বাংলাদেশে অবস্থিত বিদেশি সংস্থায় চাকরির সুযোগ বেতন ৪ লক্ষ ৪০ হাজার টাকা

বাংলাদেশে অবস্থিত বিদেশি সংস্থায় চাকরির সুযোগ: সাম্প্রতিক International Fertilizer Development Center (IFDC) বাংলাদেশে কর্মী নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশে Seed Specialist পদে জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবে। নিচে জব রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো।

 

ঢাকায় বিদেশি সংস্থায় চাকরির সুযোগ

International Fertilizer Development Center (IFDC) সিড স্পেশালিস্ট পদে ১ জন দক্ষ কর্মী নিয়োগ দিবে। যোগ্যতা: Agriculture Extension, Agronomy, Climate Change বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ৮ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। 

আরোও পড়ুন: এইচএসসি পাসে চাকরির সুযোগ থাকছে অনলাইন আবেদনের নিয়ম

MS Office অ্যাপ্লিকেশনের কাজ জানা থাকতে হবে। দেশ ও দেশের বাহিরে ভ্রমণের মন মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন: ফুলটাইম ডিউটি। কর্মস্থল: ঢাকা। মাসিক বেতন ৪ লক্ষ ৪০ হাজার টাকা। সুযোগ-সুবিধা: সু-চিকিৎসা,

জীবন বীমা ও বছরে ১৩ মাসের বেতন বাতা, অসুস্থতাজনিত সাময়িক ছুটি এবং চাকরি শেষে পেনশনের সুযোগ। 

 

এক নজরে International Fertilizer Development Center চাকরি বিবরণ

নিম্নে International Fertilizer Development Center এ চাকরির সুযোগ সুবিধা টেবিল আকারে তুরে ধরা হলো। 

International Fertilizer Development Center

চাকরি তথ্য

প্রতিষ্ঠানের নাম

International Fertilizer Development Center (IFDC)

চাকরির ধরন

বেসরকারি

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা

অনির্ধারিত

কর্মস্থল

ঢাকা

বেতন

৪ লক্ষ ৪০ হাজার

আবেদন ফি 

প্রযোজ্য নয়

শিক্ষাগত যোগ্যতা

Agriculture Extension, Agronomy, Climate Change

পদসংখ্যা

১ টি

চাকরির ধরন

ফুলটাইম

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, পেনশন, চিকিৎসা বাতা

আবেদনের ধরন

অনলাইন

 

আবেদনের ধরন, কিভাবে আবেদন করবেন

International Fertilizer Development Center বা IFDC চাকরির প্রথমিক আবেদন অনলাইনে করা যাবে। আগ্রহী প্রার্থীগণ এইখানে ক্লিক  করে চাকরি বিবরণ পড়ে apply বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। 

 

বাংলাদেশে অবস্থিত বিদেশি সংস্থায় চাকরির সুযোগ (প্রথমআলো)

চাকরি আবেদন করার নিয়ম ও পদ্ধতি 

International Fertilizer Development Center (IFDC) চাকরি আবেদন করতে প্রথমে আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে বিস্তারিত পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার জব রিলেটেড বিস্তারিত তথ্য দেখতে পাবেন।  সব কিছু পড়ে বুঝে আবেদন করতে চাইলে Apply বাটনে ক্লিক করুন। 

Apply বাটনে ক্লিক করার পর আপনার সামনে Contact information পেইজ প্রদর্শিত হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য যেমন: First name, Last name, Email address, Primary phone, Address, City, Location, Postal, Primary contact Method ও CV আপলোড করে Next বাটনে ক্লিক করুন। তারপর পরবর্তী দাপ গুলো সম্পন্ন করার মাধ্যমে আবেদন সাবমিট করুন। 

আরোও পড়ুন: জাতীয় দক্ষতা উন্নয় কর্তৃপক্ষ চাকরির সুযোগ

এরকম আরোও চাকরির খবর জানতে বঙ্গভাষা ওয়েবসাইটে চোখ রাখুন। এবং এই পোস্ট সম্পর্কে কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading