বর্তমান সময়ে বহুল পরিচিত ও সবচয়ে বেশি আলোচিত সোশ্যাল মিডিয়া গুলোর অন্যতম হলো ইউটিউব। এটি কনটেন্ট ক্রিয়েটরসদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে ইউটিউব থেকে প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করছে। আর অন্যদিকে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরসদের কথা ভেবে প্রতিনিয়ত আপডেট করছে তাদের ইউটিউব সিস্টেমকে।
কনটেন্ট ক্রিয়েটরসদের সুবিধার্থে 17 ফেব্রুয়ারি ২০১৫ সালে সর্বপ্রথম তাদের ক্রেয়েটরস ড্যাশবোর্ড YouTube Studio প্লেস্টোর Application নিয়ে আসে। যেটি মোবাইল কনটেন্ট ক্রিয়েটরসদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তাই YouTube সর্বশেষ ২০২২ সালের দিকে তাদের এই অ্যাপকে আরো একবার আপডেট করে।
আরোও পড়ুন: Fiverr ড্যাশবোর্ড Open করার নিয়ম (coming)
যেটি মোবাইল কনটেন্ট ক্রিয়েটরসদের অনেক উপকারের পাশাপাশি ছোট্ট একটি অসুবিধাও সৃষ্টি করে। অর্থাৎ ক্রিয়েটরসরা যখন কোন একটা প্রয়োজনে গুগল ক্রোম থেকে তাদের ড্যাশবোর্ডে যেতে চায় তখন ব্রাউজার অটভাবে তাদের ব্রাউজার থেকে Application এ redirect করে দেয়। যা একজন কনটেন্ট Creators এর কাছে সবচেয়ে বেশি বিরক্ত কর। তাই আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে ছোট্ট একটি কাজ করার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।
ইউটিউব ড্যাশবোর্ড ব্রাউজারে Open করার নিয়ম
ব্রাউজারে ইউটিউব ড্যাশবোর্ড Open করতে প্রথমে যেকোন ব্রাউজারে চলে আসুন। তারপর সার্চবারে bongovasha.com লিখে সার্চ করুন। তাহলে আপনি আমাদের এই ওয়েবসাইটি পেয়ে যাবেন। এখন ওপরের বামপাশের 3ডটে ক্লিক করে শর্টটিপস ক্যাটাগোরিতে ক্লিক করুন। তাহলে আপনে শর্ট টিপসের ক্যাটাগোরিটি পেয়ে যাবেন।
এখন ’ব্রাউজার থেকে ইউটিউব চ্যানাল ড্যাশবোর্ডে যাওয়ার উপায়’ এই পোস্টি খুঁজে বের করুন। এবং পোস্টের নিচের দিকে YouTube Dashboard বাটনটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি ব্রাউজার থেকে সফলভাবে আপনার ড্যাশবোর্ডে লগিং করতে পারবেন।
আরো পড়ুন: জনপ্রিয় ১০টি ফ্রি AI টুলস সম্পর্কে জানুন
এছাড়াও আপনি bongovasha.com ওয়েবসাইটের হোম পেইজ থেকে নিচের দিকে স্ক্রোল করে ক্যাটাগোরি অপশন থেকে শর্টটিপস ক্যাটাগোরি খুঁজে নিয়ে পূর্বে নিয়ম অনুসরণ করে YouTube dashboard এ লগিং করতে পারবেন।