রকেটে এজেন্ট একাউন্ট খুলুন খুব সহজে। অনলাইনে মাত্র কয়েকটি ধাপে আবেদন করুন রকেট এজেন্ট একাউন্টের। মানসম্মত কমিশন ও কম খরচে লেনদেনের জন্য রকেট এজেন্ট অনেকের পছন্দের শীর্ষে। আজকের পোস্টে রকেট এজেন্ট একাউন্ট খোলার নিয়ম, এজেন্ট একাউন্ট করতে কি কি লাগবে। কত টাকা কমিশন পাবেন। কত দিনের মধ্যে রকেট এজেন্ট পার্টনারশিপ পাবেন বিস্তারিত তুলে ধরা হলো। তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। এছাড়াও বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রকেট এজেন্ট একাউন্ট
বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং বা অনলাইন আর্থিক সেবা প্রদানকারী কম্পানি গুলোর মধ্যে রকেট অন্যতম। ২০১৫ সালে এর যাত্র শুরু হয়। যার বর্তমান ব্যবহারকারী প্রায় ১ কোটির ও বেশি। রকেট মূলত ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা বা আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। দেশের যেকোন প্রান্ত থেকে সবচেয়ে কম খরচে নিরাপদে অর্থ লেনদেনের জন্য রকেট বিশ্বস্থ্য একটি প্লাটফর্ম।
রকেট এজেন্ট একাউন্ট খুলতে কি কি লাগবে?
রকেট এজেন্ট একাউন্ট খোলার পূর্বে অব্যশই আপনার নিকট নিম্নোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো থাকা চাই। তাহলে খুব সহজে আপনিও হয়ে যেতে পারবেন একজন রকেট এজেন্ট।
- নিজেস্ব ব্যবসা বা দোকান
- জাতীয় পরিচয়পত্র
- দোকানের ট্রেড লাইসেন্স
- একটি নন রকেট মোবাইল নম্বর
- চেয়ারম্যান সার্টিফিকেট
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুটি ছবি
- নমিনির ছবি
রকেট এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে নিকটস্থ যেকোনো রকেট এজেন্ট অফিসে যোগাযোগ করুন। তারা আপনার সকল কাগজপত্রের সত্যতা যাচাই পূর্বক পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে আপনাকে রকেট এজেন্ট করে নিবে। পরবর্তীতে আপনি রকেট এজেন্ট অ্যাপ ব্যবহার করে আর্থিক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
রকেট এজেন্ট কমিশন কত?
একজন রকেট ব্যবহারকারী প্রতি হাজার টাকা উত্তোলনের জন্য খরচ ১৬ টাকা ৭০ পয়সা। যেখান থেকে কমিশন হিসেবে একজন রকেট এজেন্ট পাবেন ৪ টাকা ১০ পয়সা। এছাড়াও হাজারে ১৪ টাকা উত্তোলন খরচ আসলেও এজেন্ট কিন্তু ৪ টাকা ১০ পয়সার কম পাবেন না।
সুতারাং বলা যায় খরচ যতই হোক এজেন্ট কমিশন একই থাকবে। সেই হিসেবে প্রতি ১ লক্ষ টাকার জন্য একজন রকেট এজেন্ট কমিশন হিসেবে পাবেন ৪১০ টাকা।
কেন রকেট এজেন্ট একাউন্ট খুলবেন
অধিক মুনাফা অর্জনের জন্য যেকোনো ব্যবসার পাশাপাশি দুই একটা এজেন্ট একাউন্ট পরিচালনা করে মাসে কমপক্ষে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাই আপনার যদি কোন বড় মার্কেটে, গার্মেন্টস এর পাশে অথবা রেস্টুরেন্টের সামনে দোকান থাকে তাহলে সেসব জায়গায় রকেন্ট এজেন্ট ব্যবসা করে বেশ মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন।
এরকম আরোও সময় উপযোগী ও ইনকামের উপায় জানতে চোখ রাখুন Bongovasha (বঙ্গভাষা) ওয়েবসাইটে। ধন্যবাদ!
[…] আরোও পড়ুন: রকেট এজেন্ট একাউন্ট নেওয়ার উপায় […]