কিভাবে স্টারলিংক ইন্টারনেট আবেদন করবেন। কত টাকা খরচ হবে ২০২৫

স্টারলিংক ইন্টারনেট আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে স্টারলিংক ইন্টারনেট আবেদন করবেন এবং স্টারলিংক ইন্টারনেট আবেদন করতে কত টাকা খরচ হবে ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

স্টারলিংক ইন্টারনেট আবেদন করার সহজ উপায়

স্টারলিংক ইন্টারনেট আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে Starlink Bangladesh লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

স্টারলিংক ইন্টারনেট আবেদন

Starlink Internet আবেদন করার জন্য স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: Residential এবং Roam। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Residential অপশনে নিচে থেকে Order now অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার Service Addressটি বসাতে হবে।

এখন Service Address অপশনের পাশের আইকনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Allow Which Visiting the Site অপশনে ক্লিক করে Allow করুন। তাহলে অটোমেটিক আপনার Service Addressটি বসে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: নিচে থেকে Order now অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন চলে আসবে। যেমন:

  1. Residential এবং
  2. Residential lite

বর্তমান সময়ে উপরে উল্লেখিত দুইটি ইন্টারনেট সংযোগ বাংলাদেশে প্রভাইড করছে। তবে পরে হয়তো আরোও কিছু ইন্টারনেট সংযোগ এড হতে পারে। আপনি একই প্রসেস ব্যবহার করে স্টারলিংক ইন্টারনেট আবেদন করতে পারবেন। এখন আপনি যদি Residential Starlink Internet আবেদন করেন। তাহলে আপনাকে প্রতিমাসে 6,000 টাকা বিল পরিশোধ করতে হবে।

আরোও পড়ুন: WiFi এমবি বিক্রি করে টাকা ইনকাম করুন ২০২৫

আর আপনি যদি Residential lite স্টারলিংক ইন্টারনেট আবেদন করেন। তাহলে আপনাকে প্রতিমাসে 4,200 টাকা বিল পরিশোধ করতে হবে। Residential ইন্টারনেট সংযোগে আপনি 300MPS লাইন পাবেন এবং আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। আর আপনি Residential lite ইন্টারনেট কিছুটা লো কানেকশন পাবেন।

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টারলিংক ইন্টারনেট আবেদন করুন। উদাহরণ স্বরূপ, আপনি Residential স্টারলিংক ইন্টারনেট আবেদন করতে চাচ্ছেন। তাহলে Residential অপশনটি সিলেক্ট করুন। এখন নিচে “Starlink standard kit” নামে একটি অপশন দেখতে পাবেন।

স্টারলিংক ইন্টারনেট আবেদন

Residential সেটআপ করার জন্য তারা আপনাকে একটি রিসিভার, একটি রাউটার এবং স্টারলিংক ইন্টারনেট সংযোগ নিতে বেশ কয়েকটি জিনিস দিবে‌। অর্থাৎ, Residential ইন্টারনেট সংযোগ সেটআপ করতে যা যা প্রয়োজন হবে। সেগুলোর দাম হচ্ছে 47,000 টাকা। এখন স্টারলিংক ইন্টারনেট আবেদন করার জন্য স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে Starlink Internet আবেদন করতে টোটাল কত টাকা খরচ হবে। সেটি দেখতে পাবেন। ‌

এখন আপনি নিচে থেকে Check out অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে। Starlink Internet আবেদন করার জন্য আপনাকে ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন:

  • Fast Name
  • Last Name
  • Phone Number এবং
  • Email Address

তাহলে প্রথমে আপনার Fast Name এবং Last Name লিখুন। তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেসটি লিখুন। এখন নিচে Payment নামে একটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ, আপনাকে স্টারলিংক ইন্টারনেট আবেদন পেমেন্ট করতে হবে।

স্টারলিংক ইন্টারনেট আবেদন

স্টারলিংক ইন্টারনেট আবেদন পেমেন্ট

স্টারলিংক ইন্টারনেট আবেদন পেমেন্ট করার জন্য প্রথমে আপনার কার্ড অনুযায়ী নাম লিখুন। এখন আপনার টিন নম্বরটি বসিয়ে দিন (অপশোনাল)। তারপর আপনার কার্ডের নাম্বার, CVV এবং expire Date লিখুন। এখন নিচে থেকে আপনার Postal Code সিলেক্ট করে স্ক্রোল করে নিচে নামেন এবং place Order অপশনে ক্লিক করুন।

স্টারলিংক ইন্টারনেট আবেদন

তাহলে আপনার কার্ড থেকে সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হবে এবং আপনার অর্ডার টি কনফার্ম হয়ে যাবে। এখন আপনাকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাহলে তিন সপ্তাহের মধ্যে আপনার ডেলিভারি দিয়ে দিবে। এখন ডেলিভারি হওয়ার পরে বাংলাদেশ থেকে কোনো টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে ইন্টারনেট সংযোগতি সেটআপ করে দিবে কিনা। এ সম্পর্কে স্টারলিংক এখনো পর্যন্ত কোনো আপডেট দেইনি।‌

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

তবে হয়তোবা বাংলাদেশে পরিসেবাটি চালু হওয়ার পরে আপনি বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে স্টারলিংক ইন্টারনেট আবেদন ফি পরিশোধ করতে পারবেন। মুলত, এভাবে স্টারলিংক ইন্টারনেট আবেদন করে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাহলে আপনার অর্ডারটি ডেলিভারি হয়ে যাবে।

৫০০ টাকার স্টারলিংক ইন্টারনেট

৫০০ টাকার স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণত আপনি যদি একটি কানেকশন ব্যবহার করেন। তাহলে Residential অথবা Residential lite ইন্টারনেট সংযোগ ১০ জনে ভাগ করে সিঙ্গেল কানেকশন ব্যবহার করতে পারবেন। এতে আপনি কম খরচে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

স্টারলিংক ইন্টারনেট সুবিধা

স্টারলিংক ইন্টারনেট সুবিধা সমূহ নিচে আলোচনা করা হলো:

  • কোনো প্রকারের ক্যাবল ছাড়াই যেকোনো এরিয়াতে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং
  • আপনি গ্ৰাম, শহর, অফিস অথবা আদালতে হাই স্পিডে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

স্টারলিংক ইন্টারনেট অসুবিধা

স্টারলিংক ইন্টারনেট অসুবিধা গুলো নিচে আলোচনা করা হলো:

  • স্টারলিংক ইন্টারনেট সবচেয়ে বড় অসুবিধা হলো: স্টারলিংক ইন্টারনেটের দাম অনেক বেশি এবং
  • আপনি যদি একা স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে চান। তাহলে আপনার জন্য দামটা অনেক বেশি হবে

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। স্টারলিংক ইন্টারনেট আবেদন করার নিয়ম, স্টারলিংক ইন্টারনেট আবেদন করতে কত টাকা খরচ হবে এবং স্টারলিংক ইন্টারনেটে সুবিধা-অসুবিধা সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading