যে কয়টি কারণে আপনি অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ

বর্তমান বিশ্বের পৃথিবীর অনেক দেশেই ফ্রিল্যান্সিং পেশা জনপ্রিয়তা লাভ করেছে। তাই আপনিও হয়তো ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন। কিন্তু বারবার ইনকাম করতে গিয়েও আপনি ব্যর্থ হচ্ছেন। আপনার শ্রম ও অর্থ দুটোই বিফলে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে কয়টি কারণে আপনি অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ? জানতে সম্পন্ন আর্টিকেলটি কন্টিনিউ করার অনুরোধ রইলো।

অন্যকে ফলো করে হুবহুব সেটাই করা

সাধারণত, আমরা যখন অনলাইনে ইনকাম করার কথা ভাবি তখন আমরা শুরুতেই আমাদের আশপাশে যে সকল ফ্রিল্যান্সার রয়েছে তাদের ফলো করতে শুরু করি। তারা যে পেশায় সফল হয়েছে আমরাও সেই একই পেশা বেছে নি। যেটা সম্পূর্ণ একটি ভুল পদক্ষেপ। ধরুন আপনার প্রতিবেশী সে ইউটিউবে টেক রিলেটেড কনটেন্ট তৈরি করে সফলতা পেয়েছে।

তার দেখা দেখিতে হয়তো আরো দু একজন সফল হয়েছে। এখন আপনি যেটা করলেন আপনিও টেক রিলেটেড কনটেন্ট তৈরি করে সফল হওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। এক্ষেত্রে যেটি হয় সেটি হল একটা সময় আপনি যদি ইনকাম করতে ব্যর্থ হন। অথবা কনটেন্ট তৈরি করতে সমস্যায় পড়েন তাহলে খুব সহজে আপনি নিজেকে ব্যর্থ ভেবে ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে পড়েন। যেটা আপনার অনলাইন ইনকামের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা।

কিন্তু এখানে যদি আপনি অন্যের পেশাকে নিজের পছন্দ না বানিয়ে। নিজের পছন্দ নিয়ে কাজ করতেন। নিজের পছন্দকে সময় দিতেন। তাহলে হয়তো দু একবার ব্যর্থতা আসলেও নিজেকে সামলে আবারও আগ্রহী হয়ে উঠতে পারতেন। যেটি আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিত। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে অন্যকে অনুসরণ না করে। নিজের পছন্দকে বেছে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন।

 

কঠোর পরিশ্রম না করা

আমাদের মধ্যে অনেকেই মনে করেন অনলাইন থেকে খুব সহজে ইনকাম করা সম্ভব। হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে টুকিটাকি এডস দেখে ৫০০-১০০০ টাকা ইনভেস্ট করে দৈনিক এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা কোন ব্যাপার না। সেক্ষেত্রে আমি বলব আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এটা ঠিক এই ধরনের কাজ করে দৈনিক ৫০-১০০ টাকা ইনকাম করতে পারবেন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

কিন্তু হিসাব করে দেখলে আপনি বুঝতে পারবেন এই ধরনের কাজ করে আপনি যে পরিমাণ সময় এবং এমবি ইনভেস্ট করেছেন। সেই পরিমাণ সময় আপনি যদি শারীরিক কোন পরিশ্রম করতেন তাহলে আরও বেশি ইনকাম করতে পারতেন।

অথবা এই সময় যদি আপনি কোন কিছু শিখার কাজে বিনিয়োগ করতেন তাহলে খুব উপকৃত হতে পারতেন। মনে রাখবেন যে ধরনের কাজ কোন প্রকার পরিশ্রম ছাড়া ইনকাম আসে এমন কোন ধরনের ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় না। সে ধরনের কাজ করে আপনি সারা জীবনেও সফলতা পাবেন না। এগুলো শুধুমাত্র ধোঁকাবাজি ছাড়া আর কিছু না।

 

Quality Vs Quantity বজায় রাখা

আমরা যখন অন্যদের দেখে দেখে ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমরা যেসব ভিডিওতে বেশি বেশি মানুষ ঢুকে আমরা সেগুলো নিয়ে কনটেন্ট তৈরি করা শুরু করি। কিন্তু কনটেন্ট গুলোর কম্পিটিটর বেশি হওয়ায় আমাদের ভিডিও গুলোতে মানুষ ঢুকতে চায় না। যার ফলে আমরা হতাশ হয়ে পড়ি।

এছাড়াও আমাদের কনটেন্ট গুলোতে শুরুর দিকে ভালো কোয়ালি না দিতে পারায় মানুষ সেগুলো এড়িয়ে যেতে শুরু করে। যার ফলে আমাদের ভিডিও গুলোতে কম মানুষ ভিজিট করে।

আরোও পড়ুন: অনলাইনে টাকা ইনকাম করার ফ্রি ১০ টি‌ apps ও website 

ঠিক একইভাবে আপনি যে সাইট নিয়েয় ফ্রিল্যান্সিং শুরু করেন না কেনো। আপনাকে কোয়ালিটি ও কম্পিটিটরদের খেয়াল করে কাজ করতে হবে। অন্যথায় আপনার সফলতার পথ দীর্ঘস্থায়ী হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আপনি যদি কম কম্পিটিটর কনটেন্ট নিয়ে কাজ করেন। তখন আপনার কনটেন্ট কোয়ালিট খারাপ হলোও কম বেশি ভিজিটর পাবেন।

আর যদি সেই টপিক গুলো ভাইরাল হয়ে যায় তাহলে খুব সহজে আপনি সফল হয়ে যাবেন। কারণ তখন সার্চ রেজাল্টের শুরুর দিকে আপনার কনটেন্ট গুলো ইউটিউব সাজেস্ট করবে।

 

মাল্টিপল সাইটে কাজ করা

সাধারণত, আমরা যখন নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমরা দ্রুত সফলতা পেতে বা বেশি ইনকামের আশায় একবার এক সাইটে বা একবার এক কনটেন্ট নিয়ে কাজ করি। যার কারণে আমাদের সাইট গুলো মাল্টিপল সাইট হয়ে যায়।

ফলে আমাদের সাইটের ভিজিটর কমে যায় বা আমরা এক বিষয়ে এক্সপার্ট না হয়ে সব বিষয়ে টুকিটাকি জ্ঞান রাখি। ফলে আমরা ইমফরমেটিভ কনটেন্ট বা এক বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারি না। ফলে আমরা চাইলেও সহজে সফল হতে পারি না। তাই আপনাকে সফলতা পেতে হলে যেকোন একটি বিষয়ে লেগে থাকতে হবে। তাহলে আপনি সহজে এক্সপার্ট বা সফলতা পেতে পারেন।

 

ইংরেজি ভাষায় জ্ঞান রাখা

আমরা সকলেই জানি ফ্রিল্যান্সিং এর যে কোন প্লাটফর্মে কাজ করতে হলে আপনাকে টুকিটাকি ইংরেজি বিষয় দক্ষ হতে হবে। অন্যথায় আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তবে আপনি যদি ইংরেজি বিষয়ে এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি নিজে নিজেই অনেক সমস্যার সমাধান করে খুব সহজেই সফল হতে পারবেন।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading