শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় ২০২৩ অংশগ্রহণ করে জিতে নিন ১০টি স্মার্ট ল্যাপটপ। আপনার বয়স যদি ৮ থেকে ১৮ মধ্যে হয়ে থাকে। তাহলে এই সুবর্ণ সুযোগটি আপনার জন্য। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় ২০২৩ অংশগ্রহণ করে জিতে নিন ১০টি ল্যাপটপ। কিভাবে কুইজে অংশগ্রহণ করবেন? আবেদনের ধরণ ও প্রশ্নের ধরণ নিয়ে বিস্তারিত থাকছে আজকের পোস্টে।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩
৮ থেকে ১৮ বছর বয়সী যেকেউ অংশগ্রহণ করতে পারবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় ২০২৩। প্রতিযোগীদের মধ্যে দুটি গ্রুপ থাকবে। ক-গ্রুপ ও খ-গ্রুপ। ক-গ্রুপ ৮ থেকে ১২ বছর বয়সীদের জন্য এবং খ-গ্রুপ ১৩ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।
আরোও জানুন: শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর রেজাল্ট বা ফলাফল
২০২৩ সালের ০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত যেকেউ অংশগ্রহণ করতে পারবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায়। অনলাইনে নিবন্ধন করা যাবে এই ঠিকানা থেকে quiz.sheikhrussel.gov.bd
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় পুরস্কারের ধরণ
প্রতিযোগীদের মধ্যে দুটি গ্রুপে পুরস্কার বিতরণ করা হবে। ক-গ্রুপ অর্থাৎ ৮-১২ বছর বয়সীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে। কোর আই ৭, ১১ জেনারেশন ৫টি স্মার্ট ল্যাপটপ। এবং খ-গ্রুপ অর্থাৎ ১৩-১৮ বছর বয়সী প্রতিযোগীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে। কোর আই ৭, ১১ জেনারেশন ৫টি স্মার্ট ল্যাপটপ।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ শুরু সময়
শেখ রাসেলের জন্ম দিনের স্বরণে প্রতিবছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় শেখ রাসেল অনলাইন কুইজ প্রকিযোগীতা। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩। প্রতিযোগিতায় দুটি গ্রুপ থাকে যেমন: ক-গ্রুপ ও খ-গ্রুপ।
আরোও পড়ুন: বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শিখে মাসে ১০০০$ আয় করুন
উভয় গ্রুপের পরিক্ষা ১০ মিনিটের জন্য ভিন্ন ভিন্ন তারিখে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে। যেমন: ক-গ্রুপের পরিক্ষা অনুষ্ঠিত হবে ২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে। এবং খ-গ্রুপের পরিক্ষা অনুষ্ঠিত হবে ০৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ৭টা (সাতটা) থেকে ৮টার মধ্যে।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ কুইজ নিয়মাবলী
প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে অব্যশই প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতা বা কুইজের নিয়মাবলী ভালোভাবে পড়ে বুঝে অনুসরণ করতে হবে। অন্যথায় প্রতিযোগিতা থেকে বাতিল বলে বিবেচিত হবে। তাই নিন্মের নিয়ম গুলো মনযোগ দিয়ে অনুধাবন করুন।
- শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা সুধু মাত্র ৮-১৮ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য হবে।
- একজন প্রতিযোগী সর্বোচ্চ একবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
- পরিক্ষার ধরণ MCQ অর্থাৎ প্রত্যেক প্রশ্নের ৪টি বিক্লপ থেকে সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে।
- প্রতিযোগীদের জন্য পরিক্ষার বরাদ্দকৃত সময় থাকছে ১০ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান এবং নেগেটিভ মার্ক কাটা হবে না। (অর্থাৎ ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না)।
- সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ীকে বাছাই করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে কাগজপত্রের আলোকে, সঠিক বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
- বয়সে তারতম্য বা ভুল/ মিথ্যা তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে। প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
- কুইজ সম্পর্কে আরোও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্নের বিষয়বলী
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় সাধারণত শেখ রাসেল জীবন সম্পর্কিত বিষয়বলী থেকে প্রশ্ন করা হয় যেমন:
- শেখ রাসেলের জন্ম মৃত্যু
- শৈশবকাল বা বাল্যজীবন
- খেলাধুলা
- শিক্ষা জীবন
- স্বপ্ন
- ভ্রমণ
- পছন্দ
- শেখ রাসেল সম্পর্কিত রচিত গ্রন্থ এবং
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সাথে কাটানো সময়কালসহ ভিবিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হয়।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আবেদনের নিয়ম
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আবেদন করার সঠিক নিয়ম তুলে ধরা হলো। নিন্মে ক-গ্রুপ ও খ-গ্রুপ প্রতিযোগীদের জন্য আলাদা-আলাদা আবেদন প্রক্রিয়া দেখানো হলো:
ক-গ্রুপের আবেদন প্রক্রিয়া
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় আবেদন করতে প্রথমে যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: quiz.sheikhrussel.gov.bd
ওয়েবসাইটে প্রবেশের পর কুইজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। তথ্য গুলো দেখে পড়ে একমত হলো নিচে স্ক্রোল করুন। তারপর “গ্রুপ-ক ৮-১২ বছর রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার সমানে নতুন আরেকটি পেইজ খুলে যাবে। এখন এই পেইজে আপনার পূর্ণ নাম, ইমেইল বা ফোন নম্বর, পাসওয়ার্ড ও জন্ম তারিখ সিলেক্ট করে নিচে থাকা ক্যাপসাটি সঠিকভাকে পূরণ করে “আমি সকল শর্তাবলী মেনে নিচ্ছি” অপশনে টিকমার্ক দিয়ে “সাইন আপ” বাটনে ক্লিক করুন। যদি নম্বর বা জিমেইল ভেরিফিকেশনে করতে বলে তাহলে তা সম্পন্ন করুন।
সাইনআপে ক্লিক করলে আপনার একাউন্টটি সফল ভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তারপর আপনি লগইন করতে পারবেন। এখন আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড বা জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করে আপনার প্রোফাইলে আরোও কিছু তথ্য যোগ করতে হবে। প্রোফাইলে তথ্য যোগ করতে নিচের দিকে স্ক্রোল করুন এবং “প্রোফাইল পরিবর্তন করুন” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। এখন আপনাকে প্রোফাইলে আরোও কিছু তথ্য যোগ করতে হবে যেমন:
- প্রতিযোগীর নাম ইংরেজিতে
- পিতার ও মাতার নাম বাংলা, ইংরেজি
- শ্রেণী
- লিঙ্গ
- স্থায়ী ঠিকানা
- মোবাইল নম্বর ও বিকল্প মোবাইল নম্বর
- প্রতিযোগীর ছবি
সবগুলো তথ্য সঠিকাভাবে পূরণ করুন। এই কাজে প্রতিযোগীর জন্ম নিবন্ধনের সাহায্য নিতে পারেন। সব তথ্য পূরণ করা হলে “আপডেট” বাটনে ক্লিক করুন। তাহলে তথ্য পরিবর্তন হয়ে যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অব্যশই ৩০ সেপ্টেম্বরের আগে প্রোফাইল আপডেট করতে হবে। অন্যথায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।
সবগুলো তথ্য সঠিকভাবে আপডেট হলে। পরিক্ষার দিন এই ওয়েবসাইটে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
খ-গ্রুপের আবেদন প্রক্রিয়া
আবেদনের ধরণ ক-গ্রুপ ও খ-গ্রুপের একই। কিন্তু ওয়েবসাইটে দুই ধরণের আবেদন পদ্ধতি রাখার কারণ যাতে করে ক-গ্রুপ ও খ-গ্রুপকে কর্তিপক্ষ আলাদাভাবে যাচাই করতে পারে। এবং প্রতিযোগী নির্দিষ্টি তারিখে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল দেখার নিয়ম
২০২৩ সালের ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-এ অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যা পরবর্তীতে আবেদনকৃত ওয়েবসাইট, DoICT, ICT Division ও Human Development media ফেসবুক পেইজে দেখা যাবে।
শেখ রাসেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্ন উত্তর
শেখ রাসেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও কুইজে বিজয়ী হতে আমাদের ওয়েবসাইট বঙ্গভাষায় চোখ রাখুন। অথবা ফলো করুন আমাদের গুগল নিউজ পেইজে। ধন্যবাদ।