বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম, বিকাশ মার্চেন্ট একাউন্ট সুবিধা-অসুবিধা, বিকাশ মার্চেন্ট একাউন্ট লিমিট, বিকাশ মার্চেন্ট একাউন্ট ক্যাশ আউট চার্জ, বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম এবং বিকাশ মার্চেন্ট একাউন্ট করতে কি কি লাগে সকল বিষয় থাকছে আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে Bkash লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আশা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, Bkash মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
বিকাশের হোম পেইজে প্রবেশ করলে সেখানে অনেক গুলো অপশন পাবেন। যেমন:
- Campaigns
- Services
- Business
- Help
- Career
- About blog এবং
- Student
Bkash Merchant Account খোলার জন্য “Business” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানেও অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: “Merchant” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বিকাশ Merchant Account খোলার ইনট্রাকশন দেখতে পাবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Bkash Merchant Account খোলার জন্য একটি ফরম দেখতে পাবেন। এখন আপনাকে ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন:
- Shop Name
- District
- Area
- Contact Person
- Phone Number এবং
- Email Address
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার Shop Name, District এবং Area সিলেক্ট করুন। তারপর আপনার Contact Person, Phone Number এবং Email Address লিখুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Do You have NID? অপশন দেখতে পাবেন।
আপনার যদি এনআইডি কার্ড থাকে। তাহলে Yes অপশনে ক্লিক করুন। অন্যথায়, No অপশনে ক্লিক করুন। এখন আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে। তাহলে Yes অপশনে ক্লিক করে আপনার ট্রেড লাইসেন্সের নম্বর এবং expire date লিখুন। অন্যথায়, No অপশনে ক্লিক করুন। আপনার যদি ব্যাংক একাউন্ট থাকে। তাহলে Yes অপশনে ক্লিক করুন। অন্যথায়, একইভাবে No অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম A টু Z- ২০২৫
তাহলে সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে “I am human” অপশন টিক চিহ্ন দিয়ে Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে thank you for your interest….. লেখা চলে আসবে। আপনার বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার সময় যে ইমেইল এড্রেস ব্যবহার করেছেন। সেই ইমেইল এড্রেসে বিকাশ থেকে একটি মেইল চলে আসবে।
অথবা বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন। সেই মোবাইল নম্বরে বিকাশ থেকে সরাসরি ফোন দিবে এবং আপনাকে জিজ্ঞেস করবে আপনি Bkash Merchant Account খুলবেন কিনা। তারপর বিকাশ কোম্পানির প্রতিনিধি আপনার সাথে সরাসরি আপনার দোকানে এসে দেখা করবে এবং আপনার Bkash Merchant Account সেটিং চালু করে দিবে।
যখনি আপনার Bkash Merchant Account একটিভ হয়ে যাবে। তখন আপনি গুগল প্লে স্টোর থেকে Bkash Merchant Account অ্যাপসটি ইন্সটল করুন। তারপর আপনার বিকাশ মার্চেন্ট নম্বরটি ব্যবহার করে একাউন্ট লগইন করুন। তাহলে আপনি যত ট্রানজেকশন করবেন সকল ট্রানজেকশন বিকাশ মার্চেন্ট একাউন্ট যোগ হবে। এখন আপনি বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন।
বিকাশ মার্চেন্ট একাউন্ট সুবিধা
বিকাশ মার্চেন্ট একাউন্ট সুবিধা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:
- বিকাশ মার্জেন্ট একাউন্ট ব্যবহার করে মোবাইলের রিচার্জ করলে ১% কমিশন পাবেন। অর্থাৎ, আপনি যদি ১০০০ টাকা মোবাইলে রিচার্জ করেন। তাহলে আপনি সেখান থেকে ১০ টাকা কমিশন পাবেন
- দোকান অথবা ব্যবসার ক্ষেত্রে Bkash Merchant অ্যাকাউন্টের মাধ্যমে কাস্টমারের কাছে থেকে খুব সহজেই পেমেন্ট গ্রহণ করা যায়
- বিকাশ মার্জেন্ট একাউন্টের QR কোড ব্যবহার করে কাস্টমাররা সরাসরি QR কোড স্ক্যান করে টাকা লেনদেন করতে পারবে। এতে করে কাস্টমারের সময় বাঁচবে এবং নিরাপদে লেনদেন করতে পারবে
- তাছাড়াও বিকাশ মার্চেন্ট একাউন্ট মাধ্যমে খুব সহজেই লেনদেনের হিসাব রাখা যায়
- ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়
- বিকাশ মাঝে মাঝে মার্চেন্ট একাউন্টের ডিসকাউন্ট অথবা ক্যাশ আউটের সুযোগ দিয়ে থাকে
- বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে কোন প্রকারের ঝামেলা ছাড়াই লেনদেন করা যায় এবং
- বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করার ফলে ক্যাশ ব্যবসার ঝুঁকি কমে এবং কর্মচারী দিয়ে টাকা গণনার প্রয়োজন হয় না
বিকাশ মার্চেন্ট একাউন্ট অসুবিধা
বিকাশ মার্চেন্ট একাউন্টের কিছু কিছু অসুবিধা রয়েছে। নিচে বিকাশ মার্চেন্ট একাউন্ট অসুবিধা গুলো আলোচনা করা হলো:
- বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করলে। সাধারণত চার্জ না থাকলে টাকা Bank transfer বা Cash out করতে চার্জ কাটা হয়
- বিকাশ মার্চেন্ট একাউন্টের মাধ্যমে বড় লেনদেন জন্য বিকাশ সব সময় উপযোগী নয়। তার কারণ হলো: Bkash Merchant অ্যাকাউন্টের দৈনিক/মাসিক একটি লিমিট রয়েছে
- বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করার সময় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়
- কিছু কিছু সময় বিকাশ মার্চেন্ট কাস্টমার কেয়ারে সমস্যা থাকার কারণে কাস্টমারদের সমস্যা হয়
- আপনি যদি Bkash Merchant একাউন্ট ব্যবহার করে ভুল লেনদেন করেন। তাহলে আপনার ভুল লেনদেনকৃত টাকাটি পেতে অনেক সমস্যা হতে পারে
- বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী ক্যাশে লেনদেন করে। যার ফলে বিকাশ ব্যালেন্স থেকে নিয়মিত ক্যাশ আউট করতে হয়। যা চার্জ সাপেক্ষ হয়ে থাকে এবং
- বিভিন্ন সময়ে সার্ভার ডাউন থাকার কারণে বিকাশ মার্চেন্ট একাউন্ট লেনদেন বন্ধ থাকে। যেটি ব্যবসায়ীদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়
বিকাশ মার্চেন্ট একাউন্ট করতে কি কি লাগে
আপনি যদি বিকাশ মার্চেন্ট একাউন্ট তৈরি করতে চান। তাহলে অবশ্যই আপনার নিম্নোক্ত ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। যেমন:
- আপনার বৈধ জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
- আপনার বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে
- ব্যাংক একাউন্ট এবং
- আপনার মোবাইল নম্বর/ইমেইল এড্রেস এবং ব্যবসার ঠিকানা প্রয়োজন হবে
বিকাশ মার্চেন্ট একাউন্ট লিমিট চেক
Bkash Merchant একাউন্টের লিমিট চেক করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে Bkash মার্চেন্ট অ্যাপসটি আপডেট করুন। তাহলে খুব সহজেই Bkash Merchant Account থেকে লিমিট চেক করতে পারবেন। Bkash Merchant লিমিট চেক করার জন্য আপনার বিকাশ Merchant Account প্রবেশ করুন এবং একাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করুন। তাহলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে সেখান থেকে “লিমিট” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার দৈনিক এবং মাসিক লিমিট দেখতে পাবেন।
Bkash Merchant দৈনিক লিমিট
- Bkash Merchant একাউন্ট ব্যবহার করে আপনি দৈনিক ৩০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন
- দৈনিক সবোর্চ্চ ৫০ হাজার টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন
- তাছাড়াও দৈনিক ১০ হাজার টাকা সেন্ড মানি এবং ৫০ হাজার টাকা মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন
- দৈনিক ২৫ হাজার টাকা মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন এবং
- তাছাড়াও কার্ড, এজেন্ট এবং এটিএম থেকে দৈনিক ২০ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন
Bkash Merchant মাসিক লিমিট
- Bkash Merchant একাউন্ট ব্যবহার করে আপনি মাসিক ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন
- প্রতি মাসে সবোর্চ্চ ৩ লক্ষ টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। যেটি ৩ হাজার বার পর্যন্ত
- আপনি আনলিমিটেড পে-বিল করতে পারবেন
- তাছাড়াও আপনি মাসিক ১ লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। প্রতি মাসেএক ট্রানজেকশন ব্যবহার করে
- ৩০ বার সেন্ড মানি করতে পারবেন
- ৪ লক্ষ ৫০ হাজার টাকা মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ, প্রতি মাসে ২০০ বার
- মাসিক ১ লক্ষ টাকা মার্চেন্ট পেমেন্ট গ্ৰহন করতে পারবেন এবং
- তাছাড়াও কার্ড, এজেন্ট এবং এটিএম থেকে মাসিক ৩ লক্ষ টাকা ক্যাশ আউট করতে পারবেন
বিকাশ মার্চেন্ট একাউন্ট ক্যাশ আউট করুন
Bkash Merchant ক্যাশ আউট করার জন্য সর্বপ্রথম আপনার Bkash Merchant অ্যাকাউন্টে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
Bkash Merchant অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার জন্য “এজেন্ট ক্যাশ আউট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি মোবাইল নম্বর/ QR Code ব্যবহার করে ক্যাশ আউট করতে পারবেন। মোবাইল নাম্বারে ক্যাশ আউট করার জন্য “এজেন্টের নাম্বার বা নাম দিন” অপশনে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে “এগিয়ে যান” অপশনটিতে ক্লিক করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
এখন পরবর্তী অপশনে আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এখন আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন। সেটি টাইপ করুন এবং নিচে থেকে “এগিয়ে যান” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একাউন্টের ক্যাশ আউট চার্জ দেখতে পাবেন।
এখন আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে “ক্যাশ আউট হতে ক্যাপ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ করে ধরে রাখুন। তাহলে আপনার Bkash Merchant ক্যাশ আউট সম্পন্ন হবে।
বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার নিয়ম
Bkash Merchant একাউন্ট বন্ধ করার জন্য আপনার বিকাশ একাউন্ট “লগইন” করুন। তারপর ডান পাশ থেকে বিকাশের লোগো আইকনের ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “সেটিং” নামে একটি অপশন দেখতে পাবেন।
বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার জন্য “সেটিংস” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন শো করবে। যেমন:
- নাম পরিবর্তন করুন
- ছবি পরিবর্তন করুন এবং
- অ্যাকাউন্ট ম্যানেজ
এখন আপনি “একাউন্ট ম্যানেজ” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Bkash Merchant একাউন্ট বন্ধ করার সকল প্রসেস চলে আসবে। যেমন:
- আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স ০ করতে হবে
- Bkash Merchant একাউন্ট বন্ধ করার আগে আপনার বিকাশ একাউন্ট নেওয়া সকল লোড পরিশোধ করতে হবে
- তারপর আপনার বিকাশ একাউন্টের সকল সেভিংস এবং সাবস্ক্রিপশন বাতিল করতে হবে এবং
- Bkash Merchant একাউন্ট বন্ধ করার জন্য আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে
তাহলে বিকাশ মার্চেন্ট একাউন্ট বন্ধ করার জন্য উপরে উল্লেখিত সকল প্রসেস সম্পন্ন করতে হবে এবং আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার যোগাযোগ করতে হবে। তাহলে তারা আপনার Bkash Merchant একাউন্টটি বন্ধ করে দিবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম ইত্যাদি সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!