ডিজিটাল এই যুগে প্রযুক্তির খাতে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। Midjourney, Google bird, Gemini ও Chatgpt সহ অসংখ্য AI টুলস বিস্মিত করেছে পুরো বিশ্বকে। কিন্তু এবার বিশ্বকে কাঁপিয়ে প্রযুক্তি খাতে তোলপাড় সৃষ্টি করেছে DeepSeek । তাই অনেকের মনে প্রশ্ন Deepseek কি? কেন এটি এত জনপ্রিয়? বা Deepseek এর কাজ কি? এটি কিভাবে ব্যবহার করবো ইত্যাদি।
Deepseek কি?
Deepseek হলো চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। যেটি স্বল্প ব্যয় Chatgpt এর চেয়ে বেশি গুণ ক্ষমতা সম্পন্ন এবং ব্যবহার উপযোগী। যেটির সদর দপ্তর দক্ষিণ পূর্ব চীনের হাংচুং শহরে। Deepseek AI টুলসটি ২০২৩ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হলেও জনপ্রিয় এই AI tools টি ১০ জানুয়ারি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।
এর শক্তিশালী AI এসিস্ট্যান্ট চ্যাটজিপিটির মতোই কাজ করে। তবে এর কার্যকরী ক্ষমতা Chatgpt থেকে অনেক বেশি শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন। যা তথ্যের নির্ভুল ব্যাখ্যা ও বিশ্লেষণ দিতে পারে মুহূর্তেই। যেটি এটিকে জনপ্রিয় করে তুলেছে।
আরোও পড়ুন: সেরা ৫টি PTC Site থেকে এডস দেখে ইনকাম করুন ২০২৫
DeepSeek এর জনপ্রিয়তার আরেকটি কারণ হচ্ছে স্বল্প খরচে এর ব্যবহারের সুবিধা। Deepseek এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। মাত্র ৪০ বছর বয়সে এনভিডিয়ার এ ১০০ চিপের একটি বিশাল মজুত সংগ্রহ করেন। তবে এই চিপ এখন চীনে রপ্তানি নিষিদ্ধ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে অনুমানিক ৫০ হাজার চিপের মালিক ছিলেন DeepSeek এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। এই চিপ গুলোর সাথে আরোও কতগুলো সস্তা চিপ ব্যবহার করেই তিনি DeepSeek প্রতিষ্ঠা করেন।
DeepSeek ইন্সটল করার নিয়ম
লিয়াং ওয়েনফেং স্বল্পমূল্যের DeepSeek AI টুলসটি তৈরি পর সেটি গ্রাহকদের জন্য বিনামূল্য Apple app store ও Official Website এ উন্মুক্ত করে দিয়েছেন। যেটি উন্মুক্ত হওয়ার পর অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ গুলোর মধ্যে অন্যতম।
আপনি যদি একজন অ্যাপল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে খুব সহজে Apple app store থেকে এটি ইন্সটল করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি Android phone ইউজার হয়ে থাকেন তাহলে খুব সহজে DeepSeek official website থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
ডিপসিকের জনপ্রিয়তার কারণ
মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা লামা কিংবা ওপেন এআই এর চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে নিজের স্থান দখল করে নিয়েছে DeepSeek। এই দুটি প্রযুুক্তির মডেল খরচ ও কার্যকারিতা বিবেচনায় অনেকটাই এগিয়ে রেয়েছে DeepSeek।
দেখা গেছে কোটি কোটি টাকা ডলার বিনিয়োগ করে অ্যাপ তৈরি করে সন্দেহ রয়েছে এর সফলতা নিয়ে। কিন্তু নিজের অবস্থান না জানান দিয়েয় হঠাত মার্কেটে আত্ন প্রকাশ করে DeepSeek। যেটি গুগল প্লেস্টোরে ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ মানুষ। ২০২৫ সালের ৮ জানুয়ারি রিলিজ হওয়ার অ্যাপটির বর্তমান প্লে স্টোর ইউজারের সংখ্যা প্রায় ১০ মিলিয়নেরও বেশি যেটি সত্যি অবিশ্বাস্য।
Google play store থেকে DeepSeek ডাউনলোড করার নিয়ম
আপনি চাইলে বিনামূল্যের এই AI সার্ভিসটি গুগল প্লেস্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর Play store অ্যাপটি ওপেন করে সার্চবারে DeepSeek লিখে সার্চ করুন। তাহলে নীল তিমি লোগো সম্বোলিত অ্যাপটি দেখতে পাবেন। তারপর সেটি ইন্সটল করে নিন।
এছাড়াও অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা চাইলে খুব সহজে অ্যাপল স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা ফোনে থাকা যেকোন ব্রাউজারের ড্যাশবোর্ডে download DeepSeek লিখে সার্চ করে সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।