ফ্রি ডুয়েল কারেন্সি Card নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে ডুয়েল কারেন্সি কার্ড কতটা প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন বা অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।
তাই আপনাদের জন্য এ পোস্টে আমরা আলোচনা করব কিভাবে পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিবেন এবং সেটির সাহায্যে অনলাইন পেমেন্ট, ডোমেইন-হোষ্টিং ক্রয়, ফেসবুক বুষ্ট ও ইউটিউব বুষ্ট সহ যাবতীয় কাজ করতে পারবেন।
Redotpay ফিজিক্যাল কার্ডের সুবিধা
- Redotpay ফিজিক্যাল কার্ডের সুবিধা সম্পর্কে বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:
- Redotpay ফিজিক্যাল কার্ডের মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন
- দেশে কিংবা বিদেশ থেকে পজ ট্রানজেকশন করে যেকোনো কিছু কেনাকাটা করতে পারবেন
- তাছাড়াও Redotpay ফিজিক্যাল কার্ডের মাধ্যমে আপনি ইউটিউবে বুষ্টিং করতে পারবেন
- অনলাইনের মাধ্যমে যেকোনো কিছু কেনাবেচা করতে পারবেন
- তাছাড়াও অনলাইনে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং
- Redotpay ফিজিক্যাল কার্ডের মাধ্যমে আপনি বাইনান্স রিসার্জ করতে পারবেন। অর্থাৎ, বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে Redotpay ফিজিক্যাল কার্ড রিচার্জ করতে পারবেন ইত্যাদি
সাধারণত Redotpay দুটি কার্ড প্রোভাইড করে থাকে। যেমন:
- ভার্চুয়াল কার্ড এবং
- ফিজিক্যাল কার্ড
Redotpay ভার্চুয়াল কার্ড ও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত Redotpay ভার্চুয়াল কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন ছাড়া আর সকল কাজ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে Redotpay ফিজিক্যাল কার্ড একটিভ করতে হয়।
ফ্রি ডুয়েল কারেন্সি Card নেওয়ার উপায়
Redotpay ফিজিক্যাল কার্ড এক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে Redotpay লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা Redotpay অ্যাপসটি ইন্সটল করুন।
এখন Redotpay অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Home
- Card
- Benefits এবং
- Hub
ফ্রি ডুয়েল কারেন্সি Card নেওয়ার জন্য আপনি উপরে উল্লেখিত অপশন থেকে Card অপশনটি সিলেক্ট করুন। আপনি যেদিন Redotpay ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন সেদিনই আপনি কার্ড সেকশনে এরকম একটি কার্ড দেখতে পাবেন।
সেখানে আপনার কার্ডের যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন। যেমন: Card CVV Number, Expire date, Account number ইত্যাদি। তবে আপনি বাংলাদেশের সাধারণ কার্ড গুলোর মতো Redotpay ফ্রি ডুয়েল কারেন্সি Card এ অ্যাকাউন্ট নম্বর বা কার্ড হোল্ডার নম্বর ইত্যাদি দেখতে পাবেন না। মূলত এই সবগুলো তথ্য আপনি আপনার Redotpay একাউন্টে দেখতে পাবেন।
আরোও পড়ুন: আনলিমিটেড নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম ২০২৫
আপনার কার্ডটি যেদিন শিপমেন্ট হবে। সেদিন আপনার একাউন্টে ঢুকলে ‘Activate now’ নামে একটি অপশন দেখতে পাবেন। সাধারণত, কার্ডে হাতে পেতে ১৪ থেকে ১৫ কর্ম দিবস পর্যন্ত সময় লাগতে পারে। এখন আপনি কার্ডটি হাতে পাওয়ার পর Activate Now অপশন এ ক্লিক করুন।
তাহলে Card Activation Code নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল। আপনার কার্ডটি যে খামের ভিতরে পাবেন বা যেখানে কার্ডটি লাগানো থাকবে তার নিচে প্যাকেটের মধ্যে কার্ড একটিভেশন কোড দেখতে পাবেন। সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। কোর্ডটি বসিয়ে সাবমিট করলে সাথে সাথে আপনার কার্ডটি successfully activate হয়ে যাবে।
আরোও পড়ুন: অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট
এখন আপনাকে এটিএম থেকে টাকা উত্তোলন করার জন্য পিন সেট করতে হবে। তাহলে পিন সেট করার জন্য ‘Set card pin’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার পছন্দ অনুযায়ী কার্ডের পিন সেট করুন। এখানে আপনি কার্ডের পিন দুইভাবে সেট করতে পারবেন। যেমন:
- 6 ডিজিটের পিন এবং
- 4 ডিজিটের পিন
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করে পিন সেট করুন। উদাহরণ স্বরূপ, আপনি 4 ডিজিটের পিন সেট করতে চাচ্ছেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী 4 ডিজিটের পিন লিখুন এবং নিচে থেকে Submit লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার কার্ডটি এক্টিভ হয়ে যাবে। Redotpay ফিজিক্যাল কার্ডটি আপনি বিশ্বের যেকোনো জায়গা ব্যবহার করতে পারবেন এবং যেকোন দেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
আশা করি, বোঝাতে পেরেছি কিভাবে ঘরে বসে ফ্রি ডুয়েল কারেন্সি Card নিবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!