কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি যদি অনলাইন থেকে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চান। তাহলে আপনি দেখতে পাবেন আপনি কোন ভাবেই কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারছেন না। অর্থাৎ, কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার অপশন আসছে না।

এখন আপনারা অনেকেই জানেন না। কিভাবে নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে হয়। অথবা আপনারা যারা নতুন কৃষক প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাদের নাম কৃষক বন্ধু তালিকায় উঠছে কিনা সেটি কিভাবে চেক করবেন এবং কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস পেমেন্ট চেক করবেন ইত্যাদি। তাই আপনাদের সুবিধার্থে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করা হলো।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য যে কোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://krishakbandhu.net/farmer_search তারপর Select option থেকে document type সিলেক্ট করে। জেনে নিন আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস। অথবা 9830383383 কৃষক বন্ধু প্রকল্পের WhatsApp নম্বরে যোগাযোগ করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন।

পুরাতন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সহজ উপায়

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে krishak bandhu status check voter id লিখে সার্চ করুন।

তারপর সার্চ রেজাল্টে আসা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ওয়েবসাইটে (https://krishakbandhu.net/farmer_search) প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

এখন প্রথমে আপনি Select option ক্লিক করে আপনার যেকোন একটি ডকুমেন্ট সিলেক্ট করুন। যেমন: ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, আধার কার্ড, ব্যাংক একাউন্ট নম্বর এবং কেবি আইডি ইত্যাদি। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Select option এ ভোটার আইডি কার্ড সিলেক্ট করলেন।

আরোও পড়ুন: অনলাইনে খতিয়ান সংশোধন আবেদন-২০২৫

তারপর পাশের অপশনে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখুন।‌ এখন পাশে ‘I am not robot’ অপশনের পরিবর্তে ‘Error for site owner….site key’ লেখা চলে আসছে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের নম্বরটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে Search লেখাটিতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাস শো করছে না। অর্থাৎ, এই সাইটে যতক্ষণ পর্যন্ত না ‘Error for site owner….site key’ অপশনে ‘I am not robot’ লেখা আসবে। ততক্ষণ পর্যন্ত আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন না।

তাছাড়াও আপনি যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধু স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইটে আসেন এবং ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশন থেকেও আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন না।‌

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

এখন আপনাদের ভিতরে যাদের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, অথবা আপনারা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন। এখন আপনি কিভাবে সঠিক নিয়মে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

নতুন নিয়মে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

নতুন নিয়মে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে krishak bandhu status check voter id লিখে সার্চ করুন।

তারপর সার্চ রেজাল্টে আসা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ওয়েবসাইটে প্রবেশ করুন।(https://krishakbandhu.net/farmer_search) তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য নিচে একটি WhatsApp নম্বর দেখতে পাবেন। অর্থাৎ, এই নম্বরটি হলো: কৃষক প্রকল্পের নম্বর। কৃষক প্রকল্পের নম্বর: 9830383383 কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্টাক্ট করতে হবে। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনাকে একটি whatsapp অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে তাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে হবে। তাহলে আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে whatsapp লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা whatsapp অ্যাপসটি ইন্সটল করুন।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

এখন whatsapp অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আপনার মোবাইল নম্বর দিয়ে একাউন্টের রেজিস্ট্রেশন করুন। তারপর কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের নম্বরটি আপনার হোয়াটসঅ্যাপে এড করুন। তারপর সেই নাম্বারে তাদেরকে Hi লিখে পাঠান।

আরোও পড়ুন: ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করুন ২০২৫ ✓ Facebook income

কিন্তু আপনি যদি আগে থেকেই WhatsApp ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের নম্বরটি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করলেই চলবে। আলাদা করে WhatsApp ইন্সটল করার প্রয়োজন নেই।

Hi লিখে পাঠানোর পর তারা আপনাকে ফেরতি রিপ্লে দেবে। যেখানে আপনাকে একটি ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করার পর show Schemes অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটো অপশন শো করবে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

  1. Krishak bondhu
  2. Bangla sasya bima

এখন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য Krishak bondhu অপশনটি সিলেক্ট করে ok করুন। তাহলে আবারও আরেকটি রিপ্লে পাবেন যেখানে Show options দেখতে পাবেন। এখন আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য Show options উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Payment information
  • Know Your KBID
  • Application status
  • AAdhaar integration
  • Land area Enrolled এবং
  • Bank Account Enrolled

এখন আপনি যদি কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান। তাহলে Payment information অপশন সিলেক্ট করুন। আপনি যদি কৃষক বন্ধুর KBID আইডি চেক করতে চান। তাহলে Know Your KBID অপশনটি সিলেক্ট করুন। অর্থাৎ, আপনি যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

উদাহরণ স্বরূপ, আপনি কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান। তাহলে Payment information অপশন সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তীতে সরাসরি WhatsApp নিয়ে আসবে এবং সেখানে আপনাকে ফিরতি রিপ্লে দেওয়া হবে।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

এখন আপনি যদি পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান। তাহলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা কেবি আইডি নম্বরটি দিতে হবে। তাছাড়াও আপনি যদি নতুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেন। তাহলেও আপনাকে আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা মোবাইল নম্বরটি দিতে হবে।

এখন আপনি যদি আপনার আধার কার্ড ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চান। তাহলে প্রথমে A লিখে আপনার আধার কার্ডের নম্বরটি বসাতে হবে। আর আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চান। তাহলে প্রথমে N লিখে আপনার ভোটার কার্ডের নম্বরটি বসাতে হবে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

অর্থাৎ, আপনি যে ডকুমেন্ট ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন। সেই ডকুমেন্ট নম্বরের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখুন এবং সেই ডকুমেন্টের নম্বরটি সঠিকভাবে লিখে তাদেরকে সেন্ড করুন। তাহলে তারা আপনাকে একটি ফিরতি রিপ্লে দিবে এবং সেখানে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস দেখতে পাবেন।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে সঠিক নিয়মে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে হয় এবং কিভাবে সরাসরি WhatsApp তাদের সাথে কন্টাক্ট করতে হয়। অনলাইন ইনকাম, টেক, মোবাইল প্রাইস ও গ্যাজেট রিলেটেড গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading