নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৪ | নৈপুণ্য app ডাউনলোড

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম, নৈপুণ্য অ্যাপ একাউন্ট তৈরির নিয়ম, নৈপুণ্য অ্যাপ ডাউনলোড সহ নৈপুণ্য app সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। 

 

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে গুগল প্লেস্টোরের সার্চবারে Noipunno লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা নৈপুণ্য অ্যাপটি ইন্সটল করে নিন। এখন অ্যাপে প্রবেশ করে নৈপুণ্য User ID ও Passwoard দিয়ে লগইন করুন। তাহলে আপনি খুব সহজে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে নতুন শিক্ষার্থীর ডাটা Entry করাতে পারবেন।

 

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে Google play store থেকে নৈপুণ্য অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপটি অপেন করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন। 

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন

এখন নৈপুণ্য অ্যাপে লগইন করার জন্য আপনার আইডি নম্বর ও পিন দিয়ে ‘লগ ইন করুন’ অপশনে ক্লিক করুন তাহলে আপনি অ্যাপের ভিতরে চলে আসবেন। এখন নৈপুণ্য অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করানোর জন্য নিচে থেকে ‘শিক্ষার্থী’ আইকনে ক্লিক করুন। তাহলে আপনি এক বা একাধিক নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার অপশন পেয়ে যাবেন। এখন একাধিক স্টুডেন্ট যুক্ত করার জন্য ‘একাধিক শিক্ষার্থী যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন। তারপর 

  • ব্রাঞ্চ
  • শিফর্ট
  • ভার্সন
  • শ্রেণী 
  • সেকশন 
  • সন

ইত্যাদি তথ্য দিয়ে আপনার ফাইলটি আপলোড করে দিন। তারপর শিক্ষার্থীর তথ্য দিয়ে ফাইলটি সাবমিট করলে আপনার নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

 

নৈপুণ্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার ছাড়াও আপনি চাইলে নৈপুণ্য ওয়েবসাইটে নৈপুণ্য রেজিস্ট্রেশন সহ যাবতী কাজ করতে পারবেন। এখন ওয়েবসাইটে রিজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে moster.Noipunno.gov.bd লিখে সার্চ করুন। 

বি:দ্র: আপনি যদি মোবাইল থেকে নৈপুণ্য ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে অব্যশই ফোনের Desktop মোড অন করে কাজ করুন। কেননা নৈপুণ্য ওয়েবসাইট মোবাইল ভার্সন Allow করে না। 

 

আরোও পড়ুন: মোবাইলে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করুন।

 

যাইহোক, এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নৈপুণ্যে অ্যাপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে এবং সেখানে ‘শিক্ষার্থী’ নামে একটি অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। তাহলে দুটি অপশন চলে আসবে। যেমন:

  • নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এবং 
  • নতুন শ্রেনিতে যুক্ত করুন

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন

এখন আপনি ‘নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘শিক্ষার্থী যুক্ত করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তাহলে দুটি অপশন চলে আসবে। যেমন:

  1. একজন শিক্ষার্থী যুক্ত করুন এবং 
  2. একাধিক শিক্ষার্থী যুক্ত করুন 

আজকের পোস্টে আমরা ‘একাধিক শিক্ষার্থী যুক্ত করুন’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আপনি ‘একাধিক শিক্ষার্থী যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • ব্রাঞ্চ
  • শিফর্ট
  • ভার্সন
  • শ্রেণী 
  • সেকশন 
  • সন

এখন উপরে উল্লেখিত অপশনগুলোতে সঠিক তথ্য প্রদান করে পূরণ করুন। তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে শিক্ষার্থী ডাটা এন্টির দেওয়ার জন্য একটি নমুনা ফাইল ডাউনলোড করার কথা বলা হয়েছে। এখন ‘এখানে’ অপশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। 

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন

তারপর সেটি ওপেন করুন। তাহলে এক্সেল শিটটি আপনার সামনে চলে আসবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Student name (Bangla)
  • Student name (English)
  • Bird
  • Date of birth
  • Gender 
  • Religion 
  • Disability status 
  • Student mobile number
  • Father’s name (English) 
  • Father’s name (Bangla) 
  • Father’s mobile number 
  • Mothers name (Bangla)
  • Mother’s name (English)
  • Mother’s mobile number ইত্যাদি 

এখানে আপনি আপনার কাগজপত্র অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন তারপর ফাইলটি সেভ করুন এবং Drag and Drop করে  আপলোড করুন। 

noipunno app registration

ফাইলটি আপলোড হওয়ার পর তথ্য সংযোজন করুন অপশনে ক্লিক করুন। তাহলে সফলভাবে আপনার তথ্য গুলো যুক্ত হয়ে যাবে। এভাবে খুব সহজে নৈপুণ্য অ্যাপে আপনি সকল শ্রেণীর শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। 

 

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার নিয়ম 

আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে খুব সহজে নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড/ইন্সটল করতে পারবেন। অথবা গুগর থেকে নৈপুণ্য apk ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপ ইন্সটল করার জন্য ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চ বারে নৈপুণ্য বা Noipunno লিখে সার্চ করুন। তাহলে আপনি সবার উপরে নৈপুণ্য অ্যাপটি পেয়ে যাবেন। এখন সেটি ডাউনলোড/ইন্সটল করে নিন।

গুগল থেকে নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজারের সার্চবারে noipunno apk লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর Download অপশনে ক্লিক করে নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড করে নিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading