নতুন ওয়েবসাইট থেকে ইনকাম ২০২৪| প্রতিদিন ৫$ থেকে ১০$ ডলার।

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম প্রতিদিন ৫$ থেকে ১০$ ডলার ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। কোনো রকম ইনভেস্ট অথবা ডিপোজিট করা ছাড়াই মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার বেস্ট একটি সাইট রয়েছে। যে সাইটে আপনি প্রতিদিন কাজ করে ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন। 

তাছাড়াও আপনার একাউন্টে 100৳ হলে আপনি বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে ইন্সটান্ট পেমেন্ট নিতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই সাইটে একাউন্ট তৈরি করবেন, একাউন্ট তৈরি করার পরে কিভাবে কাজ জমা করবেন এবং কিভাবে ইনকাম করার পরে পেমেন্ট নিবেন। 

 

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম করার উপায়

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Rewardy’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম

এখন আপনি ‘Close’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে। এখন আপনার যদি আগে থেকে ‘Rewardy’ সাইটে একাউন্ট তৈরি করার থাকে। তাহলে Login অপশনে ক্লিক করে আপনার একাউন্টে লগইন করুন। 

আরোও পড়ুন: ছোট ছোট কাজ করে প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করুন। বাংলাদেশি সাইট বিকাশ পেমেন্ট।

আর নতুন একাউন্ট তৈরি করার জন্য ‘Register’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Username 
  • Email Address
  • Password 
  • Confirm password এবং 
  • Captcha 

এখন একাউন্ট তৈরি করার জন্য উপরের উল্লেখিত অপশনগুলো সঠিক ভাবে পূরণ করে ‘I agree’ অপশনে ক্লিক করে নিচে থেকে ‘Regular’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইল একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে Verify অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হবে। এখন আপনি আবারো ‘Close’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টের মেইন ইন্টারপেজ ওপেন হবে।

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম

এখন এই সাইট থেকে ইনকাম করার জন্য বাম পাশের অপশন থেকে ‘Earn’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে ইনকাম করার অনেকগুলো অপশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইনকামের অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি Complete Offers অপশনটি সিলেক্ট করলেন। 

তাহলে পরবর্তী অপশনে ‘Featured Offer’ দেখতে পাবেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ সিলেক্ট করুন। তারপর কাজটি করার জন্য নিচে থেকে ‘Start Offer’ অপশনে ক্লিক করে আপনি কাজটি করতে পারবেন। 

এছাড়াও আপনি এখানে আরও অনেকগুলো ইনকাম করার অপশন পেয়ে যাবেন যেমন: Watch Streams, Listen to music, Watch clips, Take quizzes, Invite friends, Join raffle, Daily bonus ইত্যাদি। তাছাড়াও আপনার যদি iphone থেকে থাকে। তাহলে আইফোনেও কাজগুলো করতে পারবেন। 

 

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম যেভাবে ডেলি ৫-১০$ ইনকাম করবেন 

চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক আপনি এই ওয়েবসাইট থেকে কিভাবে ডেইলি ৫ থেকে ১০ ডলার ইনকাম করবেন। এর জন্য পূর্বের ন্যায় প্রথমে ওয়েবসাইটের বাম পাশের মেনু অপশন থেকে Earn অপশনে ক্লিক করুন। তাহলে ইনকাম করার বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এখন Complete offers অপশনে ক্লিক করুন। তাহলে Featured offers গুলো দেখতে পাবেন। 

এখন অফার গুলো বাম দিকে স্লাইড করলে অনেক গুলো Offers বা Game দেখতে পাবেন। যেগুলোর প্রতিটির জন্য ০.১০$ থেকে ১০০$ পর্যন্ত দিয়ে থাকে। এখন আপনি যেকোন অফারে ক্লিক করে বিস্তারিত পড়ে বুঝে বুঝে কাজ করুন। 

এখানে এমন অনেক অফার পাবেন যেগুলোতে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাপস বা গেম ইন্সটল বা ডাউনলোড করতে বলা হয়েছে। অথবা গেমস গুলো ডাউনলোড করার পর 1 Level বা 2 Level খেলতে বলা হয়েছে। এখন আপনি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী গেম গুলো খেলুন এবং কমপ্লিট করুন।

তাহলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার একাউন্টে পেয়ে যাবেন। এভাবে আপনি যতগুলো অফার কমপ্লিট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। 

Rewardy থেকে পেমেন্ট নেওয়ার উপায়

Rewardy থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনি ‘3 মাইনাস’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স এবং অনেকগুলো অপশন চলে আসবে। Rewardy সাইটের 1,000 কয়েন সমান ১ ডলার‌। এখন পেমেন্ট উইথড্রো করার জন্য ‘Withdrawal’ অপশনে ক্লিক করুন।

নতুন ওয়েবসাইট থেকে ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন: Paypal, Tether এবং Litecoin ইত্যাদি। এখন আপনি যদি ইন্ডিয়ান থেকে এই একাউন্টে কাজ করে থাকেন। তাহলে Paypal মাধ্যমে আপনি টাকা উইথড্রো করতে পারবেন। আর তাছাড়া আপনি বাংলাদেশ থেকে Tether, Bitcoin এবং Binance Coin মাধ্যমে পেমেন্ট উইথড্রো করতে পারবেন।

Binance এ টাকা নিয়ে সেখান থেকে খুব সহজে বিকাশ, রকেট, নগদ এবং উপায় এ টাকা তুলতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে পেমেন্ট নিতে পারবেন।

উদাহরণস্বরূপ, Tether মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য Tether অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনার এমাউন্টটি দেখতে পাবেন। এখন টাকা উইথড্রো করার জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Withdrawal Address
  • Tether Network এবং 
  • Withdrawal Amount 

তাহলে উপরের উল্লেখিত অপশন গুলো আপনি সঠিক তথ্য দিয়ে পূরন করে নিচে থেকে ‘Withdrawal’ অপশনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার পেমেন্টটি আপনার বাইনান্স একাউন্টের মধ্যে চলে আসবে। এখন আপনি বাইনান্স একাউন্টে থেকে আপনি সরাসরি বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading