জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ২০২৪ | Birth Registration online check

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় জন্ম নিবন্ধন। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা জন্ম নিবন্ধন অনলাইন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে জানেন না। তারা চাইলে এই একটি পোস্ট পড়ে জন্ম নিবন্ধন বিষয়ক সকল কার্যক্রম সম্পাদন করতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://bdris.gov.bd/। এটি হল জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সরকারি ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে আসার পর উপরের থ্রি মাইনাস অপশন থেকে ‘জন্ম নিবন্ধন’ অপশনে ট্যাপ করে ধরুন। তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান’ অপশনে গিয়ে 17 digits Birth Registration Number, Date of Birth ও Captcha পূরণ করে ‘Search’ অপশনে ক্লিক করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা যাবে। 

 

জিন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সম্পূর্ণ নিয়ম

আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা সেটি কিভাবে যাচাই করবেন। তাছাড়াও আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা আছে কিনা সেটি কিভাবে জানবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনের মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে হয়। 

আরোও পড়ুন: ভোটার আইডিকার্ড ডাউনলোড করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য প্রথমেই আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে everify.bdris.gov.bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।   

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

এখন জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে উপরের 3 মাইনাস অপশন থেকে ‘জন্ম নিবন্ধন’ অপশনে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Birth registration number
  2. Date of birth 
  3. ক্যাপচা (যোগাযোগ)

এখন উপরে উল্লেখিত ‘Birth Registration Number’ অপশনে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটাল নম্বরটি বসিয়ে দিন। তারপর Date of birth এবং ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ‘Search’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য বা ডকুমেন্টগুলো দেখতে পাবেন। সেখানে জন্ম নিবন্ধন বাংলায় এবং ইংরেজিতে উভয় ফরম্যাটে দেখতে পাবেন। 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

তার পাশে QR কোড ও দেখতে পাবেন। এখন আপনি চাইলেই এই QR’ কোডটি স্ক্যান করে নিতে পারবেন। উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন। 

 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

এ পর্যায়ে আমরা অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা এখনও আপনাদের পরিবারের ছোটদের জন্য নতুন জন্ম নিবন্ধন আবেদন করেননি। তারা এই পোস্টটি পড়ে। হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে। খুব সহজে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

নতুন জন্ম নিবন্ধনেরর জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে bdris.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

এখন ওয়েবসাইটটিতে আসার পর উপরের প্রথম থ্রি মাইনাস থেকে ‘জন্ম নিবন্ধন’ অপশনে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরুন। তাহলে কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা 
  • জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন 
  • সার্টিফিকেট বাতিলের আবেদন 
  • জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান 
  • জন্ম নিবন্ধন আবেদন 
  • জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন 
  • জন্ম নিবন্ধন আবেদনের পরে প্রিন্ট 

এখন আপনি ‘জন্ম নিবন্ধন আবেদন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন জন্ম নিবন্ধন আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে। সেখান থেকে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবেন। ফর্মের শুরুতে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • জন্ম স্থান এবং 
  • স্থায়ী ঠিকানা 

এখানে আপনি আবেদনটি জন্ম স্থান থেকে করবেন নাকি স্থানী ঠিকানা থেকে করবেন সেটি সিলেক্ট করুন। তারপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিত’ অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • নামের প্রথম অংশ (বাংলায়)
  • নামের শেষ অংশ (বাংলায়)
  • নামের প্রথম অংশ (ইংরেজিতে)
  • নামের শেষ অংশ (ইংরেজিতে)
  • জন্ম তারিখ (খ্রিঃ)
  • পিতা ও মাতার কততম সন্তান 
  • লিঙ্গ ইত্যাদি।

এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। যখন আপনি জন্ম তারিখ সিলেক্ট করবেন তখন আপনার জন্ম তারিখ অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো লেখা আসবে। এখন সেগুলো পড়ে নিবেন। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

তারপর আপনার কাছে ডকুমেন্টগুলো থাকলে ‘আমার কাছে এই ডকুমেন্ট গুলো আছে’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে ‘জন্মস্থানের ঠিকানা’ অপশন দেখে পাবেন। সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • দেশ 
  • বিভাগ
  • ডাকঘর (বাংলায়) 
  • ডাকঘর (ইংরেজিতে)
  • গ্রাম/পাড়া/মহল্লা
  • গ্রাম/পাড়া/মহল্লা (ইংরেজিতে)
  • বাসা ও সড়ক (নাম,নম্বর)
  • বাসা ও সড়ক (নাম,নম্বর ইংরেজিতে)

এখন আপনি সব গুলো অপশন সঠিকভাবে পূরণ করে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার পিতা ও মাতার তথ্য প্রদান করতে হবে।

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

‘পিতার তথ্য’ অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • পিতার জন্ম নিবন্ধন নম্বর 
  • পিতার নাম (বাংলায়) 
  • পিতার নাম (ইংরেজিতে) 
  • পিতার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং 
  • জাতীয়তা 

উপরের অপশন গুলো পিতার তথ্য অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে ‘মাতার তথ্য’ অপশন দেখতে পাবেন এবং সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • মাতার জন্ম নিবন্ধন নম্বর 
  • মাতার নাম (বাংলায়)
  • মাতার নাম (ইংরেজিতে)
  • মাতার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং 
  • জাতীয়তা 

উপরের অপশন গুলো আপনি আপনার ‘মাতার তথ্য’ দিয়ে সঠিকভাবে পূরণ করুন এবং নিচে থেকে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনি জন্ম নিবন্ধন জন্য আবেদন কোন ঠিকানায় ‘স্থানী ঠিকানা’ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

এখান থেকে আপনি ‘কোনটিই নয়’ সিলেক্ট করুন। এখানে ‘কোনটিই নয়’ অপশনে ক্লিক করলে তাহলে আপনি দেখতে পাবেন ‘জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানায় একই’ নামে একটি অপশন চলে আসবে। এখানে টিক চিহ্ন দিয়ে দিন। 

তাহলে দেখতে পাবেন আপনি যে জন্ম স্থানের ঠিকানা দিয়েছেন সেটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর নিচে সেইম একইভাবে আপনি জন্ম নিবন্ধন জন্য আবেদন কোন ঠিকানায় ‘বর্তমান ঠিকানা’ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। আবার ও ‘কোনটিই নয়’ সিলেক্ট করুন।

তাহলে ‘স্থানী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই’ অপশন দেখতে পাবেন। এখন আপনার ‘স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা’ যদি একই হয় তাহলে ‘একই’ অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। তাহলে দেখতে পাবেন বর্তমান ঠিকানা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর পরবর্তী অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

পরবর্তী ধাপে আসার পরে ‘আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক’ সিলেক্ট করতে হবে। যেমন:

  • পিতা 
  • মাতা 
  • নিজ
  • পিতামহ 
  • মাতামহী
  • মাতামহ
  • মাতামহী
  • অভিভাবক এবং 
  • অন্যান্য

এখানে আপনি ‘আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক’ নির্বাচন করুন। তারপর নিচে ‘সংযোজন’নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে জন্ম তারিখ দেওয়ার পরে যে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল। সেই ডকুমেন্টগুলো আগে থেকে স্ক্যান করে আপনার কম্পিউটার/মোবাইলে রেখে দিবেন। 

অবশ্যই সেগুলোকে pdf ফাইল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের ভিতরে হতে হবে। এখন ‘সংযোজন’ অপশনে ক্লিক করে একটি একটি করে সব গুলো ডকুমেন্ট আপলোড করে দিন। সবগুলো ডকুমেন্ট দেওয়া হয়ে গেলে নিচে থেকে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

তাহলে আপনি দেখতে পাবেন আপনার দেওয়া সকল তথ্যগুলো আবারো চলে আসবে। এখানে প্রত্যেকটি তথ্য খুব ভালোভাবে চেক করে নিন। এখানে সকল তথ্য সঠিক ভাবে থাকলে আপনাকে ফোন নম্বর দিতে বলবে। সেখানে আপনার সচল মোবাইল নম্বর বসিয়ে দিন। তারপর ওটিপি অপশনে ক্লিক করুন।

তাহলে দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড যাবে। সেটি কপি করে এখানে বসিয়ে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধন আবেদনটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। আবেদন সাবমিট হওয়ার পর  আপনার আবেদন পত্রের একটি নাম্বার দেওয়া হবে এবং সেখানে একটি তারিখ দেখতে পাবেন। এখন আবেদন পত্রটি প্রিন্ট করে নিন। তারপর সেই তারিখের ভিতরেই আপনার কাগজপত্র সহ সকল ডকুমেন্ট নিয়ে আপনার নিবন্ধকের কার্যালয় চলে যেতে হবে। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

এখানে কার্যালয় নাম এবং ঠিকানা লেখা থাকবে। সেই ঠিকানায় গিয়ে আপনার কাগজপত্র ও ফর্মগুলো সাবমিট করলেই তারা আপনার জন্ম নিবন্ধন কার্ডটি এপ্রুভ করে দিবে এবং অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনটি কার্ডটি প্রিন্ট হয়ে যাবে। এখন সেটি তাদের কাছ থেকে সংগ্রহ করুন। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনি যেকারো নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আমাদের ভিতরে অনেকেই আছেন যাদের জন্ম নিবন্ধন অনলাইনে সার্চ করলে শুধুমাত্র বাংলার ইনফরমেশন গুলো আসছে। সেখানে ইংরেজির কোন ইনফরমেশন গুলো আচ্ছে না। 

অথবা অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সার্চ করলে কোন তথ্য পাওয়া যায় না বা Not pound লেখা আসে। এক্ষেত্রে আপনাকে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করে নিতে হবে। তাহলে অনলাইনে সার্চ করে আপনার জন্ম নিবন্ধনটি খুঁজে পাওয়া যাবে। 

আরোও পড়ুন: মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে প্রতিদিন ৩০০-৫০০ টাকা ইনকাম করুন

বর্তমানে নতুন যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছে তারা বাংলা এবং ইংরেজি উভয় তথ্য ইনপুট করছে। যার কারণে তাদের জন্ম নিবন্ধনটি সার্চ করলে বাংলা, ইংরেজি দুটি ভার্সনে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যারা আগেই জন্ম নিবন্ধন করেছেন এবং পরবর্তীতে সেই জন্মের কার্ড ডিজিটাল হয়েছে। 

তাদের ভিতর অনেকের এই সমস্যা গুলো হচ্ছে। শুধুমাত্র বাংলা তথ্যগুলো অনলাইনে দেখা যাচ্ছে ইংরেজি কোন তথ্য দেখা যাচ্ছে না। অথবা অনলাইনে জন্ম নিবন্ধনটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের পোস্টে আমরা দেখব কিভাবে আপনার জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন অনলাইন করার সম্পূর্ণ নিয়ম

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করা বা জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য প্রথমেই আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগটি চালু করুন। তারপর আপনার ফোনে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে bdris.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের মেইন ওয়েব সাইটে নিয়ে যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

ওয়েবসাইটে আসার পর উপরের প্রথম থ্রি মাইনাস অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে জন্ম নিবন্ধন অপশনে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরুন। তাহলে আবারো বেশ কয়েকটি অপশন পাবেন। যেমন:

  • জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন 
  • জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা 
  • সার্টিফিকেট বাতিলের অবস্থা 
  • জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান 
  • জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
  • জন্ম নিবন্ধন আবেদন
  • জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রান

এখন উপরের অপশন গুলো থেকে ‘জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ অপশনে নিয়ে যাবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • জন্ম নিবন্ধন নম্বর এবং 
  • জন্ম তারিখ 

এখানে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার তথ্যগুলো চলে আসবে। যেমন: নাম, পিতার নাম ইত্যাদি। তারপর ‘নির্বাচন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে ‘আপনি কি নিশ্চিত’ একটি অপশন চলে আসবে। সেখান থেকে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করুন। 

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

এখন আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে নিবন্ধন কার্যালয় ঠিকানা অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • দেশ
  • বিভাগ
  • জেলা
  • সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট/উপজেলা 
  • পৌরসভা/ইউনিয়ন 
  • অফিস

এখন আপনি আপনার তথ্য দিয়ে উপরের অপশন গুলো সঠিকভাবে পূরণ করে ‘পরবর্তী’ ধাপে ক্লিক করুন। তাহলে আপনাকে ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ করার কথা বলা হবে। এখানে যেহেতু আপনার জন্ম নিবন্ধন ইংরেজিতে নেই সেজন্য এখানে জন্ম তথ্য সংশোধন করে ইংরেজি তথ্য প্রদান করতে হবে। 

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

যেহেতু আপনার বাংলা জন্ম নিবন্ধন ভুল নেই সেজন্য ‘নির্বাচন করুন’ অপশন থেকে ‘নাম ইংরেজিতে’ সিলেক্ট করুন। এবারে ‘চাহিত তথ্য’ অপশনে আপনার নাম ইংরেজিতে বসিয়ে দিন। তারপর ‘সংশোধনের কারণ’ অপশনে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’ সিলেক্ট করুন। 

এবারে ‘আরোও তথ্য সংশোধন’ অপশনে ক্লিক করে ‘পিতার নাম ইংরেজিতে’ সিলেক্ট করুন। তারপর ‘চাহিত তথ্য’ অপশনে আপনার পিতার নাম ইংরেজিতে বসিয়ে দিন এবং ‘সংশোধনের কারণ’ অপশনে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’ সিলেক্ট করুন। 

আবারো ‘আরোও তথ্য সংশোধন’ অপশনে ক্লিক করুন। তারপর ‘মাতার নাম ইংরেজিতে’ সিলেক্ট করে ‘চাহিত তথ্য’ অপশনে আপনার মাতার নাম ইংরেজিতে বসিয়ে দিন এবং ‘সংশোধনের কারণ’ অপশনে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’ সিলেক্ট করুন। তারপর নিচে ‘জন্মস্থানের ঠিকানা’ অপশন দেখতে পাবেন। যেমন:

  • দেশ 
  • বিভাগ 
  • ডাকঘর (বাংলায়) 
  • ডাকঘর (ইংরেজিতে)
  • গ্রাম/ পাড়া/ মহল্লা 
  • গ্রাম/পাড়া/মহল্লা (ইংরেজিতে) 
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর)
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর) ইংরেজিতে

এখন আপনি আপনার ‘জন্মস্থানের ঠিকানা’ অনুযায়ী উপরের অপশন গুলো বাংলায় এবং ইংরেজিতে পূরণ করুন। তারপর নিচে ‘স্থায়ী ঠিকানা’ অপশন পেয়ে যাবেন। যেমন:

  • দেশ 
  • বিভাগ 
  • ডাকঘর (বাংলায়) 
  • ডাকঘর (ইংরেজিতে)
  • গ্রাম/ পাড়া/ মহল্লা 
  • গ্রাম/পাড়া/মহল্লা (ইংরেজিতে) 
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর)
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর) ইংরেজিতে

আবারো আপনার ‘স্থায়ী ঠিকানা’ অনুযায়ী অপশন গুলো বাংলা ও ইংরেজিতে পূরণ করুন। তারপরে ‘বর্তমান ঠিকানা’ অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • দেশ 
  • বিভাগ 
  • ডাকঘর (বাংলায়) 
  • ডাকঘর (ইংরেজিতে)
  • গ্রাম/ পাড়া/ মহল্লা 
  • গ্রাম/পাড়া/মহল্লা (ইংরেজিতে) 
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর)
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর) ইংরেজিতে

এখানে আপনার জন্ম স্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অনুযায়ী বর্তমান ঠিকানা বাংলা ও ইংরেজিতে লিখুন। এবারে আবেদনকারীর তথ্য সিলেক্ট করতে হবে। সেখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক সিলেক্ট করতে হবে। যেমন:

  • পিতা 
  • মাতা 
  • নিজ
  • পিতামহ 
  • মাতামহী
  • মাতামহ
  • মাতামহী
  • অভিভাবক এবং 
  • অন্যান্য

এখানে আপনি যে ব্যক্তির জন্ম নিবন্ধন অনলাইন করেছেন সেই ব্যক্তিকে সিলেক্ট করুন। তারপর আপনার সচল মোবাইল নম্বর এবং ইমেইল বসিয়ে দিন। তারপর ‘সংযোজন’ অপশনে ক্লিক করে আপনার ইংরেজি নামের যে প্রমাণক রয়েছে সেটি আপলোড করুন। যেমন: ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট আপলোড করতে পারবেন।

এখন select অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী ডকুমেন্ট সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ’ ‘আপনি প্রাথমিক স্কুল সার্টিফিকেট’ (পিএসসি) সিলেক্ট করলেন। তারপর ‘start’ অপশনে ক্লিক করলে সেটি এখানে আপলোড হয়ে যাবে।

 

জন্ম নিবন্ধ সংশোধন ফি পরিশোধ

ডকুমেন্ট আপলোডের পর এ পর্যায়ে আপনাকে সংশোধন ফি পরিশোধ করতে হবে। সংশোধন ফি পরিশোধ করার জন্য নিচে দুটি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন । যেমন: 

  • Pay in cash 
  • Pay by chalan

এখন আপনি Pay in cash অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার তথ্য গুলো সাবমিট হয়ে যাবে এবং সেখানে আবেদনপত্রটি সঠিকভাবে সাবমিট হয়েছে লেখা চলে আসবে। এখানে আপনাকে আপনার আবেদন পত্রের নম্বর দেওয়া হবে। তারপর নিচে ‘আবেদনপত্র প্রিন্ট’ অপশনে ক্লিক করে এই আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে। 

এখন এই আবেদন পত্রটি প্রিন্ট করা হয়ে গেলে। আবেদন পত্রটি আপনার নিবন্ধক কার্যালয় নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন পত্রের সাথে এখানে যে যে ডকুমেন্টগুলো প্রদান করেছেন সেই ডকুমেন্টগুলো ফ্রর্মের সাথে জমা দিতে হবে। তাহলে কয়েকদিনের ভিতরেই আপনার ইংরেজি জন্ম সনদ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি বা জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন। 

 

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

এ পর্যায়ে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন। আপনার জন্ম নিবন্ধন কার্ডটি যদি ভুল থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর্টিকেলের এই অংশে। 

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগটি সক্রিয় করুন। তারপর ফোনে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে bdris.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। 

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন

এখন উপরের থ্রি মাইনাস অপশন থেকে ‘জন্ম নিবন্ধন’ অপশনে ট্যাপ করে ধরুন।  তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা 
  • জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রান 
  • সার্টিফিকেট বাতিলের আবেদন 
  • জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান 
  • জন্ম নিবন্ধন আবেদন 
  • জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন 
  • জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট 

এখন উপরের অপশন গুলো থেকে ‘জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখন ফর্মে থাকা তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:

  1. জন্ম নিবন্ধন নম্বর 
  2. জন্ম তারিখ এবং 
  3. ক্যাপচা 

এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা টি সঠিকভাবে বসিয়ে নিচে থেকে ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ডকুমেন্টগুলো চলে আসবে। যেমন: আপনার নাম, পিতার নাম এবং মাতার নাম ইত্যাদি। 

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন

এখন আপনি নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। তাহলে ‘আপনি কি নিশ্চিত’ একটি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম এবং ঠিকানা ইত্যাদি দেখতে পাবেন। 

এখন নতুন জন্ম নিবন্ধন সংশোধন তথ্য সার্ভারে কি কি তথ্য সংশোধন করতে পারবেন সেটা ‘নির্বাচন করুন’ অপশনে দেখতে পাবেন। যেমন:

  1. নাম বাংলায়
  2. নাম (ইংরেজিতে) 
  3. জন্ম তারিখ (খ্রিস্টাব্দ) 
  4. পিতা ও মাতার কততম সন্তান 
  5. লিঙ্গ
  6. পিতার নাম (বাংলা)
  7. মাতার নাম (বাংলা) 
  8. পিতার নাম (ইংরেজিতে) 
  9. মাতার নাম (ইংরেজিতে)
  10. জাতীয়তা 
  11. এন আই ডি 
  12. ব্যক্তির ছবি 
  13. পাসপোর্ট নম্বর 
  14. পিতার জাতীয়তা 
  15. মাতার জাতীয়তা 

উপরে উল্লেখিত অপশন গুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তবে জন্ম তারিখের অপশন থাকলেও অনেক সময় জন্ম তারিখ পরিবর্তীত হয় না। তাই সেটে আগে থেকে জেনে নিবেন। যাই হোক উদাহরণস্বরূপ, আপনার (ইংরেজিতে) নামের বানান ভুল রয়েছে। এখন আপনার ইংরেজি নামের বানান পরিবর্তন করবেন। তাহলে ‘নির্বাচন করুন’ অপশন থেকে নাম (ইংরেজিতে) অপশনে ক্লিক করুন। 

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন

তারপর ‘চাহিত সংশোধিত’ তথ্য অপশনে আপনার নামের সঠিক বানান লিখুন। তারপর ‘সংশোধনের কারণ’ সিলেক্ট করুন। আপনি চাইলে এক সাথে একাধিক তথ্য সংশোধন আবেদন করতে পারবেন। এর জন্য নিচে থেকে ‘আরোও তথ্য সংশোধন’ করুন অপশনে ক্লিক করে পূর্বের ন্যায় সংশোধিত তথ্য, চাহিত সংশোধিত তথ্য, সংশোধনের কারণ ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন। তাছাড়া ও এখানে আরোও কয়েকটি তথ্য সংশোধন করতে পারবেন। যেমন:

  • জন্ম স্থানের ঠিকানা সংশোধন 
  • স্থায়ী ঠিকানা সংশোধন এবং 
  • বর্তমান ঠিকানা সংশোধন 

উপরের তিনটি অপশন থেকে যেকোনো ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ঠিকানা পরিবর্তন করার জন্য আপনি যে ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করে পরিবর্তন আবেদন করতে পারবেন। এখন নিচে ‘সংযোজন’ নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার ডকুমেন্টগুলো আপলোড করুন। যেমন: আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান। তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্রের কপি আপলোড করতে পারবেন।

এখানে মূলত, আপনি কি কারনে আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই সম্পর্কে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপলোড কৃত ফাইল সর্বোচ্চ ১০০ কিলোবাইট মধ্যে হতে হবে এবং প্রত্যেকটি ফাইল এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। তারপরে নিচে আবেদনকারী তথ্য অপশন পেয়ে যাবেন। সেখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন: 

  • পিতা 
  • মাতা 
  • নিজ
  • পিতামহ 
  • মাতামহী
  • মাতামহ
  • মাতামহী
  • অভিভাবক এবং 
  • অন্যান্য

এখানে যদি আপনি আপনার নিজের জন্ম নিবন্ধন সংশোধন করে থাকেন। তাহলে নিজ সিলেক্ট করুন এবং আপনার ছেলে অথবা মেয়ের জন্ম নিবন্ধন সংশোধন করলে পিতা সিলেক্ট করুন। এখানে মূলত, আপনি যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করবেন সেই অনুযায়ী অপশন সিলেক্ট করুন। 

তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল বসিয়ে ‘ওটিপি পাঠান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে। সেটি ‘ওটিপি’ অপশনে বসিয়ে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন

তাহলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে। সেখানে আবেদন পত্রটি সঠিকভাবে সাবমিট হয়েছে লেখা চলে আসবে এবং তার নিচে আবেদনপত্রের নম্বর দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, 35259453। সেটি কপি করে কোথাও লিখে রাখুন অথবা সংরক্ষণ করে রাখুন। 

আবেদন পত্রের নম্বরের সাথে একটি তারিখ দেখতে পাবেন। সেই তারিখের ভিতরে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিবন্ধকের কার্যলয় চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদনপত্রের নম্বর এর সাথে আপলোডকৃত ডকুমেন্টগুলো জমা করতে হবে। তারপর তারা আপনার আবেদনটি যাচাই বাছাই করবে সবকিছু ঠিক থাকলে তারা আপনার আবেদনটি অনুমোদন করে দেবে। 

আবেদনটি অনুমোদন হওয়ার পর পরবর্তীতে আবারো bdris.gov.bd প্রবেশ করে আপনার সংশোধিত আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে খুব সহজে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে যেকোন ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন।  

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

আর্টিকেলের এই অংশে আমরা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময়ে বিভিন্ন কারণে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা আমাদের প্রয়োজন হয়। 

কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে যারা জানিনা কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে হয়। তাই এখন আমরা আলোচনা কিভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটারের ব্যবহার করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে https://everify.bdris.gov.bd/ লিখে সার্চ করুন। তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

ওয়েবসাইটিতে প্রবেশের পর সেখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন:

  • Birth registration number
  • Date of birth 

এখানে আপনি আপনার ১৭ ডিজিটাল জন্ম নিবন্ধনের নম্বর এবং date of birth সঠিকভাবে বসিয়ে দিন এবং নিচে যোগফলটি সঠিকভাবে পূরণ করে search অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনার সামনে চলে আসবে। 

সেখানে আপনি নাম, ঠিকানা ইত্যাদি দেখতে পাবেন এবং সেখানে QR কোড ও রয়েছে। এই QR সংক্রান্ত জন্ম সনদটি অনেক জায়গায় কাজে লেগে থাকে। এখন আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনের প্রতি লিপি কপিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

তবে এখানে ডাউনলোড করার কোন অপশন না থাকার কারণে এখান থেকে জন্ম সনদ কপিটি টেকনিক করে pdf আকারে সেভ করতে হবে। যদি আপনি কম্পিউটারে কাজ করে থাকেন তাহলে control p প্রেস করে পিডিএফ আকারে ফাইল ডাউনলোড করতে পারবেন। 

আর আপনি যদি মোবাইল ফোন দিয়ে কাজ করে থাকেন তাহলে ব্রাউজারের থ্রি ডট (:) অপশনে ক্লিক করলে দেখতে পাবেন সেখানে share নামে একটি অপশন রয়েছে। এখন share অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে প্রিন্ট নামে একটি অপশনও পেয়ে যাবেন। 

এখন আপনি প্রিন্ট অপশন এ ক্লিক করুন তাহলেই দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনটি চলে আসবে। এখন এখান থেকে টপ ডাউন মেনু থেকে save as pdf অপশনে ক্লিক করুন তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটিকে প্রিন্ট করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে bdris.gov.bd ওয়েবসাইটে লগইন করে আপনার জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

আশা করি, এই একটি পোস্ট পড়ে আপনি জন্ম নিবন্ধন বিষয়ক সকল তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading