রকমারি থেকে বই অর্ডার করুন মাত্র ২ মিনিটে ২০২৫

রকমারি থেকে বই অর্ডার করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি খুব সহজেই অনলাইন থেকে রকমারি থেকে বই অর্ডার করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই অ্যাপের মাধ্যমে রকমারি থেকে বই অর্ডার করবেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। তাই রকমারি থেকে বই অর্ডার করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

অ্যাপের মাধ্যমে রকমারি থেকে বই অর্ডার করার নিয়ম

অ্যাপের মাধ্যমে রকমারি থেকে বই অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা Google Play store প্রবেশ করুন এবং সার্চবারে Rokomari লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা Rokomari অ্যাপসটি ইন্সটল করুন।

 রকমারি থেকে বই অর্ডার

এখন অ্যাপসটি সম্পন্ন ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখন রকমারি থেকে বই অর্ডার করার জন্য সর্বপ্রথম একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে রকমারি অ্যাপে একাউন্ট তৈরি করতে হয়।

রকমারি অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

আপনি যদি রকমারি অ্যাপস থেকে বই অর্ডার করতে চান। তাহলে আপনাকে রকমারি অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন একাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে “Account” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ‌

রকমারি থেকে বই অর্ডার

রকমারি অ্যাপে আপনি আপনার মোবাইল নম্বর/ ফেসবুক একাউন্ট/ জিমেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন এবং একটি একাউন্ট তৈরি করুন। উদাহরণ স্বরূপ, আপনি জিমেইল ব্যবহার করে রকমারি অ্যাপে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন।

আরোও পড়ুন: রকমারি অ্যাফিলিয়েটিং করে মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ইনকাম

তাহলে Enter email/ mobile নম্বর অপশনে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি জিমেইল সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার রকমারি অ্যাপে একাউন্টে রেজিস্ট্রেশন করা সম্পন্ন হবে। এখন একাউন্টের হোম পেইজে প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

রকমারি থেকে বই অর্ডার

এখন আপনি রকমারি অ্যাপস থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন বই অর্ডার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে রকমারি থেকে বই অর্ডার করতে হয়।

রকমারি থেকে বই অর্ডার করুন

রকমারি থেকে বই অর্ডার জন্য সার্চ অপশনে আপনি যে বইটি অর্ডার করতে চাচ্ছেন। সেই বইটির নাম লিখে সার্চ করুন। উদাহরণ স্বরূপ, আপনি রকমারি থেকে “পদার্থ বিজ্ঞান” বই অর্ডার করবেন। তাহলে সার্চ অপশনে পদার্থ বিজ্ঞান লিখে সার্চ করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পদার্থ বিজ্ঞান বইটি চলে আসবে।

রকমারি থেকে বই অর্ডার করার জন্য পদার্থ বিজ্ঞান বইটির উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পদার্থ বিজ্ঞান বিভিন্ন ইনফরমেশন চলে আসবে। যেমন:

  • বইটির লেখকের নাম
  • পদার্থ বিজ্ঞান বইটির রেটিং এবং
  • মূল্য ইত্যাদি

এখন পদার্থ বিজ্ঞান অর্ডার করার জন্য নিচে থেকে “Add To Cart” অপশন ক্লিক করুন। তারপর আবারো রকমারি অ্যাপের হোম পেইজ প্রবেশ করুন। এখন নিচে লক্ষ্য করলে 5টি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Home
  2. Cart
  3. Account
  4. E-Library এবং
  5. Menu

রকমারি থেকে বই অর্ডার জন্য উপরে উল্লেখিত অপশন গুলো থেকে “Cart” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার অর্ডার করা বইটি দেখতে পাবেন। এখন আপনি যদি আরোও নতুন অর্ডার করতে চান। তাহলে “+ প্লাস” আইকনে ক্লিক করে নতুন বই অ্যাড করতে পারবেন।

রকমারি থেকে বই অর্ডার

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী বইয়ের সংখ্যা সিলেক্ট করুন। তারপর স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “Next to shipping” নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Next to shipping অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার সাইট বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার Address দিতে হবে। তাহলে নিচে থেকে “Add Address” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name
  • Phone Number
  • Alt phone
  • Country
  • City
  • Area
  • Home/Office এবং
  • Address

তাহলে উপরে উল্লেখিত অপশনে আপনার এড্রেস অনুযায়ী পূরণ করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Save Address অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি নিচে থেকে Next to Payment অপশন ক্লিক করুন। তাহলে পেমেন্ট করার অপশনে নিয়ে আসবে।

রকমারি বই অর্ডারের অনলাইন পেমেন্ট

রকমারি অ্যাপ থেকে বই অর্ডার করার পরে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন পেমেন্ট করার জন্য আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

রকমারি থেকে বই অর্ডার

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Cash on delivery মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন। তাহলে Cash on delivery অপশনে ক্লিক করুন। তারপর নিচে থেকে ‘এই শর্তগুলো মেনে অর্ডার প্রদান করি’ অপশনের টিক চিহ্ন দিয়ে ‘Confirm Order’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার রকমারি অ্যাপ থেকে রকমারি থেকে বই অর্ডার কনফার্ম হয়ে যাবে।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে রকমারি থেকে বই অর্ডার করতে হয়, কিভাবে রকমারি অ্যাপে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে রকমারি থেকে বই অর্ডার পেমেন্ট করতে হয়। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading