নগদ একাউন্ট দেখার নিয়ম কি? কিভাবে নগদ একাউন্ট দেখবেন? নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, ফোনের ডায়াল প্যাড থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম, বাটন ফোনে নগদ একাউন্ট দেখার নিয়ম সহ যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম হলো: ফোনের Google LLC. (Phone by Google) অর্থাৎ ফোনের Call অ্যাপ থেকে ডায়ল প্যাডে গিয়ে *১৬৭# টাইপ করে ডায়াল করুন। তাহলে Next অপশনে নগদ একাউন্ট দেখতে পাবেন। অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম হলো: Google play store থেকে Nagad app ইন্সটল করুন। তারপর Nagad number, Pin ও OTP দিয়ে অ্যাপে প্রবেশ করুন। তাহলে নগদ একাউন্ট দেখতে পাবেন। এছাড়াও নগদ একাউন্ট দেখতে বাটন ফোনে ডায়াল করুন *167#। তাহলে Next অপশনে Nagad account দেখতে পাবেন।
কিভাবে নগদ একাউন্ট দেখবেন
আপনি চাইলে Nagad অ্যাপ অথবা ডায়ল প্যাড থেকে নগদ একাউন্ট দেখতে পাবেন। শুরুতে আমি অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম শেয়ার করব। তারপর ডায়াল প্যাড থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম শেয়ার করব।
অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার জন্য। প্রথমে ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর ফোনের google play store অ্যাপটি Open করুন এবং চার্স অপশনে Nagad লিখে চার্স করুন। তারপর চার্স রেজাল্টে আসা নগদ অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি ১০০% পর্যন্ত ইন্সটল হওয়ার পর সেটি Open করুন।
তাহলে শুরুতে Registration ও Login অপশন দেখতে পাবেন। এখন নগদ একাউন্ট দেখার জন্য Login অপশনে ক্লিক করে আপনার নম্বর ও পিন দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে একটি OTP কোড যাবে সঠিকভাবে বসিয়ে সাবমিট করলে নগদ একাউন্ট দেখতে পাবেন।
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
আপনি যদি নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম বা নগদ একাউন্ট কোড সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি Continue করুন। একজন নগদ ব্যবহারকরী দুইভাবে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারেন এক নগদ অ্যাপ থেকে, দুই ফোনে কোড ডায়াল করার মাধ্যমে। অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইন্সটল করে। আপনার Nagad নম্বর, Pin ও Otp দিলে লগইন করুন। তারপর উপরের মেনু অপশন থেকে আপনি নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
আরোও পড়ুন: নগদ এজেন্ট একাউন্ট খুলে প্রতিদিন ইনকাম করুন ২,০০০ (দুই হাজার) টাকা।
কোড ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১৬৭#। তাহলে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখন 7 (My Nagad) টাইপ করে Ok করুন। তারপর 1 (balance Inquiry) টাইপ করে Ok করুন। তাহলে আপনাকে নগদ পিন নম্বর দিতে বলা হবে। এখন আপনার নগদ পিন কোডটি দিয়ে Ok করলে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ কোড নম্বর
ফোনের ডায়াল প্যাড থেকে নগদ এর সকল সার্ভিস উপভোগ করার জন্য নগদ কোড জনা জরুরি। আপনি চাইলে নগদ কোড ডায়াল করে নগদ এর যাবতীয় কাজ গুলো করতে পারবেন। যেমন:
- Cash Out
- Send Money
- Mobile Recharge
- Payment
- Bill Pay
- EMI payment
- Balance Check ও
- Pin Reset
তাই আসুন জেনে নেওয় যাক নগদ কোড সম্পর্কে। নগদ কোডটি হলো: *১৬৭#। এই কোডটি দিয়ে আপনি ফোনের ডায়াল প্যাড থেকে নগদ চালাতে পারবেন। অথবা বাটন ফোনেও কোডটি ব্যবহার করে নগদ ব্যবহার করা যাবে।
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার জন্য Nagad app টি ইন্সটল করুন। তারপর অ্যাপটি Open করে ‘নতুন একাউন্ট খুলুন’ সিলেক্ট করে একে একে আপনার Mobile Number, Operator, Account type, NID ইত্যাদি তথ্য দিয়ে নগদ একাউন্ট খুলুন।
অথবা ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১৬৭#। তারপর Set-4 digit Pin সেট করে Ok করুন। তারপর আবার একই পিন দিয়ে ‘Confirm’ করুন। এরপর একাউন্টের ধরণ নির্বাচন করুন: Regular অথবা Islamic তাহলে আপনার নগদ একাউন্ট খুলে যাবে। এভাবে সহজ NID ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারবেন।
অ্যাপ থেকে নগদ একাউন্ট খুলুন
আপনি চাইলে Nagad অ্যাপ থেকে কয়েকটি ধাপে নগদ একাউন্ট খুলতে পারবেন।
- ১ম ধাপ: Google play store থেকে Nagad অ্যাপটি ইন্সটল করুন।
- ২য় ধাপ: অ্যাপটি Open করে ‘নতুন একাউন্ট খুলুন’ অপশনে ক্লিক করুন। তারপর Nagad terms and condition পড়ে ‘সম্মত’ করে দিন।
- ৩য় ধাপ: আপনার Mobile number দিয়ে ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল অপারেটর নির্বাচন করুন। যেমন: Robi, Airtel, Banglalink, Grameenphone, Skitto, Teletalk ইত্যাদি। সিলেক্ট করে ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
- ৪র্থ ধাপ: একাউন্টের ধরন নির্বাচন করুন। রেগুলার ও ইসলামিক। তারপর পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
- ৫ম ধাপ: জাতীয় পরিচয়পত্র ছবি প্রদান। ক্যামরা আইকনে ক্লিক করে NID ফ্রন্ট ও ব্যাক সাইটের ছবি তুলে আপলোড করুন। তারপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- ৬ষ্ঠ ধাপ: আপনার NID তথ্য যাচাই করুন এবং পরবর্তী অপশনে ক্লিক করুন।
- ৭ম ধাপ: ব্যক্তিগত তথ্য প্রদান যেমন: নাম, লিঙ্গ, পেশা ইত্যাদি নির্বাচন করুন।
- ৮ষ্ঠম ধাপ: একটি পরিস্কার ছবি তুলুন এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- ৯ম ধাপ: অন্যান্য তথ্য প্রদান যেমন: ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি। অথবা স্কিপ করুন।
- ১০ম ধাপ: নগদ এর শর্তাবলীর সাথে একমত পোষণ করা এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- ১১ তম ধাপ: আপলোডকৃত ডকুমেন্ট স্ট্যাটাস যাচাই করুন এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- ১২ তম ধাপ: OTP যাচাই করা। আপনার দেওয়া নম্বর নগদ থেকে OTP কোড যাবে। সেটি বসিয়ে Allow করে দিন।
- ১৩ তম ধাপ: নতুন পিন তৈরি করা। এখন আপনার নগদ একাউন্টের জন্য নতুন পিন তৈরি করুন এবং ‘সাবমটি’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার নতুন নগদ একাউন্ট খুলে যাবে।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি নগদ একাউন্ট দেখার নিয়ম কি? কিভাবে নগদ একাউন্ট দেখবেন? নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, ফোনের ডায়াল প্যাড থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম, বাটন ফোনে নগদ একাউন্ট দেখার নিয়ম সহ যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।