ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম ২০২৪

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনারা যারা SSC পরীক্ষায় পাস করে HSC (২০২৪) সালে বিভিন্ন কলেজে ভর্তি হবেন।‌ তাদের লেখাপড়া করার সুবিধার্থে ডাচ বাংলা ব্যাংক তাদের শিক্ষাবৃত্তি দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

এখানে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বমোট ৬৭ হাজার টাকা প্রদান করবে। যা প্রতি বছরের ৩৩,৫০০ টাকা হারে। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনার হাত থেকে স্মার্টফোন ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। সকল কিছু বিস্তারিত আলোচনা করব আজকের পোস্ট।

 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি

আপনে যদি ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি পেতে চান তাহলে আপনাকে ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি জন্য আবেদন করতে হবে। ডাচ বাংলা ব্যাংক SSC শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে প্রথমে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। তারপর যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/। তারপর ‘Apply for HSC/Graduation scholarship’ অপশন থেকে শিক্ষাবৃত্তি আবেদন করতে হবে। 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করতে যে যে ডকুমেন্ট প্রয়োজন হবে

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেগুলো নিম্ন দেওয়া হলো: 

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি 
  • আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি এবং 
  • এস.এস.সি/সমমান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি

 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি যোগ্যতা

আপনারা চাইলে যে কেউ এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। শিক্ষাবৃত্তিটি মূলত দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য। এই অর্থ ডাচ বাংলা ব্যাংক যাকাতের অর্থ। সুতারাং যাদের যাকাত খাওয়ার যোগ্যতা নেই। তারা আবেদন করবেন না। 

আরোও পড়ুন:এসএস বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক পদ্ধতি জানুন। নিজে নিজে আবেদন করুন।

এখন আপনি যদি মনে করেন আপনি এই বৃত্তির যোগ্য এবং আবেদন করবেন তাহলে আপনার কিছু যোগ্যতা লাগবে। তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক উবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা গুলো হলো:

  • CGPA 4 সাবজেক্ট ছাড়া (গ্রাম: ৪.৮৩, জেলা ৫.০ এবং শহর ৫.০০)
  • আবেদনকারীর সদ্য তোলা রঙ্গীন ছবি
  • সদ্য তোলা পিতা-মাতার ছবি
  • এসএসসি মার্কশিট ও টেস্টিমোনিয়াল
  • ইমেজ সাইজ সর্বোচ্চ ১৫০ কে.বি মধ্য এবং Width ৭০০ থেকে ৮০০ pixels এবং Height ৫০০ থেকে ৬০০ ফিক্সজেল

 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘DBBL scholarship’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে ডাচ বাংলা ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন হবে। এখন শিক্ষাবৃত্তি আবেদন করার জন্য উপরের 3 ডট বাটনে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Scholarship home 
  • Scholarship information 
  • Apply for HSC/Graduation scholarship 
  • Primary selected ust
  • Print HSC/grad. primary selection letter
  • Scholarship results
  • All scholarship results
  • DBBL scholar login 
  • Contact Us 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম

এখন আপনি ‘Apply for HSC/Graduation scholarship’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। সেখান থেকে ‘SSC scholarship’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে। সেখানে একটি ফরম ওপেন হবে। সেখানে আপনাকে ৫ টি ধাপ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন: 

  1. Personal info 
  2. Educational info
  3. Family info 
  4. Scholarship info 
  5. Photo update

 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম

ধাপ 1: Personal info 

এখন প্রথম ধাপ Personal info অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচে দেওয়া হলো। যেমন: 

  • Application’s name
  • Gender 
  • Date of birth
  • Mobile no
  • Father’s name 
  • Mother’s name 
  • Total family member 
  • Total earning member 
  • Present address 
  • Permanent address 
  • Present home district
  • Permanent home upazila
  • Present Residence type 
  • Email address 
  • Type of home 
  • Land area of own residence 
  • Are you physically challenged 

 

এখন উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনার SSC সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপর ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে Educational info অপশন চলে আসবে। 

 

ধাপ 2: Educational info 

এখন দুই নম্বর অপশনে আবার ও অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Academic level 
  • Group 
  • Passing year 
  • Board 
  • Registration number 
  • Roll number 
  • Passing institute 
  • Location of passing institution 
  • CGPA (without 4th subject)
  • Subject 
  • CGPA scale
  • Present place of study

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর পুনরায় ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে Family info অপশন চলে আসবে।

 

ডাচ বাংলা ব্যাংক ssc শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম

ধাপ 3: Family info 

তৃতীয় ধাপে আসার পর আরোও কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Father’s status 
  • Father’s education 
  • Father’s present/previous profession
  • Father’s profession type 
  • Family’s profession name 
  • Father’s own cultivable land
  • Father’s own house land
  • Father’s  cultivable land by taking lease 
  • Father’s service /Business place& contact 

এখন উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনি আপনার পিতার ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করুন। অবশ্যই পিতার NID ও আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে তথ্য গুলো দিবেন। তারপর স্ক্রোল করে নামলে ‘Mother’s information’ অপশন দেখতে পাবেন। যেমন:

  • Mother’s status
  • Mother’s education
  • Mother’s present/previous profession
  • Mother’s profession type
  • Mother’s profession name 
  • Mother’s service /Business place& contact 

উপরের উল্লিখিত অপশনে আপনি আপনার মাতার তথ্য প্রদান করতে হবে। পিতার ন্যায় মায়ের NID ও আপনার সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য পূরণ করুন। তারপর নিচে ‘Brother’s/sister’s education info’ অপশন দেখতে পাবেন। যেমন:

  • Do you have any brother’s/sister’s?
  • Type 
  • Brother 
  • Sister

এখন আপনার যদি কোন ভাই অথবা বোন থাকে। তাহলে উপরের অপশন গুলোতে তাদের সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। তারপর নিচে ‘other earning member/legal guardian’s information’ অপশনে একটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Do you have any other guardian’s?

এখন আপনার ফ্যামিলিতে যদি অন্য কোন ব্যাক্তি ইনকাম করে তাহলে yes অপশন ক্লিক করুন। আর যদি কোন ব্যাক্তি ইনকাম না তাহলে No অপশনে ক্লিক করুন। তারপর নিচে ‘Father’s income information’ অপশন দেখতে পাবেন। সেখানে আপনার পিতা ও মাতার ইনকামের তথ্য প্রদান করতে হবে। যেমন:

  • Monthly income (from main profession)
  • Others monthly income from house rean (if any)
  • Others monthly income from foreign remittance (if any)
  • Others monthly income 

এখানে আপনি আপনার পিতা ও মাতার ইনকামের তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপর Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Scholarship info’ অপশন দেখতে পাবেন।

 

ধাপ 4: Scholarship info 

চচতুর্থ ধাপে এসে সেখানে ‘Application government scholarship information’ অপশন দেখতে পাবেন এবং সেখানে একটি অপশন দেখতে পাবেন।যেমন:

  • Did you availl any govt Scholarship

উপরে অপশনটির মানি হলো আপনি কি অন্যকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাবৃত্তি পান কিনা? যদি পেয়ে থাকেন তাহলে ‘Yes’ অপশনে ক্লিক করুন। আর যদি শিক্ষাবৃত্তি না পেয়ে থাকেন তাহলে No অপশনে ক্লিক করুন। তারপর নিচের অপশনে ‘application’s brother’s/sister’s scholarship information’ অপশন দেখতে পাবেন। সেখানে একটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • Do you brother’s/sister’s availl any DBBL Scholarship 

এখন আপনারা যদি কোন ভাই অথবা বোন শিক্ষাবৃত্তি পেয়ে থাকে তাহলে উপরের অপশনে ‘Yes’ সিলেক্ট করুন। আর যদি শিক্ষাবৃত্তি না পেয়ে থাকে তাহলে ‘No’ অপশনে সিলেক্ট করুন এবং n

‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে Photo update অপশন দেখতে পাবেন।

 

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম

ধাপ 5: Photo upload 

৫ম অপশনে আসার পরে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Your photo 
  • Your father photo 
  • Your mother photo
  • Your SSC marksheet (photo) 
  • Your SSC Testimonial/প্রশংসাপত্র (photo)
  • Capture 

এখন উপরের অপশন গুলোতে আপনি আপনার ছবি, পিতা-মাতার ছবি সহ উল্লেখিত ডকুমেন্ট গুলোর ছবি আপলোড করুন এবং নিচে থেকে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি তাদের কাছে সাবমিট হয়ে যাবে। আবেদন করার পর আবেদনের কপিটি আপনাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। তার কারণ হলো যারা চূড়ান্ত ফলাফল প্রকাশের পর যারা সিলেকশন হবে। তাদের এই আবেদন পত্রটি সাথে কিছু কাগজপত্র নিকটস্থ ব্যাংকে জমা দিতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading