সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করুন ২০২৫

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করুন দৈনিক ১০০-২০০ টাকা। আমাদের মধ্যে অনেকেই ছোট ছোট কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান। তাদের জন্য সেরা একটি ইনকামের মাধ্যম হলো PTC জব। সাধারণত PTC জবগুলো হলো বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করা বা এডস দেখা। আজকের পোস্টে আমরা সেরা ৩টি PTC সাইটে সম্পর্কে আলোচনা করবো যেখান থেকে আপনি Ads দেখে টাকা ইনকাম করতে পারবেন।

 

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করার পদ্ধতি

আপনি যদি PTC সাইটে কাজ করে ইনকাম করতে চান তাহলে আমাদের দেখানো বিশ্বস্ত এই তিনটি সাইটে কাজ করতে পারেন। সেরা ৩টি PTC সাইট হলো:

  1. adbtc.top
  2. scarlet-clicks.info
  3. goldenclix.com

AdBtc সাইটে কাজ করে ইনকাম করার নিয়ম

AdBtc সাইটে কাজ করে ইনকাম করা একদম সহজ। এই সাইটটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট যেটি ২০১৮ সাল থেকে নিয়মিত পেমেন্ট করে আসছে। আপনি চাইলে এই সাইটে খুব সহজেই একাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে পারেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ফোনের যেকোনো ব্রাউজারের সার্চ বারে adbtc.top লিখে সার্চ করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম

ওয়েবসাইটির হোমপেজে আপনি আপনার Gmail account টি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে খুব সহজেই একাউন্ট তৈরি করতে পারবেন এছাড়াও Sign up বাটনে ক্লিক করেও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

এখন আপনি যদি আপনার জিমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে ‘Sign in as Google’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম

এখন আপনি যদি মোবাইল থেকে ভিজিট করে থাকেন তাহলে থ্রি ডট অপশন থেকে Earn অপশনে ক্লিক করুন। তাহলে আরোও কতগুলো অপশন দেখতে পাবেন। আর আপনি যদি PC/Laptop থেকে ভিজিট করে থাকেন তাহলে বাম পাশে Earn অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে সেম একই অপশন গুলো দেখতে পাবেন যেমন:

  • Surf ads
  • Surf ads p
  • Video ads
  • Autosurfing
  • Shortlinks

এখন আপনি চাইলে উপরক্ত যেকোনো অপশনে ভিজিট করে ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি Surf ads থেকে ইনকাম করতে চান। তাহলে Surf ads অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম

এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার সামনে প্রদর্শিত যোগ/বিয়োগ ক্যাপচাটি সঠিকভাবে সম্পন্ন করে Submit করতে হবে। তাহলে আপনার সামনে একটি ads আসবে এবং সেটি Open করার জন্য বলা হবে।‌ এখন আপনি OPEN এ ক্লিক করলে আপনাকে নতুন একটি সাইটে নিয়ে যাবে। সেখানে ৫-১০ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে।

আরোও পড়ুন: ডিজাইন আপলোড করে ইনকাম ২০২৪| ফ্রি ইনকাম সাইট

নির্দিষ্ট পরিমাণ সময় অপেক্ষা করার পর আপনাকে আবারও কাজে ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে এবং আপনার একাউন্টে কিছু নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বা সাতোশি যুক্ত হয়ে যাবে। এভাবে একের পর এক ওয়েবসাইট ভিজিটের কাজ আসবে। আপনি সেগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। একই নিয়মে আপনি চাইলে সবগুলো Ads option এ কাজ করে ইনকাম করতে পারবেন।

ScarletClicks থেকে ইনকাম 

PTC সাইটে কাজ করে ইনকাম করার সেরা ৩টি PTC সাইটের মধ্যে দ্বিতীয় পজিশনে রয়েছে scarletclicks.info । এই সাইটের ইন্টারফেস গুলোও পূর্বের সাইটে ন্যায়। সাধারণত পিটিসি সাইটগুলোতে ইন্টারফেস এবং কাজগুলো একরকম হয়ে থাকে। তাই আপনি যদি যেকোনো একটি সাইটের কাজ বুঝতে পারেন তাহলে খুব সহজে যে কোন ptc সাইটে কাজ করতে পারবেন।

scarletclicks এই সেটের কাজ করার জন্য যে কোন ব্রাউজারের সার্চ বারে scarletclicks.info লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে ওয়েবসাইটির হোমপেজে চলে আসবে। হোমপেজে আসার পর সেখানে Login এবং Register বাটন দেখতে পাবেন। Register বাটনে ক্লিক করে আপনার জিমেইল ও অন্যান্য তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন।

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করুন ২০২৫

একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পূর্বের ন্যায় View ads সহ আরোও বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। যেখান থেকে PTC কাজ করে ইনকাম করতে পারবেন।

 

Goldenclix PTC Site 

সেরা ৩টি PTC সাইটের মধ্যে তৃতীয় নম্বর অবস্থানে রয়েছে Goldenclix.com । এটিও বর্তমান সময়ের জনপ্রিয় একটি ptc এডস নেটওয়ার্ক। এই সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ব্রাউজারের এড্রেস বারে goldenclix.com লিখে সার্চ করুন। তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম

এখন উপরের Register বাটনে ক্লিক করুন। তাহলে একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার একটি Username, Gmail, password ও confirm password ইত্যাদি তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন:

  • Goldenclix ads
  • Paid to promote
  • Bitco task PTC ads
  • Offerwallmedia PTC Ads
  • Dipo offers PTC ads
  • Surfing PTC ads
  • Monlix PTC ads ইত্যাদি।

এছাড়াও আপনার কাছে যদি কোন IP অথবা আপনি যদি বিদেশ থেকে কাজ করতে চান তাহলে Goldenclix আপনার জন্য সেরা একটি মাধ্যম হতে পারে। কারণ এখানে পিটিসি ও সার্ভে সহ বেশ কয়েকটি ইনকামের মাধ্যম রয়েছে যেগুলোতে কাজ করে মোটামুটি একটি ভালো পরিমাণ এমাউন্ট ইনকাম করতে পারবেন।

 

সেরা ৩টি PTC সাইট থেকে যেভাবে টাকা উইথড্র দিবেন

আপনি চাইলে এই তিনটি ওয়েব সাইটে কাজ করে মোটামুটি ভালো পরিমান অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যদিও এগুলো PTC সাইট। তাই এখানে ইনকাম আসতে একটু দেরি হয়। কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ করতে পারলে এখান থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন।

সাধারণত, এসব পিটিসি সাইট গুলো যে মাধ্যমগুলো ব্যবহার করে পেমেন্ট করে থাকে সেগুলো হলো: BTC, LTC, Payeer, Paytem, Perfect pay etc.

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পারছেন। কিভাবে সেরা ৩টি PTC সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন। কিভাবে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট উইথড্র করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading