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য everify.bdris.gov.bd ঠিকানায় প্রবেশ করে Birth Registration number (জন্ম নিবন্ধন নম্বর), Date of birth (জন্ম নিবন্ধন তারিখ) এই ফরমেটে YYYY-MM-DD দিয়ে নিচে থেকে ক্যাপচা যোগফল বসিয়ে Search বাটনে ক্লিক করে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে। birth registration check করার সবচেয়ে সহজ উপায় হলো এটি। এছাড়াও এই সাইট থেকে জন্ম নিবন্ধনের বর্তমান স্ট্যাটাস, জন্ম নিবন্ধনের রিইস্যু স্ট্যাটাস ও ভুল সংশোধন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। 

 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেসবারে everify bdris gov bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘Birth and Death Verification’ সাইটে প্রবেশ করুন। এটি হলো মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার সরকারি ওয়েবসাইট। এখন সাইটের প্রবেশের পর আপনি একটি ছোট ফর্ম পাবেন। সেখানে প্রথম ঘরে আপনার Registration number দ্বিতৃয় ঘরে Date of birth (YYYY-MM-DD) দিয়ে নিচে থেকে ক্যাপচা যোগফল বসিয়ে Search বাটনে বাটনে ক্লিক করে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে।

 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপি প্রিন্ট

এখন আপনি যদি মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপিটি প্রিন্ট করতে চান। তাহলে যেই অবস্থায় আসেন সেখান থেকে উপরের 3 dot বাটনে ক্লিক করুন। তাহলে একটু নিচে Share অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এখন একটু নিচে লক্ষ করলে Print অপশন দেখতে পাবেন।

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার উপায়

এখন মোবাইলে জন্ম নিবন্ধন কপি প্রিন্ট করার জন্য Print অপশনে ক্লিক করুন। তাহলে নতুন একটি পেইজ পাবেন। এখন PDF আইকনে ক্লিক করে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করে নিন। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার উপায়

তারপর এই PDF ফাইল ব্যবহার করে যেকোন কম্পিউটার দোকান থেকে জন্ম নিবন্ধন কপি প্রিন্ট করে নিতে পারবেন। 

 

জন্ম নিবন্ধনের বর্তমান স্ট্যাটাস যাচাই করার নিয়ম

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করেছেন অথবা জন্ম নিবন্ধন রিইস্যু কিংবা জন্ম নিবন্ধন ভুল সংশোধনের আবেদন করেছেন। এখন জন্ম নিবন্ধন এর বর্তমান স্ট্যাটাস যাচাই করতে চান অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি এখন কোন পর্যায়ে আছে সেটা জানতে চান। তাই আপনাদের সুবিধার্থে এ পর্যায়ে আমরা জন্ম নিবন্ধনের বর্তমান স্ট্যাটাস যাচাই করার নিয়ম সম্পর্কে জানবো। 

আরোও পড়ুন: জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম

এখন থেকে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে পৌরসভা কিংবা ইউনিয়নে দৌড়াদৌড়ি করতে হবে না। এখন থেকে ঘরে বসে খুব সহজে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে। মোবাইলে জন্ম নিবন্ধন এর বর্তমান স্ট্যাটাস যাচাই করার জন্য যে কাজটি করতে হবে তাহলে মোবাইলের যে কোন ব্রাউজার এর এড্রেস বারে bdris লিখে সার্চ করুন। এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট

এখন উপরের 3 ডট অপশনে ক্লিক করুন। অথবা ট্যাপ করে ধরে রাখুন তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে সবার প্রথম অপশনটি ‘জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা’ তে ক্লিক করুন। তাহলে আরোও কত গুলো অপশন পেয়ে যাবেন। এখন সেখান থেকে ‘জন্ম নিবন্ধনের আবেদন’ অপশন সিলেক্ট করুন। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

তারপর অ্যাপলিকেশন আইডি অপশনে জন্ম নিবন্ধনের আবেদন করার সময় যেই আইডি পেয়েছেন সিটে দিয়ে দিন এবং তারপর জন্ম তারিখ বসিয়ে নিচে থেকে দেখুন অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন  আবেদনের বর্তমান অবস্থাটি দেখতে পাবেন। 

মোবাইলে জন্ম নিবন্ধন বর্তমান স্ট্যাটাস যাচাই

এভাবে আপনি খুব সহজে মোবাইলে জন্ম নিবন্ধনের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে পারবেন। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার apps

অনেকেই অনলাইনে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার apps অনুসন্ধান করতে দেখা গেছে। তারা মনে করেন NID Wallet অ্যাপের মতই মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার apps ও রয়েছে। কিন্তু তা মোটেও সত্যি না। Mobile birth registration check করার আদো কোন সরকারি অ্যাপস নেই। তাই আপনি যদি Google play store এ গিয়ে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার apps লিখে সার্চ করলেও এরকম কোন অ্যাপসই পাবেন না। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপি বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেসবারে everify bdris gov bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘Birth and Death Verification’ সাইটে প্রবেশ করুন। এটি হলো মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার সরকারি ওয়েবসাইট। এখন সাইটের প্রবেশের পর আপনি একটি ছোট ফর্ম পাবেন। সেখানে প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন Registration number। দ্বিতৃয় ঘরে জন্ম নিবন্ধন Date of birth (YYYY-MM-DD) দিয়ে নিচে থেকে ক্যাপচা যোগফল বসিয়ে Search বাটনে বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনটি দেখতে পাবেন। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

এখন জন্ম নিবন্ধনটি ডাউনলোড করার জন্য উপর থেকে 3 ডট অপশনে ক্লিক করুন। তাহলে কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে Share অপশনে ক্লিক করুন। তাহলে Print অপশন দেখতে পাবেন। এখন Print এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে PDF ফরমেট শো করবে। এখন জন্ম নিবন্ধনটি ডাউনলোড করার জন্য PDF আইকনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে জন্ম নিবন্ধন অনলাইন কপিটি ডাউনলোড হয়ে যাবে। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করে না পাওয়া গেলে করণীয় 

অনেক সময় everify bdris gov bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে অনেকের জন্ম নিবন্ধনটি খুঁজে পাওয়া যায় না ( No record found)। এক্ষেত্রে করণীয় কি? আসলে অনেক গুলো কারণে জন্ম নিবন্ধটি অনলাইনে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে প্রধান কয়েটি কারণ হলো:

  • জন্ম নিবন্ধনটি ১৭ সংখ্যার কম হলে।
  • জন্ম নিবন্ধন ২০০৫ সালের পূর্বে তৈরি করা হলে বা অনেক পুরনো হলে।
  • হাতে লেখা জন্ম নিবন্ধন হলে।
  • জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকলে। 
  • জন্ম নিবন্ধন ফেক বা জাল হলে।

আরোও পড়ুন: জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

এক্ষেত্রে করণীয় কি? জানতে চান অনেকে। যদি উপরোক্ত কোন একটি কারণে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে খুঁজে না পাওয়া যায়। তাহলে এই পোস্টে দেখানো উপায়ে প্রথমে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করার আবেদন করুন। যদি জন্ম নিবন্ধন অনলাইন না হয়ে Rejected হয়। তাহলে কেনো রিজেক্টেড হয়েছে সেটি SMS এর মাধ্যমে জানতে পারবেন। অথবা আপনার জন্ম নিবন্ধন ফেক বা জাল হলেও জন্ম নিবন্ধন Rejected হতে পারে। এক্ষেত্রে নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করা যেতে পারে। অথবা এ বিষয়ে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন।

 

NID নম্বর দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করার উপায়

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রয়োজন জন্ম নিবন্ধন নাম্বার। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের কাছে এই মুহূর্তে জন্ম নিবন্ধন কপিটি নেই। অথবা জন্ম নিবন্ধনটি হারিয়ে ফেলেছেন। তাহলে আপনি কিভাবে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করবেন? এর সহজ সমাধান হলো আপনার কাছে যদি জাতীয় পরিচয় পত্র অর্থাৎ nid নম্বর থেকে থাকে। তাহলে আপনি সেটি ব্যবহার করে জন্ম নিবন্ধন নম্বর বের করতে পারবেন। 

আরোও পড়ুন: NID ভুল সংশোধন করার নিয়ম

NID থেকে জন্ম নিবন্ধন নম্বর বের করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেসবারে nid bd লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট nidw.gov.bd ভিতরে প্রবেশ করুন। 

ওয়েবসাইটে প্রবেশের পর বাম পাশের মেনুবার থেকে NID Online Services অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে NID ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন nid নম্বর দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। আর সেগুলো হলো: 

আপনি যদি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ভোটার হয়ে থাকেন বা এনআইডি কার্ড তৈরি করে থাকেন। তাহলেই আপনি এনআইডি নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করতে পারবেন। কিন্তু আপনি যদি এনআইডি নাম্বার ছাড়াই শুধুমাত্র নাম ও ঠিকানা দিয়ে ভোটার হয়ে থাকেন। তাহলে এনআইডি নম্বর দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করতে পারবেন না। 

এখন ধরে নিলাম আপনার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে nid কার্ড করা আছে। তাহলে যেভাবে nid নম্বর থেকে জন্ম নিবন্ধন নম্বর বের করবেন। NID ওয়েবসাইটে আসার পর দুটি অপশন দেখতে পাবেন।

  • রেজিস্ট্রেশন করুন
  • আবেদন করুন

এখন এই ওয়েবসাইটে যদি আপনার পূর্বে থেকে একাউন্ট করা না থাকলে তাহলে ‘রেজিস্ট্রেশন’ অপশন থেকে রেজিস্ট্রেশন করে নিন। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নিচে থেকে ‘লগইন’ করে নিন। 

লগইন করার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। এখন একটু নিচের দিকে গেলে ‘বিস্তারিত প্রোফাইল’ দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে জাতীয় পরিচয়পত্র করার সময় আপনি যে সকল ডকুমেন্ট বা তথ্য দিয়েছেন সে সকল কিছু দেখতে পাবেন। এখন ‘ব্যক্তিগত তথ্য’ অপশনের একটু নিচে নামলে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দেখতে পাবেন। 

NID নম্বর দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করার উপায়

আর এভাবে খুব সহজেই আপনি এনআইডি নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন নাম্বার বের করতে পারবেন। এবং সে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনি চাইলে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

 

জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কিত FAQ 

  • প্রশ্ন: মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার কোন apps আছে?
  • উত্তর: না। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার কোন অ্যাপস নেই।
  • প্রশ্ন: মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা ওয়েবসাইটের নাম কি?
  • উত্তর: জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইটের নাম verify bdris gov bd
  • প্রশ্ন: অনলাইনে জন্ম নিবন্ধন খুঁজে না পাওয়া গেলে কি করণীয়?
  • উত্তর: জন্ম নিবন্ধন যাচাই করে না পাওয়া গেলে। আপনার জন্ম নিবন্ধনকে ডিজিটাল বা অনলাইন করতে হবে। 
  • প্রশ্ন: কেনো জন্ম নিবন্ধন যাচাই করব?
  • উত্তর: নিজের তথ্যের সুরক্ষা নিশ্চিত ও সহজে জন্ম নিবন্ধন ব্যবহারের জন্য জন্ম নিবন্ধন যাচাই করা উচিত। 
  • প্রশ্ন:জন্ম নিবন্ধন নম্বর ছাড়া কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করব?
  • উত্তর: জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকলে। প্রথম NID ব্যবহার করে জন্ম নিবন্ধন নম্বর জেনে নিন। তারপর সেটি ব্যবহার করে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। 
  • প্রশ্ন: অনলাইনে জন্ম নিবন্ধন খুঁজে না পাওয়া গেলে করণীয় কি?
  • উত্তর: জন্ম নিবন্ধন ডিজিটাল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading