ছবি বিক্রি করে ইনকাম করার উপায়- ২০২৪/ প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা।

ছবি বিক্রি করে ইনকাম করার উপায়। কিভাবে ছবি বিক্রি করে ইনকাম করব? কোন ওয়েবসাইটে ছবি বিক্রি করব? কোন অ্যাপে ছবি বিক্রি করব? মোবাইল দিয়ে তোলা ছবি বিক্রি করে ইনকাম করা যাবে কিনা? ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যাবে? অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার সঠিক উপায় কি? এসব বিষয়ে জানতে সম্পূর্ণ পোস্টটি ধৈর্যসহকারে পড়ার অনুরোধ রইল।

 

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায়

আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনি যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন। তাহলে এই পোস্টটি আপনার জন্য। এ পোস্টে আমরা দেখব কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে তোলা ছবি বিক্রি করে ইনকাম করবেন। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। যেমন: 

  • Shutterstock
  • Adobe Stock
  • iStock
  • 500px
  • Alamy
  • Dreamstime
  • 123RF
  • Envato ইত্যাদি।

আজকের পোস্টে আমরা আলোচনা করব Shutterstock থেকে কিভাবে ছবি বিক্রি করে ইনকাম করবেন। Shutterstock ছবি আপলোড করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে ৩টি বিষয়ে জানতে হবে। যেমন: 

  • Photography সম্পর্কে basic idea থাকতে হবে। 
  • Shutterstock একাউন্ট তৈরি করতে হবে ও ১০০% কমপ্লিট করতে হবে।
  • Shutterstock ওয়েবসাইটের নিয়ম-কানুন সম্পর্কে জানতে হবে এবং সঠিক পদ্ধতিতে ছবি আপলোড করা জানতে হবে। তা না হলে আপনার ছবি গুলো রিজেক্ট হবে যাবে।

উপরিউক্ত সকল তথ্য আপনাকে ভালোভাবে জানতে হবে। না হলে আপনি Shutterstock এ ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন না। Shutterstock বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় ওয়েবসাইট। যেখানে ছবি ক্রয় এবং বিক্রয় করা হয়। আপনি যদি Shutterstock থেকে কোন ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে সাবক্রিবশন নিতে হবে। এখন এই টাকা থেকে কিছু পার্সেন্টেজ যাবে যারা এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি আপলোড করে থাকে। 

ছবি বিক্রি করে ইনকাম ২০২৪

Photography সম্পর্কে basic idea থাকতে হবে

Shutterstock ওয়েবসাইটে ছবি বিক্রি করে ইনকাম করার জন্য Photography সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে। অর্থাৎ

আপনি মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে ছবি তুলেন না কেনো সেটি কোনো ব্যাপার না। একটা ছবি তোলার ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল, রাইট ফ্রেম এবং টেকনিক্যাল ব্যাপার সম্পর্কে জানা জরুরি। তাহলে মোবাইল দিয়ে ও পারফেক্ট ছবি তুলতে পারবেন। 

আরোও পড়ুন: ফ্রি লটারী খেলে ইরকাম করুন ২০০-৪০০ টাকা।

তাই শুরুতে ভালোভাবে ছবি তোলা আয়ত্ত করে নিন। যদি সম্ভব হয় তাহলে বেসিক এডিট শিখে নিন। কেননা আপনি যেহেতু অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে চাচ্ছেন তাই আপনাকে একটু প্রপেশনাল ভাবে কাজ করতে হবে। হেলাফেলা করে কাজ করলে আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। কিভাবে ছবি তুলবেন ও কিভাবে ছবি এডিট করবেন এ বিষয়ে বেসিক ধারণা পেতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। 

 

ছবি বিক্রি করে ইনকাম করতে Shutterstock একাউন্ট তৈরি করুন

ধরে নিলাম ফটোগ্রাফি নিয়ে আপনার বেসিক ধারণা রয়েছে। তাহলে আপনাকে এখন Shutterstock ওয়েবসাইটে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে আপনি আপনার মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বিক্রির জন্য আপলোড করবেন। যেভাবে তৈরি করবেন Shutterstock একাউন্ট। 

প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Shutterstock Contributor লিখে সার্চ করুন। (অথবা এখানে ক্লিক করুন)

Shutterstock একাউন্ট তৈরি প্রক্রিয়া

এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে Get Started নামে অপশন দেখতে পাবেন। এখন আপনি Get started অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্স চলে আসবে। সেখান আপনাকে নিম্নে উল্লেখিত সকল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন: 

  • Full Name (NID card অনুযায়ী)
  • Nickname
  • Email Address
  • Password

উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের Policy বক্সটিতে টিক চিহ্ন দিয়ে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মেইলে একটি ভেরিফিকেশন/OTP কোড যাবে। এখন আপনার মেইলটি চেক করুন। 

তাহলে Shutterstock থেকে আসা মেইলটি দেখতে পাবেন। এখন মেইলটি Open করুন এবং মেইলে থাকা ‘Please click here to verify your email’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মেইল ভেরিফিকেশন সম্পন্ন হবে। এখন Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবার ও আরেকটি নতুন ফর্ম চলে আসবে।

ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন

সেখান প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে তথ্য গুলো দেওয়ার চেষ্টা করুন। যেমন:

  • Country
  • Address-01(এলাকা)
  • Address link-02(বাসা নম্বর অথবা রোড নম্বর)
  • City 
  • Location (Zip code/postal code)
  • State (বিভাগ)
  • Mobile Number 

 

Shutterstock একাউন্ট তৈরি প্রক্রিয়া

উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে Shutterstock community তে স্বাগতম জানানো হবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • Upload
  • Go to your dashboard 

এখন আপনি ‘Go to your dashboard’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে Shutterstock একাউন্টে নিয়ে যাবে। এখন আপনি নিচের দিকে বাম পাশে Account নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তাহলে public profile অপশনে নিয়ে যাবে। এখন আপনাকে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তারপরে স্ক্রোল করে নিচে নামলে website অপশন দেখতে পাবেন। এখন আপনার যদি পার্সোনাল website থাকে তাহলে এড করতে পারবেন।

আরেকটু নিচে গেলে Tagline দেখতে পাবেন। এখন আপনি কোন রিলেটেড ছবি আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড কয়েকটি ট্যাগলাইন যুক্ত করুন। যেমন: আপনি যদি পশুপাখি নিয়ে কাজ করতে চান তাহলে এভাবে কয়েকটি ট্যাগলাইন যুক্ত করুন: Animals picture, Cute animals picture, Free animals picture ইত্যাদি। অব্যশই tag লেখার পর কমা দিয়ে দিবে। তাহলে ট্যাগ গুলো তালিকায় যুক্ত হয়ে যাবে। এখন আপনি নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Location
  • Contributor type 
  • Styles
  • Subject
  • Equipment 
  • Biography 
  • Facebook (username)
  • Instagram (username)
  • Linkedin(username)
  • Twitter (username)

উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে save অপশনে ক্লিক করুন।

 

Shutterstock contributor ছবি আপলোড

Shutterstock contributor ছবি আপলোড

এখন Shutterstock একাউন্ট থেকে ইনকাম করার জন্য ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য ‘Add’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে।যেমন: 

  • Upload medias
  • Create new collection

এখন আপনি upload medias অপশনে ক্লিক করুন। তারপর select multiple files অপশনে ক্লিক করুন। তারপর আপনার Gallery থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন। ( ছবি JPEG, JPG format হতে হবে, ছবির রেজুলেশন 4 megapixel অথবা তার বেশি হতে হবে এবং সাইজ ৫০ মেগাবাইটের কম হতে হবে)। 

আপনার ছবিতে কোনো ধরনের watermark থাকা যাবে না। এবং অবশ্যই আপনাকে ক্লিয়ার ছবি আপলোড করতে হবে। তাছাড়াও আপনি Facebook, Google/ অন্য কোথাও থেকে ডাউনলোড করা ছবি যদি Shutterstock

একাউন্টে আপলোড করেন তাহলে তারা সাথে সাথে আপনাকে ধরে ফেলবে এবং আপনার কনটেন্ট এপ্রুভ হবে না। আপনাকে প্রফেশনাল ফ্রেশ মিনিংফুল ছবি আপলোড করতে হবে এবং প্রত্যেকটি  ছবির মধ্যে যেন একটি কাহিনী অথবা ঘটনা ফুটে ওঠে। এখন আপনার কাঙ্খিত ছবিটি সিলেক্ট করে open অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। 

Shutterstock contributor ছবি আপলোড

তারপর ছবিটি আপলোড হয়ে গেলে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আপলোড করা ছবিটি To submit অপশনে দেখতে পাবেন। এখন ওয়েব সাইটে ছবি পাবলিশ করার জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। যেমন:

  • To submit 
  • Pending
  • Reviewed 

ধাপ অতিক্রম করে ছবিটি ওয়েবসাইটে পাবলিশ হবে এবং উপরে uploading earning অপশনে আপনি ছবিটি ডাউনলোডের মাধ্যমে কত টাকা ইনকাম হলো সেটি দেখতে পাবেন। এখানে ওয়েবসাইট থেকে মানুষ যত বেশি ছবি Download করবে তার উপর নির্ভর করে আপনার ইনকাম আসবে। 

 

ছবি Submission করার পদ্ধতি

এখন ছবিটি Pending অপশন আপলোড করতে হবে। তারজন্য প্রথমে To submit অপশন থেকে ছবিটি সিলেক্ট করুন। তাহলে অন্যপাশে Keywords এবং Description অপশন দেখতে পাবেন। এখন আপনার ছবি যদি পৃথিবীর সবচেয়ে ভালো ছবি হয়। কিন্তু আপনি সঠিকভাবে যদি Keywords এবং Description লিখতে না পারেন। তাহলে আপনার ছবিটি এপ্রুভ হবে না। 

তাই অবশ্যই Keywords এবং Description অপশন ভালোভাবে পূরণ করুন। এখানে উদাহরণ স্বরূপ, Keywords অপশনে ক্লিক করুন। এখন আপনার আপলোড করা ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করুন। ছবিটিতে কি কি বুঝতে পারছেন তার উপর লক্ষ্য করে Keywords এবং Description ট্যাগ পূরণ করুন। অবশ্যই ডেসক্রিপশনটি Sentence (A dog is eating dirty food from dustbin) এ প্রকাশ করতে হবে। কিওয়ার্ড (Dog, Eating, Food etc.) দিলে হবে না। 

এখন অনেকে বলবেন আমি তো ভালো ইংরেজি জানিনা। আমি কি করে ভালো Description লিখব? তাদের জন্য সহজ একটি টিপস হলো আপনি এ ক্ষেত্রে বিভিন্ন AI টুলসের সাহায্য নিতে পারেন। অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনি একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেই সাইটে আপনার ছিবিটি আপলোড করুন। তাহলে সেটি আপনার ছবির উপর নির্ভর করে একটি Description তৈরি করে দিবে। আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারবেন। তথ্য দুটি পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Submit অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার ছবিটি Pending অপশনে চলে আসবে। এখন তারা ৫ দিনের ভিতরে আপনার ছবিটি Review করবে। সব ঠিক থাকলে সেটি Reviewed অপশনে চলে যাবে। তারপর Reviewed অপশনে যাওয়ার পর ২১ দিনের মধ্যে আপনার ছবিটি আপলোড হয়ে যাবে। এখানে আপনার ছবির কোয়ালিটিসহ অন্য সবকিছু ঠিক থাকে ২১দিনের আগেই আপলোড হয়ে যাবে। তাহলে আপনার ছবিটি ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে।

 

Shutterstock contributor পেমেন্ট মেথড যুক্ত করার উপায়

এখন আপনার আনিং/ ইনকাম টাকা উঠাতে আপনাকে পেমেন্ট মেথড এড করতে হবে। এখন আপনি Account অপশন গিয়ে account settings অপশনে ক্লিক করুন। তারপর নিচে নামলে payout information অপশন দেখতে পাবেন। এখন আপনি payout method অপশনে ক্লিক করে None selected অপশন ক্লিক করুন। তাহলে ৩টি অপশন চলে আসবে। যেমন:

  • Payoneer 
  • PayPal 
  • Skrill 

এখন আপনার পছন্দ অনুযায়ী একাউন্ট সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ আপনি Payoneer অপশন সিলেক্ট করুন। তাহলে Connect account অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার Payoneer একাউন্ট Shutterstock এ এড করুন। এখানে মিনিমাম 25$ ইনকাম হলে Payoneer মাধ্যমে টাকা উঠাতে পারবেন।

 

ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যায়

ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যায় তা নির্ভর করবে আপনার ছিবি বিক্রির উপর। মার্কেটপ্লেসে একটা ছবি সর্বনিম্ন ০.১০$ থেকে সর্বোচ্চ ৫০$-১০০$ পর্যন্ত বিক্রি হয়। মার্কেটপ্লেসে এমন অনেক ফটোগ্রাফার রয়েছেন যাদের মাসিক ইনকাম ৩০০$-৫০০০$ ডলার। অর্থাৎ বাংলাদেশ মুদ্রায় ৩০ হাজার থেকে ৫ লক্ষ টাকা।

তবে শুরু দিকে এত বেশি ইনকাম না হলেও মোটামুটি একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। Shutterstock সাইট থেকে আপনি দুইভাবে উপার্জন পাবেন। এক: ছবি ডাউনলোড হলে। অর্থাৎ কেউ যদি ফ্রিতে কোন ছবি ডাউনলোড করে আপনি তার বিনিময় ০.০১$ থেকে ০.৫০$ পর্যন্ত আয় করতে পারবেন। দুই: কেউ যদি ছবি ক্রয় করে তাহলেও আপনি সেখান থেকে কিছু অর্থ কমিশন হিসেবে পাবেন।

আশা করি, আর্টিকেল পড়ে আপনি ছবি বিক্রি করে ইনকাম করার উপায়। কিভাবে ছবি বিক্রি করে ইনকাম করব? কোন ওয়েবসাইটে ছবি বিক্রি করব? কোন অ্যাপে ছবি বিক্রি করব? মোবাইল দিয়ে তোলা ছবি বিক্রি করে ইনকাম করা যাবে কিনা? ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যাবে? অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার সঠিক উপায় কি? এসব বিষয়ে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice