আজকের শীতের আবহাওয়া কেমন জানতে চান অনেকে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ শীত হল ছয় ঋতুর পঞ্চম তম ঋতু। শরতের পরে শুরু হয় শীত এখন শীতের মৌসুম। তাই অনেকে জানতে চান আজকের শীতের আবহাওয়া কেমন। এই পোস্টে আজকের শীতের আবহাওয়া কেমন। কবে কমবে শীত এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
আজকের শীতের আবহাওয়া কেমন
শুরু হলো শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছেন পুরো মাস জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। গেল শনিবার চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জসহ বাংলাদেশের কোন কোন অঞ্চলে সর্বনিমম্ন তাপমাত্রা ৯.৬ ড্রিগ্রি সেলসিয়াস রেকোর্ড করা হয়েছে। যা ঢাকায় ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলা বাদে কোথাও শৈত্যপ্রবাহ দেখা না গেলেও কমছে না শীতের প্রকোপ। শীতের কারণে মানুষের নাজেহাল অবস্থা।
আরোও পড়ুন: বাংলাদেশ, ইন্ডিয়া ও সৌদি আজকের সোনার/স্বর্ণের দাম জানুন।
এমন পরিস্থিতি মানুষ প্রয়োজন ছাড়া ঘরে বাহিরে বের হচ্ছেন না। এতে করে রিকসা চালক সহ অনেক দিন মুজুরের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হায় হুতাশ করে দিন কাটাচ্ছেন। আর ভাবছেন কবে শীত কম। যারা আজকের শীতের আবহাওয়া কেমন জানতে এক নজরে দেখে নিন বাংলাদেশের ৮টি বিভাগের আজকের শীতের তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য সূত্রে আজকের শীতের আবহাওয়া খবর ১৪, জানুয়ারি-২০২৪ ইং।

ঢাকা বিভাগ আজকের শীতের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ১৭.৬
- আজকের সর্বনিম্ন ১৪:০
- আবহাওয়া: অংশিক মেঘলা
চট্টগ্রাম বিভাগ আজকের শীতের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ১৯.৫
- আজকের সর্বনিম্ন ০৯:৭
- আবহাওয়া: অংশিক মেঘলা
রাজশাহী বিভাগ আজকের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ২৪.০
- আজকের সর্বনিম্ন ১৪:১
- আবহাওয়া: অংশিক মেঘলা
খুলনা বিভাগ আজকের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ২২.৩
- আজকের সর্বনিম্ন ১২:২
- আবহাওয়া: অংশিক মেঘলা
সিলেট বিভাগ আজকের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ২৪.০
- আজকের সর্বনিম্ন ১৩:৮
- আবহাওয়া: অংশিক মেঘলা
বরিশাল বিভাগ আজকের শীতের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ১৮.৭
- আজকের সর্বনিম্ন ১০:৫
- আবহাওয়া: অংশিক মেঘলা
রংপুর বিভাগ আজকের শীতের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ১৪.৮
- আজকের সর্বনিম্ন ১০:৩
- আবহাওয়া: অংশিক মেঘলা
ময়মনসিংহ বিভাগ আজকের শীতের আবহাওয়া
- সূর্যোদয়: ৬:৪৪ ভোর
- সূর্যোস্ত: ৫:৩১ সন্ধ্যা
- বৃষ্টিপাত ০.০ মি.মি
- গতকাল সর্বোচ্চ: ১৮.৪
- আজকের সর্বনিম্ন ১৪:০
- আবহাওয়া: অংশিক মেঘলা

শীত কমবে কখন?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় শনি, রবি ও সোমবার এই তিন দিন বাংলাদেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। যার ফলে কোথাও কোথাও মধ্যরাত থেকে মাঝারি মাঝারি ঘন কুয়াশা পড়ার সম্ভাবণা রয়েছে। ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। তবে মঙ্গবার থেকে শীতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে এই আবহাওয়া সব সময় এক রকম থাকবে না। হঠাৎ বাড়তে ও কমতে পারে। তাই প্রতিদিনের আবহাওয়ার খবর পড়ুন বঙ্গভাষা ওয়েবসাইট থেকে।
কেন বেশি শীত পড়ে?
কেন এত বেশি শীত পড়ে এর উত্তরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরেরর আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান যখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে। তখন শীতের অনুভূতি বাড়তে থাকে। আর এটা যখন ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তখন নেমে আসে প্রকট হাড়কাঁপানো শীত।
গেল শুক্রবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন: রংপুর, দিনাজপুর, তেতুলিয়া সহ উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, বগুড়া ও সিলেটসহ কিছু অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম পাওয়া গেছে। অধিকাংশ অঞ্চলে শীতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
মূলত তাপমাত্রা যখন ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তখন মৃদু শৈত্যপ্রবাহ দেখা দেয়। আর সেটা যখন ৬-৮ হয় তখন মাঝারি শৈত্যপ্রবাহ এর এটি যখন ৬-৪ ডিগ্রি সেলসিয়াসের কম হয় তখন তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। বাংলাদেশের কোথাও কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সারা দেশের শীতের অনুভূতি বেড়ে গেছে।
প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে বা আজকের শীতের আবহাওয়া জানতে ভিজিট করুন বঙ্গভাষা ওয়েবসাইটে। অথবা চাকরি, অনলাইন ইনকাম, পাসপোর্ট, কুইজ লটারি সহ অন্যান্য বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!


Thanks
Thanks