হাসির ধাঁধাঁ উত্তর সহ জানতে সম্পূর্ণ আর্টিকেলটি কন্টিনিউ করুন। বর্তমানে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে অভ্যস্ত আর এই সোশ্যাল মিডিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজকর্মের পাশাপাশি বন্ধুদের সাথে মজা বা আড্ডা দিতে ভালোবাসি। আড্ডার আসরে অথবা মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন ধরনের ধাঁধা শেয়ার করতে পারি। এতে করে আমাদের আড্ডার আসর আরো জমে উঠবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ১০০টি কঠিন ধাঁধা উত্তর সহ।
হাসির ধাঁধাঁ উত্তর সহ
হাসির ধাঁধাঁ উত্তর সহ জানতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথে থাকুন। এখানে উল্লেখিত ধাঁধাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলার জনপ্রিয় কিছু প্রবাদ বা বাক্য থেকে তুলে ধরা হবে। যাতে করে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার জনপ্রিয় ধাঁধাঁ গুলো সম্পর্কে জানতে পারেন।
হাসির ধাঁধাঁ নম্বর ০১
ধাঁধাঁ প্রশ্ন: আস বন্ধু প্রেম করি, ঢুকাই আর বের করি।
ধাঁধাঁ ব্যাখ্যা: হাল চাষের সময় গরুর মুখে এক ধরনের টোনা ব্যবহার করা হয়। যা থাকা কালিন গরু কিছু খেতে পারে না। কিন্তু টোনা না থাকলে গরু তখন খেতে পারে। এখানে সেই কথা বলা হয়েছে।
ধাঁধাঁ ব্যাখ্যা: আমরা সবাই জানি কোন জিনিস কেটে ফেললে সেটি ছোট হয়ে যায়। কিন্তু এমন কত গুলো জিনিস আছে যেগুলো বড় করার জন্য কাটতে হয়। যেমন: নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি।
ধাঁধাঁ ব্যাখ্যা: আমরা সবাই জানি টানলে বড় হয়। কিন্তু সিগারেট/বিড়ি টালে ছোট হয়। কারণ এটিতে আগুন লাগানো হয়। যার ফলে এটি টালে আগুনের স্ফুলিঙ্গ বিড়িকে ধীরে ধীরে পুঁড়িয়ে দেয়। ফলে এটি ছোট হতে থাকে।
হাসির ধাঁধাঁ নম্বর ০৭
ধাঁধাঁ প্রশ্ন: এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খায়। মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায়।
ধাঁধাঁ ব্যাখ্যা: পৃথিবীর প্রায় সকল দেশে মানুষ আছে। কিন্তু আমাদের খাদ্য তালিকায় বাচ্চাদের এক ধরনের মিষ্টান্ন রয়েছে যাকে সন্দেশ বলা হয়। যেখানে মানুষ নেই। কারণ এটি কোন দেশ না এটি খাবার জিনিস।
ধাঁধাঁ ব্যাখ্যা: শামুকের খোসা দিয়ে চুন তৈরি হয়। যেটা আমরা হালাল মনে করি এবং পানের সাথে খেয়ে থাকি। কিন্তু এর মাংসকে আমরা হারাম মনে করি। তাই এটি খাওয়া হয় না।
ধাঁধাঁ ব্যাখ্যা: আমরা জানি মানুষ ইচ্ছে করলে প্রায় সকল জিনিসকে গণতে পারে বা পরিমাপ করতে পারে। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো চাইলে গণনা করা সম্ভব না। যেমন: তাঁরা/বালু।
ধাঁধাঁ ব্যাখ্যা: তাল আমরা তিন অবস্থায় খেতে পারি। কাঁচা যখন ডাব থাকে। তাল পাকে যখন আর যখন তালকে ফেলে দেওয়া হয়। তখন একটা সময় এর ভিতরে সাস্ হয়। যেটিও খাওয়া যায়।
হাসির ধাঁধাঁ নম্বর ২৪
ধাঁধাঁ প্রশ্ন: আমি যখন এলাম, তুমি কেন এলে না? তুমি যখন এলে কত কি খেলে। একবার গেলে আবার এলে ফিরে। বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে গেলে?
ধাঁধাঁ ব্যাখ্যা: শিশু যখন জন্ম হয় তখন দাঁত থাকে না। একটা সময় দাঁত উঠে সেগুলো পড়ে যায়। আবার নতুন দাঁত গজায়। কিন্তু বৃদ্ধকালে আবার দাঁত গুলো পড়ে যেতে থাকে যা আর কখনও ফিরে আসে না।
হাসির ধাঁধাঁ নম্বর ২৫
ধাঁধাঁ প্রশ্ন: হাত আছে পা নেই, বুক তার ফাটা, মানুষ গিলে খায়, নেই তার মাথা।
ধাঁধাঁ ব্যাখ্যা: লজ্জাবতী গাছ সব সময় নিজেকে খুলে রাখে। কিন্তু যখন কেও স্পর্শ করে তখন সেটি নিজেকে গুটিয়ে নেয়।
শেখ আব্দুর রব চৌধুরী
বঙ্গভাষা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। বঙ্গভাষা সাইটে নিজের লেখা সাহিত্য, কুইজ, ধাঁধা, স্ট্যাটাস, ইসলামিক পরামর্শ ইত্যাদি প্রকাশ বা গেস্ট পোস্ট ব্যাক লিংক নিতে যোগাযোগ করুন [email protected] ধন্যবাদ!