এডস দেখে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি এডস দেখে ইনকাম করবেন প্রতিদিন ২$ থেকে ৩$ ডলার। এডস দেখে ইনকাম করার জন্য আপনাকে কোন প্রকার টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে CoinPayU সাইট থেকে এডস দেখে ইনকাম করতে পারবেন।
এই সাইটে আপনি এডস দেখে ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি Coinpayu সাইটে একাউন্ট তৈরি করবেন। কিভাবে কাজ করবেন। কিভাবে এডস দেখে উপার্জন করবেন এবং কিভাবে পেমেন্ট নিবেন ইত্যাদি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।
এডস দেখে ইনকাম করুন
এডস দেখে ইনকাম করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://www.coinpayu.com/lp2/Qama এখন ‘join now’ অপশনে ক্লিক করে Username ও Email address দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। তাহলে আপনি এডস দেখে ইনকাম শুরু করতে পারবেন।
এডস দেখে ইনকাম করুন CoinPayU থেকে সম্পূর্ণ প্রসেস
এডস দেখে ইনকাম করার জন্য ‘Coinpayu’ সাইটে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। এখন একাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ ON করুন।
তারপর মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Coinpayu’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা ‘Coinpayu’ সাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।
এখন উপরে লক্ষ্য করলে ‘থ্রি মাইনাস’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। এখন আপনার যদি ‘Coinpayu’ সাইটে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে। তাহলে Login অপশনে ক্লিক করে আপনার একাউন্টে লগইন করুন। আর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ‘Register’ অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার বিশ্বস্ত ৫টি সাইট।
তাহলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। এখন ‘Coinpayu’ সাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে ফর্মটি সঠিক তথ্য প্রদান করে পূরণ করতে হবে। যেমন:
- Username
- Password এবং
- Confirm password
তাহলে ইমেইল অপশনে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ইমেইল বসিয়ে দিন। এখন Password এবং Confirm password অপশনে একই পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপরে ‘I agree to…privacy policy’ অপশনে টিক চিহ্ন দিয়ে ‘Register’ অপশনে ক্লিক করুন।
তাছাড়াও আপনি নিচে থেকে ‘register with Google’ অপশনে ক্লিক করে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, ‘register with Google’ মাধ্যমে একাউন্টে তৈরি করার জন্য ‘register with Google’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আপনার জিমেইল গুলো চলে আসবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী জিমেইল সিলেক্ট করুন।
তারপর পরবতী অপশন ‘Confirm’ এ ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার ইউজার নেম সিলেক্ট করুন। তারপরে নিচে থেকে ‘Confirm’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হবে এবং আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।
যেভাবে এডস দেখে ইনকাম করুন শুরু করবেন
সাধারণত Coinpayu সাইটে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন। যেমন:
- View Ad
- Offer complete এবং
- Affiliate
Coinpayu সাইটে এডস দেখে প্রতিদিন ২$ থেকে ৩$ করতে পারবেন। তাহলে এডস দেখে ইনকাম করার জন্য সর্বপ্রথম Coinpayu সাইটে ‘লগইন’ করুন এবং হোম পেইজে প্রবেশ করুন। তারপর 3 মাইনাস থেকে ‘View Ad’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। যেমন:
- Surt ads
- Window Ad এবং
- Article ads
তাছাড়াও আপনি ‘Offer’ অপশনে ক্লিক করে অফার কমপ্লিট করে আনলিমিটেড কাজ করতে পারবেন। এছাড়াও Coinpayu সাইটে থেকে Affiliate মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এড দেখে ইনকাম করতে হয়।
Coinpayu সাইটে এডস দেখে ইনকাম করার নিয়ম
এখন Coinpayu সাইটে এডস দেখে ইনকাম করার জন্য View Add অপশনে ক্লিক করুন। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী Add অপশন সিলেক্ট করে ইনকাম করতে পারবেন। উদাহরণ স্বরূপ, Surt ads মাধ্যমে ইনকাম করার জন্য Surt ads অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে প্রচুর পরিমাণে এড লিংক দেখতে পাবেন।
এখন আপনি Surt ads অপশনে কয়টি এড রয়েছে সেটি দেখতে পাবেন এবং তার পাশে আপনি কয়টি এড দেখেছেন সেটি কাউন্ট হবে। এখন আপনি Sound অপশনে ক্লিক করুন Sound On করুন। তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক সাউন্ড হবে। তাছাড়াও আপনি একটি এড দেখতে কত Satoshi পাবেন এবং কত সময় লাগবে সেটি দেখতে পাবেন।
এখন আপনি যেই এডস দেখে ইনকাম করতে চান তার উপরে ক্লিক করুন। তাহলে আপনাকে কত সেকেন্ড অপেক্ষা করতে হবে সেটি দেখতে পাবেন। যখনি 0 সেকেন্ড হয়ে যাবে তখনি আপনার কাজটি শেষ হয়ে যাবে এবং আপনি কাজ করে কত Satoshi পেয়েছেন। সেটি আপনার একাউন্টে এড হয়ে যাবে।
এভাবে এই সাইটে আপনি প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ এডস দেখে দৈনিক ২$ থেকে ৩$ ডলার ইনকাম করতে পারবেন। তাছাড়াও Coinpayu সাইটে আপনি Window Ad মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেইম পদ্ধতি ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী এড দেখে ইনকাম করতে পারবেন।
তাছাড়াও আপনি Affiliate মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন Affiliate অপশনে ক্লিক করলে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Referrals
- Leaderboard
- Promo materials এবং
- Market
উপরে উল্লেখিত অপশনগুলো মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। উদাহরণ স্বরূপ, Leaderboard মাধ্যমে ইনকাম করার জন্য লিডার বোর্ড অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী Leaderboard অপশন থেকে কাজ করে ইনকাম করতে পারবেন। তাছাড়াও এগুলো আপনি সরাসরি মেইন ব্যালেন্সে নিয়ে উইথড্রো করতে পারবেন। সাধারণত, আপনার এড দেখে অথবা অফার কমপ্লিট করে যে ইনকাম করতে পারবেন। তার দ্বিগুণ লিডার বোর্ড থেকে ইনকাম করতে পারবেন।
আশা করি, আপনার বুঝতে পারছেন কিভাবে অ্যাফিলিয়েট করে ইনকাম করবেন। এখন অ্যাফেলিয়েট লিংকটি আপনি কিভাবে পাবেন। এখন অ্যাফেলিয়েট লিংকটি পাওয়ার জন্য Affiliate অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে।
এখন আপনি ‘Promo materials’ অপশনে ক্লিক করুন। তাহলে একটি লিংক চলে আসবে। এখন লিংকটি কপি করে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। তাহলে লিংকটি শেয়ার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন আপনার ইনকামটি আগের তুলনায় বাড়াবেন। তাহলে আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে। সেটি হলো: আপনাকে ‘Urgent’ অপশনে ক্লিক করতে হবে।
যখনি আপনি ‘Urgent’ অপশনে ক্লিক করে আপনার একাউন্টি ‘Urgent’ করবেন। তখনি আপনার ইনকামটি আগের তুলনায় বেড়ে যাবে। এখন আপনি ‘Urgent’ অপশনে ক্লিক করুন। তাহলে বিভিন্ন ধরনের প্লান দেখতে পাবেন। যেমন:
- Standard
- Junior partner
- Medium partner এবং
- Senior partner
এখন আপনি যদি Standard অর্থাৎ, Standard রেজিস্ট্রেশন করেন। তাহলে আপনি ফ্রিতে আপনার একাউন্ট Standard হয়ে যাবে।
তাছাড়াও এখানে আপনি কত টাকা দিলে কোন মেম্বারশিপ আপনি নিতে পারবেন সেটা দেখতে পাবেন। এখানে আপনি মেম্বারশিপ ছাড়া ফ্রিতে কাজ করতে পারবেন।
পেমেন্ট Withdraw করার নিয়ম
আপনার যে সাতোশি ইনকাম করেছেন সেই সাতোশি কিভাবে খুব সহজেই বাইনান্স অথবা পেইয়ার এর মাধ্যমে উইথড্রো করবেন তা দেখে নেওয়া যাক। তাহলে উইথড্রো করার জন্য ‘Withdrawal’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। এখন আপনি Crypto অপশনে ক্লিক করুন। তাহলে ‘please fill your wallet…in the profile Fast’ লেখাটি চলে আসবে। এখন আপনাকে প্রথমে ওয়ালেট এড্রেস সেট করতে হবে। তাহলে ওয়ালেট এড্রেস সেট করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে এবং সেখানে ওয়ালেট অপশন দেখতে পাবেন।
এখন আপনি ওয়ালেটের পাশে থেকে এডিট অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনি কোন একাউন্ট এড করবেন সেটি লিখুন। তারপরের বাইনান্স থেকে আপনার এড্রেসটি নিয়ে এখানে বসিয়ে দিন। তারপর নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার এড্রেস টি সেভ হয়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই এডস দেখে প্রতিদিন ২$ থেকে ৩$ ডলার ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন কিভাবে Coinpayu একাউন্ট তৈরি করবেন, কিভাবে এডস দেখে ইনকাম করবেন এবং কিভাবে পেমেন্ট নিবেন। এরকম ইনকাম রিলেটেড আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!