একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৪ | xiclassadmission

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনার যারা SSC exam 2024 সালে উত্তীর্ণ হয়েছেন তাদের কলেজ ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। কলেজ থেকে ভর্তি হওয়ার জন্য নির্ধারিত একটি তারিখ দেওয়া হয়েছে। যেটি ২৬ এপ্রিল ২০২৪ থেকে শুরু করে ১১ জুন ২০২৪ পর্যন্ত অব্যাহত থাকবে। 

আরোও পড়ুন: ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম ২০২৪

কিন্তু আপনারা অনেকে জানেন না কিভাবে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণির জন্য আবেদন করতে হয় এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তাছাড়া ও কি কি কাগজপত্র জমা দিতে হয় এবং কি কি সর্তকতা অবলম্বন করতে হবে, কিভাবে কলেজ চয়েজ দিববেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে আজকের পোস্টে। 

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://xiclassadmission.gov.bd। তারপর Sign up অপশন থেকে আপনার তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এখন একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করার জন্য EDU আইডি এবং password দিয়ে Login করুন। তাহলে আপনি Collage/একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু করতে পারবেন। 

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘xiclassadmission gov bd’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। 

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন- বঙ্গভাষা

এখন নতুন নিয়মে ভর্তির আবেদন করার জন্য ‘সাইন আপ’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘একাউন্ট তৈরি করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • রোল
  • বোর্ড 
  • বছর 
  • রেজিস্ট্রেশন 
  • মোবাইল নম্বর ও
  • কনফার্ম মোবাইল নম্বর 

উপরে উল্লেখিত অপশন গুলো আপনার SSC মার্কশিট অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচ থেকে ‘সাইন আপ’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে ‘আপনার সাইন আপ সফল হয়েছে’ লেখা চলে আসবে। তাছাড়া এখানে EDU আইডি এবং password দেখতে পাবেন। এখন এই EDU আইডি এবং password দিয়ে আপনাকে আইডি লগইন করতে হবে। অবশ্যই পরবর্তী লগইন করার জন্য EDU ID ও Password টি সংরক্ষণ করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সাবমিট

এখন উপরের অপশনে উল্লেখিত EDU ID ও password দিয়ে ‘লগইন’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে ‘আবেদনকারীর প্রোফাইল’ অপশন চলে আসবে। সেখানে ‘আবেদনকারীর তথ্য’ অপশনে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • ব্যক্তিগত তথ্য এবং
  • এসএসসি তথ্য 

উপরে উল্লেখিত দুটি অপশনে আপনার তথ্য দেখতে পাবেন। অর্থাৎ, আবেদনকারীর যাবতীয় তথ্য অপশন দেখতে পাবেন। যেমন:

  • ব্যক্তিগত তথ্য 
  • আবেদনপত্রের অবস্থা 
  • এসএসসি তথ্য 
  • পেমেন্টের অবস্থা 
  • নির্বাচনের অবস্থা 

এখানে শুধু মাত্র ব্যক্তিগত তথ্য এবং এসএসসি তথ্য অপশনে আপনার তথ্য দেখতে পাবেন। আর বাকি অপশনগুলোতে আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। এখন উপরের 3 ডটে করলে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • আমার প্রোফাইল 
  • কলেজ অনুসন্ধান 
  • আবেদন 
  • নির্বাচন 
  • পেমেন্টের ইতিহাস

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

এখন আবেদন করার জন্য ‘আবেদন’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে তিনটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রথমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। যেমন:

  1. আবেদন ফি জমা দিন 
  2. আবেদন করুন 
  3. আবেদন দেখুন 

 

একাদশ শ্রেণিত ভর্তির আবেদন ফি পরিশোধ

এখন আবেদন ফি জমা দেওয়ার জন্য আবেদন অপশন থেকে ‘আবেদন ফি জমা দিন’ অপশনটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে পেমেন্টের তথ্য অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে ১৫০ টাকা পেমেন্ট করতে হবে। ‌পেমেন্ট করার জন্য নিচে ‘Sonali Bank PLC’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। এখানে আপনি যদি Sonali Bank এর account থেকে পেমেন্ট করতে চান তাহলে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করুন। 

একাদশ শ্রেণিতে ভর্তি ফি পরিশোধ

আর যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ‘Mobile banking’ অপশনে ক্লিক করুন। উদাহরণস্বরূপ আপনি mobile banking মাধ্যমে পেমেন্ট করতে চান সেজন্য mobile banking অপশনে ক্লিক করলেন। তাহলে পেমেন্ট করার জন্য অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ 
  • রকেট 
  • নগদ 
  • উপায় 
  • Ekpay
  • Tap 
  • Self in 
  • Wallet 
  • Meghna Pay 

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তাহলে পরবর্তী অপশনে বিকাশের চার্জ সকল তথ্য দেখতে পাবেন। এখন আপনি confirm অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে pay with bikash অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার বিকাশ নম্বরটি বসিয়ে confirm অপশনে ক্লিক করুন। 

তাহলে আপনার বিকাশ নম্বর একটি ওটিপি অথবা ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসে আবারো confirm অপশনে ক্লিক করুন। তারপর বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে দিন এবং confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে এবং ‘সুধী, আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ!’ লেখাটি চলে আসবে। তাহলে বুঝবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। তাহলে অটোমেটিক আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে লেখা চলে আসবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

এখন আবেদন করার জন্য ‘পূর্ববর্তী’ অপশন থেকে ‘আবেদন জমা দিতে এগিয়ে যান’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে কলেজ নির্বাচন করতে হবে। 

 

একাদশ শ্রেণিতে ভর্তির কলেজ চয়েজ

পেমেন্ট করার পর এপর্যায়ে আপনাকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। ভর্তি আবেদন করার জন্য ‘আবেদন জমা দিতে এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • বোর্ড 
  • জেলা 
  • থানা 
  • কলেজ 

এখানে আপনি যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন সে কলেজে তথ্য অনুযায়ী অপশন গুলো পূরণ করুন। অর্থাৎ আপনার কলেজ কোন বোর্ডে আওতায়, কোন জেলায় ও কোন থানায় অবস্থিত এবং কলেজের নাম কি? সবগুলো তথ্য সঠিকভাবে দিলে আপনি আপনার কলেজটি পেয়ে যাবেন এবং কলেজের মোট আসন সংখ্যা সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন। এখন সবগুলো ভালোভাবে চেক করে নিন। তারপর আপনি কোন গ্রুপে ভর্তি হতে চান সেটি সিলেক্ট করুন। 

  • বিজ্ঞান (Science) 
  • ব্যবসা (Commerce)
  • মানবিক (Arts)

 এখন আপনি যেই গ্রুপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আরোও কলেজ চয়েজ দেওয়ার জন্য + বাটনে ক্লিক করুন। এখানে আপনি সর্বমোট ১০টি কলেজ চয়েজ দিতে পারবেন এবং সর্বনিম্ন ৫টি কলেজ অবশ্যই চয়েজ দিতে হবে। সবগুলো কলেজ চয়েজ দেওয়া হলে গেলে ‘আবেদন Submit করুন’ অপশনে ক্লিক করে আবেদনটি সাবমিট করুন। 

xiclassadmission gov bd

আবেদন সাবমিট করার পূর্বে আপনি চাইলে Up ও Down এরো চিহ্ন গুলোতে ক্লিক করে কলেজ চয়েজ আগে পিঁছে করতে পারবেন। যাই হোক Submit বাটনে ক্লিক পর আপনার ‘দৃষ্টি আকর্ষণ’ করে একটা মেসিস শো হবে। এখন সেটি পড়ে যদি আপনি নিশ্চিত হোন এবং আবেদন করতে চান তাহলে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক। তাহলে আপনার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পন্ন হবে। 

নোট: আবেদন সাবমিট করার পর প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হলে কিভাবে তা চেক করবেন। কিভাবে কলেজে চূড়ান্তা ভর্তি নিশ্চিত করবেন। অথবা কিভাবে কলেজ মাইগ্রেশন করবেন এসব বিষয় জানতে বঙ্গভাষা ওয়েবসাইট ও নিউজ পেইজে চোখ রাখুন। ধন্যবাদ!

আশা করি, বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন। কলেজ ভর্তি, ইউনিভার্সিটি এডমিশন, SSC ও HSC উপবৃত্তি সহ যাবতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে (বঙ্গভাষা) ধন্যবাদ! 

 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পর্কিত FAQ 

নিম্নে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পর্কিত অনেক গুলো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হলো। যেগুলো আপনাদের উপকারে আসতে পারে। 

  • প্রশ্ন: টাকা পেমেন্ট করেছি কিন্তু যোগ হচ্ছে না কেনো?
  • উত্তর: সার্ভার জটিলতার কারণে এমনটি হতে পারে। কয়েক ঘন্টা পর আবার চেক করুন।
  • প্রশ্ন: ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে কি করব?
  • উত্তর: ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরায় উদ্ধার করা যাবে। 
  • প্রশ্ন: আমার মোবাইলে বিকাশ একাউন্ট নেই তাহলে কিভাবে পেমেন্ট করব?
  • উত্তর: এক্ষেত্রে নিকটস্থ্য কম্পিউটার দোকান থেকে আপনার আইডিতে লগইন করে পেমেন্ট করতে পারবেন। 
  • প্রশ্ন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ তারিখ কবে?
  • উত্তর: একাদশ শ্রেণিতে প্রথমে ধাপে ভর্তির আবেদন কার্যক্রম শেষ হবে আগামী ১১ জুন ২০২৪ ইং।
  • প্রশ্ন: একাদশ ভর্তির রেজাল্ট কিভাবে দেখব?
  • উত্তর: আবেদনকৃত সকল শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট কর্তৃপক্ষ এসএমএসে মাধ্যমে জানিয়ে দেবে। এছাড়ো শিক্ষার্থী চাইলে ‘xiclassadmission gov bd’ ওয়বসাইট থেকে তার একাউন্টে লগইন করে ফলাফল জানতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading