আধার কার্ড করতে কি কি লাগে ২০২৫

আধার কার্ড করতে কি কি লাগে সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি যদি ভারতের আধার কার্ড তৈরি করতে চান এবং আধার কার্ড করতে কি কি লাগে। সেই সম্পর্কে বিস্তারিত জানেন না। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। আধার কার্ড করতে কি কি লাগে ইত্যাদি সম্পর্কে। তাই আধার কার্ড করতে কি কি লাগে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

এক নজরে দেখুন

আধার কার্ড করতে কি কি লাগে

বর্তমান সময়ে আপনি যদি আধার কার্ড তৈরি করতে চান। তাহলে আপনার আধার কার্ড তৈরি করতে নিম্নের ডকুমেন্টগুলো প্রয়োজন নেই। এখন আমরা আধার কার্ড তৈরি করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আধার কার্ড পরিচয় প্রমাণক ডকুমেন্ট

আপনি যদি আধার কার্ড তৈরি করতে চান। তাহলে আপনাকে পরিচয় প্রমাণক হিসেবে নিম্নের যেকোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন:

  1. পাসপোর্ট প্রয়োজন হবে (Passport)
  2. ভোটার আইডি কার্ড (NID Card)
  3. রেশন কার্ড প্রয়োজন হবে (Ration card)
  4. প্যান কার্ড (PAN Card)
  5. ড্রাইভিং লাইসেন্স (Driving license)
  6. আর্ম লাইসেন্স (Arms license)
  7. সরকার-ইস্যু করা ফটো আইডি কার্ড প্রয়োজন হবে
  8. আপনার ছবিসহ ওবিসি (OBC)/ এসটি (ST)/ এসসি (SC) সার্টিফিকেট লাগবে
  9. আপনার ছবি সহ ব্যাংক ডেবিট বা ATM কার্ড প্রয়োজন হবে
  10. এমএলএ (MLA), এমএলসি (MLC) বা এমপি (MP) দ্বারা ইস্যু করা ছবি সহ সার্টিফিকেট প্রয়োজন হবে (On letterhead)
  11. সিজিএইচএস/ ইসিএইচএস ফটো আইডি কার্ড প্রয়োজন হবে
  12. পেনশনারের ফটো আইডি কার্ড
  13. কিসান ফটো পাশবুক প্রয়োজন হবে
  14. আধার কার্ড তৈরি করতে পরিচয় প্রমাণক ডকুমেন্ট হিসেবে আপনার ছবি সহ গেজেটেড অফিসার কর্তৃক সার্টিফিকেট প্রয়োজন হবে
  15. ভারতের সরকার দ্বারা ইস্যু করা অক্ষমতা আইডি কার্ড অথবা মেডিকেল আইডি কার্ড লাগবে
  16. ভামাশাহ কার্ড প্রয়োজন হবে (Bhamashah)
  17. যেকোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় সার্টিফিকেট প্রয়োজন হবে
  18. আরএসবিওয়াই কার্ড প্রয়োজন হবে (RSBY)
  19. আপনার একটি ছবিসহ এসএসএলসি বই প্রয়োজন হবে (SSLC) এবং
  20. আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার ইস্যু করা পরিচয়পত্রের সার্টিফিকেট প্রয়োজন হবে

আধার কার্ড তৈরি করার জন্য উপরে উল্লেখিত যেকোন একটি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং আপনার ডকুমেন্টটি স্বত্যায়িত হতে হবে।

আধার কার্ড তৈরি ঠিকানার প্রমাণক ডকুমেন্ট

আধার কার্ড তৈরি করতে আপনাকে ঠিকানা প্রমাণক হিসেবে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আধার কার্ড তৈরি করার সময় ঠিকানা প্রমাণক হিসেবে নিম্নের যেকোনো একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  1. আপনার পাসপোর্ট প্রয়োজন হবে (Passport)
  2. আপনার ভোটার আইডি কার্ড (NID Card)
  3. বিদ্যুৎ বিল /পানির বিল (বিগত ৩ মাসের মধ্যে)
  4. এমএলএ, এমএলসি, এমপি (MLA, MLC, MP) অথবা গেজেটেড অফিসারের লেটারহেডে ইস্যু করা আপনার ঠিকানাসহ সার্টিফিকেট প্রদান করতে হবে
  5. আপনার আয়কর মূল্যায়ন অর্ডার
  6. আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা পাশবই প্রয়োজন হবে
  7. আপনার গ্যাস কানেকশন বই অথবা বিল প্রয়োজন হবে
  8. গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হবে
  9. আপনার আর্ম লাইসেন্সে দেখানো ঠিকানা
  10. রেজিস্টার করা সম্পত্তি কাগজপত্র বা বিক্রয়ের চুক্তিপত্র
  11. আপনার রেশন কার্ড
  12. গত 3 মাসের বিদ্যুতের বিল/ পানি বিল/ গ্যাস বিল
  13. আপনার পোস্টাল ডিপার্টমেন্ট দ্বারা ইস্যু করা অ্যাড্রেস কার্ড লাগবে
  14. আপনার নিকটস্থ একটি মেডিকেল বা অক্ষমতা সার্টিফিকেট
  15. আপনার জমির গত ১ বছরের রশিদ
  16. একটি ইনস্যুরেন্স পলিসি প্রয়োজন হবে
  17. আপনার ড্রাইভিং লাইসেন্স (Driving licence)
  18. অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতা-মাতার পাসপোর্ট প্রয়োজন হবে
  19. স্বামী/স্ত্রীর পাসপোর্ট লাগবে
  20. সিজিএইচএস অথবা ইসিএইচএস কার্ড (CGHS/ECHS)
  21. আপনার ঠিকানা সহ বিবাহের কাবিননামা
  22. এনআরইজিএ জব আইডি কার্ড (NREGA)
  23. পেনশন কার্ড অথবা কিসান পাসবুক
  24. ভাড়া চুক্তিপত্র কাগজপত্র সমূহ (Rent Agreement) এবং
  25. আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বারের দ্বারা ইস্যু করা ঠিকানা সহ সার্টিফিকেট

আধার কার্ড তৈরি করার সময় ঠিকানা প্রমাণক হিসেবে উপরের উল্লেখিত যেকোন একটি ডকুমেন্ট প্রয়োজন হবে।‌

আরোও পড়ুন: নতুন নিয়মে আধার কার্ড আবেদন ২০২৫

আধার কার্ডের জন্য জন্ম তারিখ প্রমাণক ডকুমেন্ট

আধার কার্ড তৈরি করার সময় আপনার পরিচয় ডকুমেন্টের প্রমাণক সহ, আপনার জন্ম তারিখ ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই নিম্নের উল্লেখিত যেকোন ডকুমেন্ট দিতে হবে।

  1. আপনার জন্ম সনদ প্রয়োজন হবে (Birth Certificate)
  2. আপনার পাসপোর্ট (Passport)
  3. প্যান কার্ড (PAN Card)
  4. এসএসএলসি সার্টিফিকেট (SSLC Certificate)
  5. যেকোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জারি করা আপনার জন্ম তারিখ সহ আইডি কার্ড
  6. সরকারী অফিস কর্তৃক ইস্যুকৃত (ডিওবি) প্রয়োজন হবে
  7. আপনার শিক্ষা বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মার্কশীট
  8. ভারত সরকারের দ্বারা ইস্যু করা আইডি কার্ড প্রয়োজন হবে
  9. কেন্দ্রীয় অথবা রাজ্য পেনশন অর্ডার প্রয়োজন হবে এবং
  10. আপনার জন্ম তারিখ দেখানো যেকোন একটি সরকারী স্কিমের হেলথ কার্ড

আধার কার্ড এনরোলমেন্ট রিলেশনশিপ ডকুমেন্ট

আপনি যদি আধার কার্ড তৈরি করতে চান। তাহলে আপনার আধার কার্ড এনরোলমেন্টের জন্য প্রয়োজনীয় রিলেশনশিপ ডকুমেন্ট জমা দিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আধার কার্ড এনরোলমেন্টের জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন:

  1. আপনার পাসপোর্ট (Passport)
  2. পেনশন কার্ড (Pension card) প্রয়োজন হবে
  3. পিডিএস কার্ড (PDS Card)
  4. জন্মসনদ সার্টিফিকেট (Birth certificate)
  5. আর্মি ক্যান্টিন কার্ড প্রয়োজন হবে (Army Canteen Card)
  6. ভামাশাহ কার্ড (Bhamashah Card)
  7. আপনার বিবাহের সার্টিফিকেট (Marriage Certificate) প্রয়োজন হবে
  8. শিশুর জন্মের ক্ষেত্রে, সরকারী হাসপাতাল থেকে অনুমোদিত পত্র
  9. সিজিএইচএস অথবা ইসিএইচএস কার্ড (CGHS/ECHS Card)
  10. আপনার পোস্টাল ডিপার্টমেন্ট অনুমোদিত করা ঠিকানার কার্ড (Address card) এবং
  11. আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বারের দ্বারা অনুমোদিত পরিবারের প্রধানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার পরিচয়ের সার্টিফিকেট লাগবে

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আধার কার্ডের ক্ষেত্রে

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আধার কার্ড তৈরি করতে নিম্নের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যেমন:

  1. জন্ম সনদ (Birth Certificate)
  2. ঠিকানার নথির প্রমাণক প্রয়োজন হবে
  3. পরিচয়পত্র ডকুমেন্ট প্রয়োজন হবে এবং
  4. পিতা-মাতার আধার কার্ড (যেকোনো একজনের আধার কার্ড হলে হবে)

ওসিআই কার্ডহোল্ডার, এলটিভি হোল্ডার, নেপাল ভূটান নাগরিক এবং অন্যান্য রেসিডেন্ট বিদেশীদের ক্ষেত্রে

সাধারণত আপনি যদি একজন ওসিআই কার্ডহোল্ডার, এলটিভি হোল্ডার, নেপাল ভূটান নাগরিক এবং অন্যান্য রেসিডেন্ট বিদেশী নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনার আধার কার্ড তৈরি করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ওসিআই কার্ড হোল্ডারের ক্ষেত্রে

কার্ডহোল্ডার যদি ভারতের নাগরিক না হয়। তাহলে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেনা। কারণ ভারতের সরকার আধার কার্ড শুধুমাত্র ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দিয়ে থাকে। তবে যদি কোনো ওসিআই কার্ডধারী ভারতে দীর্ঘদিন থাকেন। অথচ ১২ মাস বা তার বেশি সময় ধরে থাকে। তাহলে কিছু বিশেষ ক্ষেত্রে আধার কার্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

যদি কোনোভাবে কার্ডহোল্ডার আধার কার্ডের আবেদন করার সুযোগ পায়। তাহলে আধার কার্ডের জন্য আবেদন করতে নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যেমন:

পরিচয়পত্রের ক্ষেত্রে

ওসিআই কার্ড হোল্ডারের পরিচয়পত্র প্রমানক হিসেবে নিম্নের যেকোনো একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  1. আপনার বিদেশি পাসপোর্ট এবং
  2. আপনার ওসিআই কার্ড প্রয়োজন হবে (OCI Card)

ঠিকানার ক্ষেত্রে

আপনার ঠিকানা প্রমাণের জন্য নিচের যেকোন একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  1. রেন্ট এগ্রিমেন্ট কাগজপত্র (Rent Agreement)
  2. বিদ্যুৎ বিল অথবা পানির বিল এবং
  3. ভারতের ব্যাংক স্টেটমেন্ট

জন্ম তারিখের ক্ষেত্রে

ওসিআই আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে জন্ম তারিখ প্রমাণকের জন্য নিম্নোক্ত যেকোনো একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  1. আপনার পাসপোর্ট (Passport) এবং
  2. জন্ম সনদ (Birth certificate)

দীর্ঘ মেয়াদি ভিসা বা রেসিডেন্স প্রুফের ক্ষেত্রে

দীর্ঘ মেয়াদি ভিসা বা রেসিডেন্স প্রুফের ক্ষেত্রে নিচের ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  1. আপনার দীর্ঘ মেয়াদি ইন্ডিয়ান ভিসা প্রয়োজন হবে এবং
  2. আপনি ভারতে অবস্থান সময়কাল সংক্রান্ত কোনো ডকুমেন্ট। যেমন: FRRO রেজিস্ট্রেশন ইত্যাদি

বিশেষ দ্রব: UIDAI (ইউআইডিএআই) স্পষ্টভাবে জানিয়েছেন।যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আধার কার্ড নিতে পারবেন। সাধারণত বিদেশি নাগরিক অর্থাৎ, OCI হোল্ডার আধার কার্ডের যোগ্য নয়। যদি কোনো OCI হোল্ডার ভারতে টানা ১৮২ দিন বা তার বেশি সময় বসবাস করেন।

এলটিভি হোল্ডার আধার কার্ড তৈরির ক্ষেত্রে

সাধারণত আধার কার্ড শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য। তবে কিছু বিশেষ ক্ষেত্রে বর্তমান সময়ে বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে আগত মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মাবলম্বীরা ভারতে বসবাস করছেন। ভারতের সরকার তাঁদের আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া সীমিতভাবে চালু করেছে। যদি ভারতের সরকার আধার কার্ডের জন্য অনুমতি দেয়। তাহলে ভারতের আধার কার্ড তৈরি করতে নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে।

ঠিকানার প্রমানের ক্ষেত্রে

আপনার উল্লেখিত ঠিকানা এলটিভি ডকুমেন্ট প্রয়োজন হবে

  1. আপনার রেশন কার্ড (Optional)
  2. রেন্ট এগ্রিমেন্ট, ইউটিলিটি বিল, বিদ্যুৎ, পানি ইত্যাদি এবং
  3. আপনার FRRO (এফআরআরও) কিংবা FRO (এফআরও) Registration pepar প্রয়োজন হবে

পরিচয়পত্রের ক্ষেত্রে

  1. LTV (এলটিভি) সংক্রান্ত সরকারি ডকুমেন্ট প্রয়োজন হবে
  2. পুলিশের ভেরিফিকেশন করা রিপোর্ট এবং
  3. বিদেশি পাসপোর্ট (Optional)

জন্ম তারিখের ক্ষেত্রে

  1. আপনার পাসপোর্ট লাগবে
  2. স্কুল সার্টিফিকেট এবং
  3. জন্ম সনদ প্রয়োজন হবে

অন্যান্য ক্ষেত্রে

  1. ভারতের সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো রেজিস্ট্রেশন অথবা অনুমোদিত ডকুমেন্ট প্রয়োজন হবে এবং
  2. স্থানীয় থানার কিংবা জেলা প্রশাসকের সার্টিফিকেট প্রয়োজন হয়

বিশেষ দ্রব: বর্তমান সময়ে UIDAI (ইউআইডিএআই) নিয়ম অনুযায়ী এলটিভি হোল্ডাররা সরাসরি অনলাইন আবেদনের মাধ্যমে আবেদন করতে করতে পারবেন না। আধার কার্ড আবেদন করার ক্ষেত্রে তাদের জেলা প্রশাসকের সাহায্যে কিংবা নির্দিষ্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আবেদন করতে হবে। তবে প্রক্রিয়াটি রাজ্য এবং জেলার ভিত্তিক ভিন্ন হতে পারে। সাধারণত কিছু জায়গায় আধার দেওয়া হয় এবং কিছু জায়গাতে আধার কার্ড নাও দিতে পারে।

নেপাল ও ভুটানের আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে

বর্তমান সময়ে ভারতের সরকার নেপাল এবং ভুটানের নাগরিকদের জন্য আধার কার্ড তৈরি করা সহজ করে দিয়েছেন। কারণ এই দুই দেশের নাগরিকদের ক্ষেত্রে ভারত সরকার কিছুটা আলাদা সুবিধা প্রদান করেছেন। ইউআইডিএআই নিয়ম অনুযায়ী যদি কোনো নেপাল বা ভুটানের নাগরিক ভারতে বসবাস করে এবং 182 দিন বা তার বেশি সময় ভারতে বসবাস করে। তাহলে সেই ব্যক্তিরা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

পরিচয়ের ক্ষেত্রে

  1. নেপালি বা ভুটানি পাসপোর্ট প্রয়োজন হবে
  2. আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে (যদি আপনি ভারতীয় ভোটার তালিকায় থাকেন) এবং
  3. ভারতের রাষ্ট্রদূতের অফিস কর্তৃক অনুমোদিত পরিচয়পত্র

ঠিকানার ক্ষেত্রে

  1. আপনার রেন্ট এগ্রিমেন্ট প্রয়োজন হবে (Rent Agreement)
  2. ইউটিলিটি বিল অর্থাৎ, বিদ্যুৎ/গ্যাস/পানি ইত্যাদি বিল
  3. আপনার ভারতীয় ব্যাংক স্টেটমেন্ট এবং
  4. আপনার স্থানীয় পুলিশ স্টেশন কিংবা FRRO কর্তৃক অনুমোদিত রেসিডেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে

জন্ম তারিখের ক্ষেত্রে

  1. আপনার পাসপোর্ট প্রয়োজন হবে
  2. আপনার জন্ম সনদ এবং
  3. আপনার স্কুল সার্টিফিকেট লাগবে

থাকার সময়ের ক্ষেত্রে

  1. দীর্ঘমেয়াদি বসবাসের ক্ষেত্রে প্রমাণক হিসেবে বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা স্থানীয় রেজিস্ট্রেশনের কাগজপত্র ইত্যাদি প্রয়োজন হবে পারে
  2. নেপাল ও ভুটানের নাগরিকদের ভিসা প্রয়োজন হবে না

বিশেষ দ্রব: নেপাল ও ভুটানের আধার কার্ড আবেদন করার জন্য নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আবেদন করতে হবে। তাছাড়াও আবেদনকারীর বায়োমেট্রিক ও ফটোগ্রাফিক তথ্য প্রদান করতে হবে এবং আপনার সঙ্গে সমস্ত ডকুমেন্টের মূল কপি ও ফটোকপি সঙ্গে রাখতে হবে।

আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫

অন্যান্য রেসিডেন্ট বিদেশীদের ক্ষেত্রে আধার কার্ড তৈরি

সাধারণত ভারতে বসবাসকারী অন্যান্য বিদেশি রেসিডেন্টদের ক্ষেত্রে যেমন: আপনারা যারা ভারতীয় নাগরিক নন, ইউএস, কানাডা, ইউকে,বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান ইত্যাদি দেশের আধার কার্ড তৈরির নিয়ম খুব সীমিত।

UIDAI (ইউআইডিএআই) অনুযায়ী শুধুমাত্র ভারতীয় রেসিডেন্ট অর্থাৎ, যে সকল ব্যক্তি পূর্ববর্তী ১২ মাসে অন্তত ১৮২ দিন ভারতে একটানা বসবাস করেছেন। সেই সকল ব্যক্তি ভারতের আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে। সাধারণত বিদেশি নাগরিক হওয়ার শর্তে যদি কোনো নাগরিক নিচের শর্তাবলী গুলো পূরণ করে। তাহলে সেই ব্যক্তির ভারতের আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন।

পরিচয়ের ক্ষেত্রে

  1. আপনার বৈধ বিদেশি পাসপোর্ট থাকতে হবে
  2. আপনার যদি OCI অথবা PIO কার্ড থাকে
  3. আপনার এম্বেসি বা হাইকমিশন কতৃক পরিচয়পত্র এবং
  4. আপনার LTV এলটিভি ডকুমেন্ট প্রয়োজন হবে

ঠিকানার ক্ষেত্রে

  1. আপনার ভারতের রেসিডেন্স রেন্ট এগ্রিমেন্ট লাগবে
  2. ইউটিলিটি বিল অর্থাৎ, বিদ্যুৎ/পানি/গ্যাস ইত্যাদি
  3. আপনার ভারতীয় ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে
  4. আপনার স্থানীয় পুলিশ কর্তৃক ভেরিফায়েড রেসিডেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে এবং
  5. আপনার FRRO/FRO রেজিস্ট্রেশন কপি লাগবে

জন্ম তারিখের ক্ষেত্রে

  1. আপনার পাসপোর্ট
  2. জন্ম সনদ প্রয়োজন হবে এবং
  3. আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রয়োজন হবে

ভারতে ১৮২ দিনের বসবাসের ক্ষেত্রে

  1. আপনার ইউটিলিটি বিল প্রয়োজন হবে
  2. ব্যাংক স্টেটমেন্ট অথবা স্কুল অ্যাটেনডেন্স রিপোর্ট ইত্যাদি প্রয়োজন হবে এবং
  3. আপনার FRRO/FRO রেজিস্ট্রেশন পেপার প্রয়োজন হবে

বিশেষ দ্রব

  1. সাধারণত বিদেশি নাগরিকরা ভারতের আধার কার্ড UIDAI ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন না।‌
  2. ভারতের আধার কার্ড আবেদন করার জন্য নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে সরাসরি আবেদন করতে হবে এবং
  3. অনেক সময় ভারতের আধার কার্ড দেয়ার সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করে

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। আধার কার্ড করতে কি কি লাগে এবং কিভাবে আধার কার্ড আবেদন করতে হয় ইত্যাদি সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading