২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম

২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ২০২৪ সাল পার না হতেই ২০২৫ সালে কিছু কিছু গেম মার্কেটে লঞ্চ হতে শুরু করেছে এবং কিছু কিছু গেম অলরেডি মার্কেটে লঞ্চ হয়েছে। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এই নতুন মার্কেটে লঞ্চ হওয়া গেম সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকের পোস্টটি।

আজকের পোস্টে আমরা ২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন: ক্রিকেট, ফুটবল, হরর গেম, ওয়াল্ড গেম এবং জিপিএ গেম ইত্যাদি। যে গেম গুলো আপনি অফলাইন এবং অনলাইনে খেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম সম্পর্কে। যে গেম গুলো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ডাউনলোড করবেন এবং কিভাবে খেলবেন।

২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম

২০২৫ সালের সেরা ৫টি নতুন গেম 5 নম্বর লিস্টে যে গেমটি রয়েছে। সেটি হলো: ‘Hello Neighbor Nicky’s Diaries’ গেম। এই গেমটি কিছু দিন আগে মার্কেটে রিলিজ হয়েছে। তবে গেমটি মার্কেটের রিলিজ হওয়ার মধ্যেই অলরেডি ‘100K+’ ডাউনলোড হয়েছে। তাছাড়াও গেমটি আগে পিসিতে রিলিজ করা হয়েছিলো এবং পিসিতে এই গেমটি হিউজ পরিমাণ ফেমাস ছিল।

সেরা ৫টি নতুন গেম

তবে Hello Neighbor Nicky’s Diaries গেমটি’ এজ হোয়াই গেমটির ডেভেলপার মোবাইল ফোনে রিলিজ করতে বাধ্য হয়েছেন। তাছাড়াও এর আগে গুগল প্লে স্টোরে এই গেমটির আরোও একটি ভার্সন রিলিজ করা হয়েছিল।

Hello Neighbor Nicky’s Diaries গেম খেলার নিয়ম

Hello Neighbor Nicky’s Diaries গেমটি’ খেলা খুবই সিম্পল। সাধারণত এই গেমটিতে একটি বাড়ি থাকবে। আর আপনাকে সেই বাড়িতে গিয়ে একটি বাচ্চাকে বাঁচাতে হবে। প্রথমেই শুনে হয়তো আপনার কাছে গেমটি খুবই সহজ মনে হতে পারে। তবে গেমটি খেলা অতটাও সহজ নয়। এই গেমটি খেলার সময় আপনাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। কারন বাড়িটিতে একটি ‘নেই’ থাকবে। সেই ‘নেই’ ফাঁকি দিয়ে আপনাকে বাচ্চাটিকে বাঁচাতে হবে।

আরোও পড়ুন: অনলাইনে ছোট ছোট কাজ করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন।

আর আপনি যখন বাড়িতে বাচ্চাটিকে বাঁচাতে যাবেন। তখন সেখানে আপনাকে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে। যেমন: সেখানে বিভিন্ন ধরনের পাজেল থাকবে সেই পাজেল গুলোকে আপনাকে সমাধান করতে হবে এবং নেইকে ফাঁকি দিয়ে বিভিন্ন রুমে গিয়ে বাচ্চাটিকে খুঁজে বের করতে হবে। কিন্তু আপনার কাছে এই থিমটি যতটা সহজ মনে হচ্ছে আসলেই গেমটি ততটা সহজ নয়।

এই গেমটি খেলতে হলে আপনাকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আর যখনি আপনি Hello Neighbor Nicky’s Diaries গেমটি’ খেলবেন। তখন আপনাদের কাছে গেমটি ‘এভিল নানীর’ মতো গেমটি মনে হবে। সো আপনি যদি এই টাইপের গেম পছন্দ করে থাকেন। তাহলে অনায়াসে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।

Number: 4

২০২৫ সালের সেরা ৫টি নতুন গেমের মধ্যে 4 নম্বরে যে গেমটি রয়েছে। সেটি হলো: Real cricket 2024। আপনারা হয়তো গেমটির নাম শুনে বুঝতে পেরেছেন ২০২৫ সালকে বেস্ট করে ডেভেলপ করা হয়েছে। তবে গেমটি আগেও রিলিজ করা হয়েছে। তাছাড়াও এই গেমটিতে অন্যান্য গেম এর মতো ফিচারস দেখতে পারবেন।

সেরা ৫টি নতুন গেম

Real cricket 2024 গেম খেলার নিয়ম

‘Real cricket 2024’ গেমটি অন্য অন্য গেমের তুলনায় আপনার কাছে খুবই অ্যামাজিং মনে হতে পারে। এই গেমটিতে আগের তুলনায় লাইট গ্রাফিক্স একটু বেটার করা হয়েছে। তাছাড়াও আপনি এই গেমটির মধ্যে অনেক ধরনের মোড পাবেন। যেমন: লাইট চ্যালেঞ্জিং মোড, প্রিমিয়াম মোড এবং প্রো সিরিজ মোড।

তাছাড়াও Real cricket 2024 গেমটিতে টুর্নামেন্ট মোডও দেখতে পাবেন। আর এই গেমটি সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে: Real cricket 2024 গেমটিতে আপনারা টুর্নামেন্ট গেম ও দেখতে পাবেন। অর্থাৎ, গেমটিতে আপনি বিভিন্ন পেলেয়ারের সাথে খেলতে পারবেন।

তাছাড়াও এই ‘Real cricket 2024’ গেমটির মধ্যে আপনি চাইলেই মাঠের প্লেয়ার্সদের যেখানে খুশি সেখানে কাস্টমাইজ সেট করতে পারবেন। এছাড়াও রিয়ালিস্টিক কমেন্ট্রি দেখতে পারবেন এবং রিয়ালিস্টিক মোশন গ্রাফিক্স দেখতে পাবেন। তাছাড়াও এই গেমটির মধ্যে আপনি আরোও ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং প্লেয়ার্স দেখতে পাবেন।

সেক্ষেত্রে, বলা যেতে পারে এই ‘Real cricket 2024’ গেমটি ২০২৪ সালের গেমের মধ্যে সেরা একটি গেম। এখন আপনারা যারা ক্রিকেট গেম পছন্দ করেন। তারা চাইলেই এই ‘Real cricket 2024 গেমটি ফোনে ডাউনলোড করে খেলতে পারবেন।

Number: 3

আজকের পোষ্টের ২০২৫ সালের সেরা ৫টি নতুন গেমের তালিকায় 3 নম্বরে যে গেমটি রয়েছে। সেই গেমটির নাম হলো: radiation City games। এই গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড হরর টাইপের গেম।

সেরা ৫টি নতুন গেম

radiation City games খেলার নিয়ম

radiation City গেমটি একটি সিটি থাকবে এবং সেই সিটির মধ্যে একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হবে। আর সেই ভাইরাসটি ছড়ানোর পরে সেই শহরে যত মানুষ রয়েছে। তাঁর মতো অধিকাংশ মানুষ ভাইরাসের কারণে মারা যাবে এবং কিছু মানুষ জম্বি হয়ে যাবে।

আর আপনি যখন গেমটি খেলার সময় প্লেনে করে সিটিতে যাবেন। তখন ভাইরাসে আপনার প্লেনটি ক্রাশ করবে এবং আপনার প্লেনটি সিটিতে পরে যাবে। তখন থেকেই আপনার গেমটি ওপেন হয়ে যাবে। এখন আপনাকে সেখানে গিয়ে ‘সারভাইড’ করতে হবে। তাছাড়াও সেখানে গিয়ে খাবারের জন্য আপনাকে খাদ্য সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে।

তারপরে শহরটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এখন ‘রেডিয়েশন সিটি’গেমটির কথা শুনে আপনার কাছে হয়তো গেমটি সহজ মনে হতে পারে। কিন্তু গেমটি ততটাও সহজ নয়। গেমটিতে জম্বি গুলোকে মেরে আপনাকে গেমটি কমপ্লিট করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আপনাকে ‘সারভাইড’ করে থাকতে হবে। তো আপনাদের ভিতরে যারা ওপেন ওয়ার্ল্ড ‘সারভাইভাল’ গেমটি পছন্দ করেন। তাহলে অবশ্যই এই ‘রেডিয়েশন সিটি’ গেমটি ডাউনলোড করে খেলুন।

Number: 2

২০২৫ সালের সেরা ৫টি নতুন গেমের তালিকায় 2 নম্বরে যে গেমটি রয়েছে। সেটি হলো: Dream League Soccer 2024 গেম। আপনাদের ভিতরে যারা ফুটবল লাভার রয়েছে। তাদের মধ্যেই 90% লোক এই গেমটি সম্পর্কে জানেন। আপনারা যারা ছোটবেলা থেকেই এখনো ফুটবল গেম পছন্দ করেন। তাদের মধ্যে অনেকেই ‘Dream League Soccer 2024’ গেমটির সঙ্গে পরিচিত রয়েছেন। তাছাড়াও এই ‘Dream League Soccer 2024’ গেমটির’ নতুন ভার্সন মার্কেটে চলে এসেছে।

সেরা ৫টি নতুন গেম

Dream League Soccer 2024 গেমটি খেলার নিয়ম

এখন আপনার যারা ‘Dream League Soccer 2024’ গেমটি চিনেন। তারা এই গেমটির ফিচার সম্পর্কে জানেন। আর আপনারা যারা এই গেমটি সম্পর্কে জানেন না। তাদের জন্য ছোট একটি ইন্ট্রোডাকশন। এই ‘Dream League Soccer 2024’ গেমটিতে’ আপনারা ইন্টারন্যাশনাল সব ধরনের স্টোডিয়াম এবং থ্রিডি গ্রাফিক্স দেখতে পাবেন।

তাছাড়াও এই ‘Dream League Soccer 2024’ গেমটিতে 40 হাজার প্লাস প্লেয়ার্স এবং অন্যান্য ফুটবল গেমের মতোই এই গেমটিতে বিভিন্ন ধরনের ফিচারস উপভোগ করতে পারবেন। এছাড়াও গেমটিতে রিয়ালস্টিক কমেন্টারি, রিয়ালস্টিক গ্রাফিক এবং রিয়ালস্টিক মোশন দেখতে পাবেন। তাছাড়াও আপনি গেমটিতে অ্যামেজিং কন্ট্রোল কোয়ালিটি দেখতে পারবেন।

এই ‘Dream League Soccer 2024’ গেমটি আপনি অনলাইন অথবা অফলাইনে খেলতে পারবেন। এখন আপনাদের মধ্যে যারা ফুটবল গেম পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও গেমটি খেলুন।

Number: 1

আজকের পোস্টের ২০২৫ সালের সেরা ৫টি নতুন গেমের তালিকায় 1 নম্বরে যে গেমটি রয়েছে। সেটি হলো: ‘GTA Tyler Android’ গেম। এই গেমটি আপনি মোবাইলে খেলতে পারবেন। তাছাড়াও আপনাদের ভিতরে ‘GTA Tyler’ লাভাররা এই গেমটির জন্য অনেকদিন অপেক্ষা করে রয়েছে।

তাদের জন্য খুশির খবর এই গেম গুলো ইতিমধ্যে মার্কেটে রিলিজ হয়েছে। যার মধ্যে তিনটি ভার্সনে মার্কেটে রিলিজ হয়েছে:

  1. জিটিএ ভাই সিটি
  2. জিটিএ স্যান এড্রেস এবং
  3. জিটিএ 3

উপরে উল্লেখিত গেম গুলোর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। শুধুমাত্র গেম গুলোর মধ্যে গ্রাফিক্স হাই কোয়ালিটি করা হয়েছে। তাছাড়াও গেমগুলোতে কিছুটা কাস্টমাইজ পরিবর্তন করা হয়েছে। যেমন: লাইট কন্ট্রোল others যে সেটিংগুলো রয়েছে সেগুলো একটু কাস্টমাইজ করা হয়েছে।

এছাড়াও আগের তুলনায় গেমটিতে কিছুটা আপডেট এসেছে। আর ‘GTA Tyler Android’ গেমটি খেলতে গেলে আপনাকে ‘Netflix’ সাবস্ক্রিপশন থাকতে হবে এবং আপনার মোবাইল হাই কনফিগারেশন হতে হবে। তাহলে চলুন এই গেমটি সহ জিপিএ আরোও যে দুটি গেম রয়েছে। সেই গেম গুলো কিভাবে ডাউনলোড করতে হয় দেখে নেওয়া যাক।

গেম ডাউনলোড করার নিয়ম

আজকের পোষ্টের ২০২৫ সালের সেরা ৫ টি নতুন গেম যদি আপনি ডাউনলোড করতে চান। তাহলে আপনার মোবাইলে থাকা গুগল ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘GameExo’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম লিংকে প্রবেশ করুন।

সেরা ৫টি নতুন গেম

তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেজ ওপেন হবে। এখন আপনি সার্চ অপশনে ‘Ng’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পোস্ট চলে আসবে।‌ এখন আপনি এই পোস্টে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী গেম গুলো ডাউনলোড করে খেলতে পারবেন।

আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরোও পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading