ব্র্যাক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ব্র্যাক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: সম্প্রতিক দেশের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এস্টেট বিভাগ ডেপুটি ম্যানেজার (Deputy Manager) পদে একাধিক লোকবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

আবেদনের সময় ১৭ ডিসেম্বর, রবিবার-২০২৩। যা চলবে আগামী ২৩ ডিসেম্বর, রবিবার-২০২৩, রাত ১২ টা পর্যন্ত। আগ্রহী জব প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রাতিষ্ঠানিক বেতন ভাতা ছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। 

 

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিস্তারিত

চাকরির ধরন

বেসরকারি চাকরি

প্রতিষ্ঠানের নাম

ব্র্যাক

বিজ্ঞপ্তি প্রকাশ

১৭ ডিসেম্বর ২০২৩

পদ ও লোকবল সংখ্যা

নির্ধারিত নয়

চাকরির খবর প্রচার

বঙ্গভাষা

আবেদনের ধরন

অনলাইন

আবেদনের তারিখ

১৭ ডিসেম্বর ২০২৩

আবেদনের শেষ তারিখ

১৭ ডিসেম্বর ২০২৩

আবেদনের লিংক

https://www.brac.net/

https://www.brac.net/

  • কর্মক্ষেত্র: অফিসে
  • চাকরির ধরন: ফুলটাইম
  • আবেদনের যোগ্য: নারী-পুরুষ (উভয়)
    প্রার্থীর বয়সসীমা : প্রযোজ্য নয়
  • কর্মস্থল এরিয়া: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা সমূহ: দুই ঈদ ও বিভিন্ন উৎসব বোনাস, গ্র্যাচুইটি, কম্পানি ন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

কিভাবে ব্র্যাক চাকরি আবেদন করবেন

আপনি যদি বেসরকারি উন্নয় সংস্থা ব্র্যাকে চাকরি আবেদন করতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন- https://www.brac.net/ তাহলে আপনি ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখন চাকরির আবেদন করতে মেনুবার থেকে CAREER অপশনে ক্লিক করুন। তারপর ডান পাশের 3 ডট থেকে লগইন বাটনে ক্লিক করুন। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি লগইন পেইজ Open হবে। এখন লগইন পেইজের নিচে SIGN UP অপশন পাবেন সেখানে ক্লিক করুন। SIGN UP এ ক্লিক করার পর Create new account পেইজ পাবেন।

ব্র্যাক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এখন পেইজে থাকা প্রদত্ত তথ্য গুলো পূরণ করুন। যেমন: ইমেইল অথবা ফোন নম্বর, পাসওয়ার্ড ও কনফর্ম পাসওয়ার্ড। সবগুলো তথ্য পূরণ হয়ে গেলে নিচে থেকে I’m not a robot ক্যাপসাটি পূরণ করুন এবং নিচে থেকে কম্পানির Terms & conditions ঘরে টিক মার্ক দিয়ে SIGN UP বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আপনার ফোন/জিমেইলে যদি কোন ধরনের ভেরিফিকেশন কোড বা লিংক যায় সেটি কম্পিল্ট করুন। 

আরোও পড়ুনঃ অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫টি সিক্রেট টিপস।

একাউন্ট তৈরি হয়ে গেলে এখন আবার LOGIN বাটনে ক্লিক করে আপনার জিমেইল/ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটি সঠিক তথ্য দিয়ে Edit করে নিন। 

প্রোফাইল তৈরির শেষে Applied jobs বাটনে ক্লিক করলে আপনি ব্র্যাক এনজিও সকল জব সার্কুলার দেখতে পাবেন। এখন Deputy Manager পদে আবেদন করতে Apply job বাটনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি সম্পন্ন হবে। 

ব্র্যাক চাকরি শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে। কিন্তু LLM/LLB ডিগ্রি থাকলে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যেই বিষয় গুলো জানতে হবে তাহলো: জমি সংক্রান্ত কাগজপত্র/নথি, জমির পরিমাপ, রেজিস্ট্রেশন, মিউটেশন, মালিকানা, এবং অন্যান্য সম্পদ সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় ভালো টাইপিং ও সাবলীল কথাবার্তা ক্ষমতাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও থাকতে হবে।

অভিজ্ঞতা

ব্র্যাক এনজিও চাকরি সর্বনিম্ম অভিজ্ঞতা ধরা হয়েছে ৩ বছর। তবে এর চেয়ে বেশি হলে আরোও ভালো হবে। এরকম আরোও সরকারি ও বেসরকারি জব/চাকরি সম্পর্কে জানতে চোখ রাখুন বঙ্গভাষা ডট কমে। 

Leave a Reply

4 Comments

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading