টেলিটক ব্যালেন্স চেক ২০২৪ (Teletalk সকল কোড)

টেলিটক ব্যালেন্স চেক করার নিয়ম বা টেলিটক ব্যালেন্স চেক কোড ২০২৪। টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার, টেলিটক এমবি অফার, টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফার ও টেলিটক নাম্বার চেক করার কোড সহ বিস্তারিত জানুন আজকের পোস্টে।

 

টেলিটক ব্যালেন্স চেক

USSD কোড ব্যবহার করে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়ালপ্যাড থেকে ডায়াল করুন *152# । অথবা Teletalk apps থেকে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য Google Play Store থেকে টেলিটক অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর আপনার টেলিটক নম্বর নিয়ে অ্যাপে প্রবেশ করে টেলিটক ব্যালেন্স চেক করতে পারবেন। 

 

বাটন ফোন থেকে টেলিটক ব্যালেন্স চেক

বাটন ফোন থেকে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ফোনের বাটনপ্যাড থেকে *152# চাপুন। তারপর Call বাটন চাপুন। তাহলে আপনি সাথে সাথে আপনার টেলিটক সিমের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পাবেন। 

 

টেলিটক ব্যালেন্স চেক কোড ২০২৪

২০২৪ সালের টেলিটক ব্যালেন্স চেক করার কোডটি হল *152# । এই কোডটি ব্যবহার করে আপনি খুব সহজে অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন থেকে টেলিটক ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও টেলিটক অ্যাপ এবং কাস্টমার কেয়ার থেকেও টেলিটক ব্যালেন্স চেক করা যাবে। 

টেলিটক ব্যালেন্স চেক করার নিয়ম

আপনি চাইলে ৩ টি উপায়ে খুব সহজে টেলিটক ব্যালেন্স চেক করতে পারবেন। নিম্নে প্রত্যেকটি উপায় সহজভাবে তুলে ধরা হলো। উপায় ৩ টি হলো:

  • USSD কোড ব্যবহার করে
  • টেলিটক অ্যাপ থেকে ও
  • টেলিটক কাস্টমার কেয়ার থেকে

 

USSD কোড ব্যবহার করে: 

USSD কোড ব্যবহার করে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ফোনের Call অ্যাপটি ওপেন করুন। তারপর ডায়াল প্যাড থেকে *152# ডায়াল করে Send করুন। তাহলে ফেরতি SMS এ আপনি আপনার অবশিষ্ট টেলিটক ব্যালেন্স দেখতে পাবেন। 

App থেকে টেলিটক ব্যালেন্স চেক:

অ্যাপ থেকে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর ফোনে থাকা Play Store অ্যাপটি ওপেন করুন। এখন সার্চবারে Teletalk লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে টেলিটক অ্যাপটি চলে আসবে। এখন ইন্সটল বাটনে ক্লিক করে অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পর অ্যাপটি ওপেন করুন। তারপর আপনার 

কাস্টমার কেয়ার থেকে টেলিটক ব্যালেন্স চেক:

টেলিটক হেল্পলাইন থেকে টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়ালপ্যাড থেকে ডায়াল করুন 121 । তাহলে আপনাকে ভাষা পরিবর্তন করতে 1 চাপুন এবং ব্যালেন্স জানতে 2 চাপতে বলা হবে। এখন আপনি টেলিটক ব্যালেন্স চেক করার জন্য 2 চাপুন। তাহলে আপনাকে আপনার ফোনের অবশিষ্ট ব্যালেন্স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। 

 

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার উপায়

টাকা রিচার্জ, মোবাইল ব্যাংকিং অথবা অন্যদেরকে নিজের টেলিটক নাম্বার দেওয়ার জন্য আমাদের সকলের টেলিটক নাম্বার জানা উচিত। কিন্তু যারা নতুন টেলিটক গ্রাহক তারা জানেন না যে, কিভাবে টেলিটক নাম্বার দেখা যাবে। তাই এখন আমরা টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে আলোচনা করব। 

আরোও পড়ুন: রবি মিনিট চেক করার কোড ও রবি এমবি অফার

আপনি যদি একজন নতুন টেলিটক গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি বেশ কয়েকটি উপায়ে টেলিটকের নাম্বার দেখতে পাবেন যেমন: 

  • কোড দিয়ে টেলিটক নাম্বার দেখা
  • মিস কল দিয়ে টেলিটক নাম্বার দেখা
  • সিম কার্ড কভার থেকে 
  • টেলিটক অ্যাপ থেকে 
  • কাস্টমার কেয়ার থেকে ও
  • মোবাইল সার্ভিস দোকান থেকে

 

টেলিটক নাম্বার দেখার কোড

অনেকে জানতে চান টেলিটক নাম্বার দেখার কোড কত তাদের সুবিধার্থে শুরুতেই আমরা টেলিটক নাম্বার দেখার কোড শেয়ার করব ২০২৪ সালে টেলিটক নাম্বার দেখার কোডটি হলো *551# এই কোডটি ব্যবহার করে আপনি খুব সহজেই টেলিটক সিম থেকে টেলিটক নাম্বার বের করতে পারবেন। 

 

মিস কল দিয়ে টেলিটক নম্বর দেখার উপায়

মিসকল দিয়ে টেলিটক নম্বর দেখার উপায়। যদিও এটি একটি সহজ বিষয়। কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মাথায় আমরা বুঝে উঠতে পারিনা যে কিভাবে টেলিটক নম্বর দেখা যাবে। মিসকল দিয়ে টেলিটক নম্বর দেখার জন্য আপনার হাতে অন্য কোন মোবাইল থাকলে সেই মোবাইলের নম্বরে আপনার নতুন টেলিটক সিম থেকে মিসকল দিন। তাহলে সেখানে আপনার নাম্বারটি দেখতে পাবেন। 

আরোও পড়ুন: নগদ একাউন্ট দেখার নিয়ম।

অথবা নিকটস্থ কেউ থাকলে তার মোবাইল নম্বরে আপনার টেলিটক সিম থেকে মিসকল দিন।  তাহলেও আপনি আপনার টেলিটক নম্বরটি দেখতে পাবেন।

 

সিম কার্ড কভার থেকে টেলিটক নম্বর দেখার উপায়

আমরা অনেকেই হয়তো বিষয়টি জানি আবার অনেকেই জানিনা। সেটা হচ্ছে আমরা যখন নতুন সিম কিনে থাকি। তখন আমাদের সিম কার্ডের সাথে সামান্য কিছু কাগজপত্র দেওয়া থাকে। 

সেখানে আমাদের সিমের রেজিস্ট্রেশন নাম্বার ও সিম নাম্বার বারকোডের সাথে দেওয়া থাকে। আপনি চাইলে সেখান থেকেও আপনার টেলিটক নাম্বারটি দেখে নিতে পারেন। তারপর ফোনের নোটপ্যাডে সংরক্ষণ করে পরবর্তীতে সেটি ব্যবহার করতে পারেন।

 

টেলিটক অ্যাপ থেকে টেলিটক নাম্বার দেখা যাবে

আপনি যদি ইতিমধ্যে টেলিটক অ্যাপটি ব্যবহার করে থাকেন। তাহলে আপনার ফোনে আবারও টেলিটক অ্যাপ ইন্সটল করে। সেটিতে লগইন করে আপনার টেলিটক নাম্বার দেখে নিতে পারেন। 

মোবাইল সার্ভিস দোকান থেকে

অনেক সময় আমরা রাস্তায়, বাজারে, হাটে ঘাটে থাকি। হঠাৎ আমাদের টেলিটক মোবাইল নাম্বারটি জানার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু টেলিটক কোড না জানার কারণে আমরা মোবাইল নাম্বারটি বের করতে পারি না। 

কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি চাইলেই যেকোন মোবাইল সার্ভিসিং দোকানে গিয়েও আপনার টেলিটক মোবাইল নাম্বারটি জেনে নিতে পারেন। কারণ, সাধারণত মোবাইল সার্ভিসিং দোকানীরা সকল ধরনের সকল অপারেটরের কোড গুলো জেনে থাকেন। 

 

টেলিটক এমবি অফার

টেলিটক এমবি অফার

টেলিটকের বিভিন্ন ধরনের ছোট বড় এমবি অফার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অফার আমরা এখানে তুলে ধরব। এছাড়া আপনি চাইলে সময় সাময়িক বিভিন্ন অফার সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

  • ২.৫ জিবি, ২৫ মিনিট, ২৫ SMS, ৪৯ টাকা- ৩ দিন। কোড: *১১১*১৪৪৫#
  • ১ জিবি, ৫৫ মিনিট, ৫৫ SMS, ৫২ টাকা ৭ দিন। কোড: *১১১*১০২#
  • ৫ জিবি, ২৫০ মিনিট, ৩০০ SMS, ২০৮ টাকা, মেয়াদ: ৩০ দিন। কোড: *১১১*১০৪#
  • ১০ জিবি, ১০০ মিনিট, ৫০ SMS, ২১৮ টাকা, মেয়াদ: ৩০ দিন। কোড: *১১১*১০৭#
  • ১ জিবি, ২২ টাকা, ৭ দিন, কোড: *১১১*৫৩৪#
  • ৫ জিবি, ৬৭ টাকা, ৭ দিন, কোড: *১১১*৭৬৪#
  • ১০ জিবি, ১০২ টাকা, ৭ দিন, কোড: *১১১*৯৭#
  • ১০ জিবি, ২৫২ টাকা, ৩০ দিন, কোড: *১১১*৫৫০#

 

টেলিটক ১৭ টাকায় ২ জিবি ৭ দিন মেয়াদ

টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফার

বর্তমান সময়ের টেলিটকের সবচেয়ে জনপ্রিয় অফার ১৭ টাকায় ২ জিবি ৭ দিন মেয়াদ অফারটি। আপনি চাইলে আনলিমিটেড অফারটি ব্যবহার করতে পারেন। তিনটি উপায়ে টেলিটক ১৭ টাকার ২ জিবি অফারটি নেওয়া যাবে।

  • টেলিটক ১৭ টাকা ২ জিবি ৭ দিন মেয়াদ। কোড: *১১১*১৭#
  • সরাসরি ১৭ টাকা টেলিটক রিচার্জেও টেলিটক ১৭ টাকা ২ জিবি ৭ দিন মেয়াদের অফারটি নেওয়া যাবে। 
  • অথবা, টেলিটক অ্যাপ থেকে ১৭ টাকা ২ জিবি ৭ দিন মেয়াদি অফারটি নেওয়া যাবে।

 

টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার না জানার কারণে আমরা সঠিক সময় জরুরীভাবে টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন না। এমতবস্থায় আপনি যদি টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারটি জেনে রাখেন। 

তাহলে জরুরী মুহূর্তে যেকোনো সময় টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারে কল করে তাদের সার্ভিস নিতে পারবেন। তাই চলুন জেনে নি টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার। ২০২৪ সালের টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারটি হলো: 121 অথবা আপনি চাইলে এই নাম্বারেও- ০১৫০০১২১১২১-৯ যোগাযোগ করতে পারেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি টেলিটক ব্যালেন্স চেক করার নিয়ম বা টেলিটক ব্যালেন্স চেক কোড ২০২৪। টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার, টেলিটক এমবি অফার, টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফার ও টেলিটক নাম্বার চেক করার কোড সহ টেলিটকের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। 

টেলিটক ছাড়াও রবি, এয়ারটেল, বাংলালিংক গ্রামীণফোন সহ বিভিন্ন অপারেটরের গুরুত্বপূর্ণ কোড অফার সহ নানা তথ্য পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading