FanFare app থেকে ইনকাম করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যেটির নাম হলো: FanFare। এই অ্যাপসটির মাধ্যমে আপনি টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তাছাড়াও আপনি যদি এই অ্যাপ থেকে ডিরেক্টলি টাকা ইনকাম করতে না পারেন। তাহলেও আপনি ইনডাইরেক্টলি টাকা ইনকাম করতে পারবেন।
আজকের পোস্টে আমরা FanFare app থেকে ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। FanFare app কিভাবে একাউন্ট তৈরি করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট নিবেন। সকল কিছু বিস্তারিত ভাবে আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইল।
FanFare app থেকে ইনকাম
FanFare app থেকে ইনকাম করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে FanFare app টি ইন্সটল করে নিতে হবে। তারপর আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে FanFare app থেকে ইনকাম করতে পারবেন। নিম্নে FanFare app থেকে ইনকাম করার সম্পূর্ণ পদ্ধতি শেয়ার করা হলো।
FanFare app থেকে ইনকাম করার উপায় বিস্তারিত
FanFare app থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল একটি অ্যাপ ইন্সটল করতে হবে। এখন অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন। তারপরে মোবাইলে থাকা ‘Google Play store’ অ্যাপে প্রবেশ করুন এবং সার্চবারে ‘FanFare’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা FanFare অ্যাপসটি ইন্সটল করুন।
এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে। এখন আপনি নিচে থেকে ‘প্রোফাইল’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দেখতে পাবেন আপনি যদি ১টি ভিডিও শেয়ার করেন। তাহলে আপনাকে ১০০ কয়েন দেওয়া হবে।
এখন আপনি ‘Login & Earn’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে লগইন করার পেইজে নিয়ে যাবে। এখন আপনার যদি আগে থেকে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে ‘Sign Up’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন জিমেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করা জন্য আপনার জিমেইল বসিয়ে দিন। তারপরে ‘I Have…. referral code’ অপশনে টিক চিহ্ন দিয়ে ‘sign up with Email’ অপশনে ক্লিক করুন। তারপরে পরবতী অপশনে আপনি আপনার পছন্দ অনুযায়ী জিমেইলটি সিলেক্ট করুন। তাহলে আপনার একাউন্টটি খোলা সম্পূর্ণ হবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।
এখন আপনি কত কয়েন বোনাস পেয়েছেন সেটিও দেখতে পাবেন। এই কয়েন ব্যবহার করে আপনি প্রডাক্ট কিনতে পারবেন। এখন নিচে ‘Upload your CV’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার সিভিটি আপলোড করতে পারবেন। তাছাড়াও FanFare app আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন।
FanFare app ভিডিও আপলোড পদ্ধতি
ভিডিও আপলোড করার জন্য+ আইকনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে থেকে Add image/video অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ক্যামেরা এবং গ্যালিরি দুটি অপশন চলে আসবে। এখন আপনি চাইলে আগে থেকে ভিডিও তৈরি করে ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওটি আপলোড করতে পারবেন। আর ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন।
আরোও পড়ুন: ফ্রি অনলাইন ইনকাম অ্যাপ বিকাশ পেমেন্ট।
FanFare app আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন। উদাহরণ স্বরূপ, ভিডিও তৈরি করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করুন। তারপরে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে টিক চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এখন আপনার ভিডিও সম্পর্কে সুন্দর একটি টাইটেল লিখুন।
এখন সকল অপশনগুলো সঠিকভাবে থাকলে উপর থেকে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে যখনি আপনার ভিডিওটি এপ্রুভ হয়ে যাবে। তখন ভিডিওটির বিনিময়ে কোম্পানি আপনাকে কিছু কয়েন দিবে। এখন সেই কয়েন ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন অনুসারে প্রডাক্ট কিনতে পারবেন।
আপনার উপরে উল্লেখিত সেম পদ্ধতি ব্যবহার করে FanFare app ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তাছাড়াও ‘FanFare App’ থেকেও আপনি invite friend মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। প্রত্যেকটি Invite করার মাধ্যমে আপনি 50 কয়েক করে পাবেন। ‘FanFare App’ আপনি invite friend মাধ্যমেও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
তাছাড়াও আপনি যদি ‘MA51048205’ কোড ব্যবহার করে invite friend করেন। তাহলে আপনি ফ্রিতে 50 কয়েন পেয়ে যাবেন এবং একাউন্ট তৈরি করার জন্য 50 কয়েন পাবেন। তাহলে আপনি ‘FanFare App’ একাউন্ট তৈরি করার জন্য 100 কয়েন বোনাস পাবেন। এই কয়েন সেল করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
FanFare app থেকে ইনকামকৃত টাকা উইথড্র করার পদ্ধতি
‘FanFare App’ থেকে আপনি ডিরেক্টরলি টাকা উইথড্রো করতে পারবেন না। এখান থেকে আপনাকে ইনডিরেক্টরলি টাকা উইথড্রো করতে হবে। মূলত,FanFare app একটি ই-কমার্স সাইট। এখান থেকে আপনি কয়েক ব্যবহার করে পন্য সামগ্রী অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অর্ডার করার পরে নির্দিষ্ট সময়ে আপনার পন্যটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সেই পন্যটি সম্পূর্ণ ফ্রিতে আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে। এই পদ্ধতি ফলো করে ‘FanFare App’ একাউন্ট তৈরি করে ভালো এমাউন্ট কয়েক ইনকাম করতে পারবেন এবং কয়েন ব্যবহার করে আপনি আপনার পছন্দ অনুযায়ী পন্য ক্রয় করতে পারবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে বুঝতে পারছেন কিভাবে FanFare app থেকে ইনকাম করতে হয়। ‘FanFare App’ একাউন্ট তৈরি করতে হয়। কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে কয়েন ব্যবহার করে বিভিন্ন পন্য অর্ডার করতে হয়। এরাকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ।