দুর্গাপূজা ২০২৩ কবে? দুর্গাপূজার রহস্য জানুন | Durga Puja 2023 

দুর্গাপূজা ২০২৩ কবে/ মহালয়া ২০২৩/ মহাষষ্ঠী ২০২৩ কবে শুরু হবে? হিন্দু মত অবলম্বীদের কাছে দুর্গাপূজা একটি তাৎপর্যপূর্ণ দিবস। সারা পৃথিবী জুড়ে ঢাক ঢোল বাজিয়ে প্রতিবছর পালিত হয় দুর্গাপূজা। এবারের দুর্গাপূজা ২০২৩ কবে? কখন দুর্গাপূর্জা শুরু হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তাই আজকের পোস্টটে দুর্গাপূজার ঘটনা, তাৎপর্য ও কবে পালিত হবে দুর্গাপূজা ২০২৩? চলুন জেনে নি বিস্তারিত। 

 

দুর্গাপূজা ২০২৩

দূর্গাৎসব, দুর্গাপূজা বা মহাষষ্ঠী হলো হিন্দু দেবী দূর্গাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে প্রচলিত একটি প্রাচীন হিন্দু উৎসব বা অনুষ্ঠান। যা সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে একটি ধর্মীয় বা পবিত্র উৎসব। তবে বিশেষ করে ভারতের আসাম, ত্রিপুরা, উড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই দিনটি বিশেষভাবে পালিত হয়।

 

দুর্গাপূজা ২০২৩ কবে অনুষ্ঠিত হবে?

প্রতিবছরের ন্যায় এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ সালের ২৪ অক্টোবর মঙ্গবার। তাই সারা দেশ জুড়ে দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছে পূজা কমিটি গুলো। প্রতিবারের মতো এবার বড় পরিসরে পালিত হতে যাচ্ছে দুর্গাপূজা ২০২৩।

 

বাংলা কত তারিখে দুর্গাপূজা?

দুর্গাপূজা বাংলা কি মাসে পালিত হয়?

সাধারণত বাংলা আশ্বিন মাসের ৬ষ্ঠ থেকে ১০ তম দিন পর্যন্ত পালিত হয় দুর্গাপূজা। এটি মূলত ১০ দিনব্যাপী একটি মহা উৎসব। তবে বিশেষ করে শেষ ৫ দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী তাৎপর্য সবচেয়ে বেশি। 

 

দুর্গাপূজার অন্যান্য নাম সমূহ 

দুর্গাপূজা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। দুর্গাপূজাকে অঞ্চল ভেদে বিভিন্ন নাম ডাকা হয় যেমন: 

  • দুর্গাপূজা (Durga Puja) 
  • দুর্গোৎসব 
  • শারদীয়া দুর্গাপূজা 
  • দেবীপক্ষ
  • অকালবোধন
  • মহাপূজা
  • নবরাত্রি
  • শারদোৎসব- শরৎকালীন দুর্গাপূজা
  • বাসন্তী পূজা- বসন্তকালীন দুর্গাপূজা ইত্যাদি।

 

দুর্গাপূজা পালন ২০২৩

দুর্গাপূজা কিভাবে পালিত হয়?

দেবী দুর্গাকে সম্মান জানানোর মধ্য দিয়ে মহালয়া দুর্গাপূজা শুরু হয় এবং শেষ হয় বিজয়াদশমীতে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গড়ে ওঠে দোকানপাট, সংস্কৃতি উৎসব, খেলাধুলা ও নাচ গানের আসর। এই দিনে পূজা ভক্তদের সারাদিন ব্যাপী চলে কেনাকাটা, উপবাস, উপহার প্রদান, প্রতিমাবিসর্জন, আলোকসজ্জা ও মণ্ডপ দর্শন ইত্যাদি। 

 

মহালয়া ২০২৩ কবে পালিত হবে?

বাংলা বছরের গণনায় ১৪৩০ বঙ্গাব্দের কার্তিকের শুরুতে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। ইংরেজি মাস গণনায় ২০২৩ সালের অক্টোবরের শেষ ১০ দিনে অর্থাৎ ২৪ অক্টোবর রোজ মঙ্গবাল আনুষ্ঠানিকভাবে উদযাপিত হবে দুর্গাপূজা। 

 

দুর্গাপূজা ২০২৩ কবে

দুর্গাপূজার বিশেষ দিন গুলো ২০২৩

কতিপয় দুর্গাপূজার বিশেষ দিনগুলো নিচে উল্লেখ্য করা হলো যেমন: 

  • মহালয়া শুরু হবে ১৪ অক্টোবর ২০২৩
  • মহা ষষ্ঠী শুরু হবে ২০ অক্টোবর ২০২৩
  • মহা সপ্তমী শুরু হবে ২১ অক্টোবর ২০২৩
  • মহা অষ্টমী শুরু হবে ২০ অক্টোবর ২০২৩
  • মহা নবমী শুরু হবে ২০ অক্টোবর ২০২৩
  • বিজয়া দশমী ২৪ অক্টোবর ২০২৩

 

দুর্গাপূজার কতদিন বাকি আছে

আজ আক্টোবরের ১০ তারিখ সেই হিসেবে আর মাত্র ৪ দিন পর থেকে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা ২০২৩। ইতি মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি ঘোষণা করা হয়েছে। যা দুর্গাপূজা শুরু হওয়ার একদিন আগে থেকে কার্যকর করা হবে। 

 

দেবী দুর্গা কে?

দুর্গা শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। হিন্দু মত অবলম্বীদের কাছে দেবী দুর্গা তার ভক্তদের দুর্গতি ও সংকট থেকে রক্ষা করবে। দেবী দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন বলে ধারণা করা হয়। দেবী দুর্গা হিন্দু সম্প্রাদয়ের কাছে একজন জনপ্রিয় দেবী। 

আরোও পড়ুন: শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা রেজাল্ট ২০২৩

এক নজরে আজকের পোস্ট

  • দুর্গাপূজা ২০২৩ কবে পালিত হবে?
  • দুর্গাপূজা ২০২৩ কখন শুরু হবে
  • মহালয়া কখন শুরু হবে?
  • Durga Puja kokhon 2023?
  • দুর্গাপূজার ছুটি ঘোষণা
  • দুর্গাপূজার কতদিন বাকি?
  • দূর্গাপূজার রুটিন বা ক্যালেন্ডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading