ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করুন ২০২৫

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া অবিশ্বাস্য। যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে না। ধরতে গেলে বাংলাদেশের অধিক সংখ্যক লোক মোবাইল ফোনে ইন্টারনেট অথবা ওয়াইফাই ব্যবহার করে থাকে। এখন থেকে আপনি ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করতে পারবেন।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করুন 

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

এখন আপনাকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্রাউজার ডাউনলোড করতে হয়।

ব্রাউজার ডাউনলোড করার উপায়

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো: আমাদের দেওয়া লিংকে ক্লিক করে Mises Browser টি ডাউনলোড করতে হবে। তাহলে Mises ব্রাউজার ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলের ‘Browser’ অপশনের নিচে থেকে লিংকটিতে ক্লিক করুন।

‌তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন Mises Browser ইন্সটল করার অপশন ওপেন হবে। এখন আপনি Install অপশনে ক্লিক করে Mises Browser app টি ইনস্টল করুন। ‌

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

এখন Mises Browser app টি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে ব্রাউজারটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সার্চ অপশনে metamask extension লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো ব্রাউজার ওপেন হবে।

এখন আপনি সার্চ রেজাল্টের আসা প্রথম ব্রাউজার অর্থাৎ, Metamask- Chrome web store অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে ‘add to Chrome’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

এখন আপনি Ok অপশনে ক্লিক করুন। তাহলে আবারোও লোড নিবে এবং আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাহলে আপনার সামনে remove from chrome লেখাটি চলে আসবে। অর্থাৎ, আপনার এক্সটেনশনটি এড হয়ে গিয়েছে। এখন কিছুটা সময় অপেক্ষা করলেও অটোমেটিক আপনার লোড নেবে এবং মেটামাস্কের এক্সটেনশন পেইজে নিয়ে যাবে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

আর এই পেইজটি যদি না আসে। তাহলে কিভাবে বুঝবেন? আপনার মেটামাস্কের এক্সটেনশনটি এড হয়েছে কিনা। অর্থাৎ, কিভাবে মেটামাস্কের এক্সটেনশন পেইজে আসবেন। তাহলে মেটামাস্কের এক্সটেনশন পেইজে আসার জন্য উপর থেকে মেটামাস্কের এক্সটেনশন লোগোতে ক্লিক করুন।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • Mises wallet
  • Coin98 wallet extension
  • Phantom
  • Ctrl wallet
  • Grass lite node
  • Nodepay extension
  • Throatslayer security and
  • Metamask

এখন আপনি Metamask অপশনে ক্লিক করে নিম্নের পেইজে আসতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করার জন্য আপনার মেটামাস্কের একাউন্টে লগইন করতে হবে। এখন আপনারা যদি মেটামাস্কের একাউন্টে না থাকে। তাহলে ইউটিউব টিউটোরিয়াল দেখে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। আর আপনার যদি আগে থেকে মেটামাস্কের অ্যাকাউন্ট তৈরি করা থাকে। তাহলে নিচের বক্সে টিক চিহ্ন দিয়ে ‘import an existing wallet’ লেখাটিতে ক্লিক করুন।

আরোও পড়ুন: সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করুন ২০২৫

তাহলে আপনাকে তাদের Terms and condition ইন্টারফেসে যাবে সেখানে We’ll use this data বক্সেটিক মার্কে দিয়ে I agree অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে Access your wallet ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ যেখানে আপনার wallet কে সংযুক্ত করতে হবে। ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

এখন আপনাকে এখানে আপনার ওয়ালেটের ১২ ওয়ার্ডের সিকিউরিটি কোড বসিয়ে লগইন করতে হবে। তাহলে ওয়ার্ডগুলো বসিয়ে confirm secret recovery phrase অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে আপনি নিয়ে যাবে সেখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

এখন একটি পাসওয়ার্ড বসিয়ে নিচে থেকে ট্রামস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে import my wallet অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে এবং আপনার ওয়ালেটটি রেডি হয়ে যাবে। তারপর পর্যায়ক্রমে Done এ ক্লিক করে Next, Next, Done করে দিন। তাহলে আপনার metamask wallet লগইন হয়ে যাবে।

প্রজেক্ট লিংক বা জয়েন লিংক জয়েন করা 

এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল প্রজেক্ট লিংক বা জয়েন লিংকে জয়েন হওয়া। লিংকে জয়েন হওয়ার জন্য এই লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়া হবে। ‌সেখান থেকে লিংকটি কপি করে Mises Browser গিয়ে সার্চ করুন। তাহলে কিছুক্ষণ লোড নেবে এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর connect wallet লেখা দেখতে পাবেন।

এখন connect wallet অপশনে ক্লিক করলে। আপনি ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং আপনার সামনে অনেকগুলো ওয়ালেট চলে আসবে। এখন আপনি যেহেতু Metamask wallet কানেক্ট করতে চাচ্ছেন তাই Metamask অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম

এখন আপনি নিচে থেকে ‘connect’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ইনভাইট কোড বসাতে হবে। অবশ্যই আপনাকে এখানে ইনভাইড কোডটি বসাতে হবে। তাহলে আপনি আমাদের দেওয়া ইনভাইট কোডটি mkArXSzv লিখুন এবং Continue লেখাটিতে ক্লিক করুন।

এখন আপনাকে পরবর্তী ধাপে কিছুটা অপেক্ষা করতে হবে। তাহলে ‘Start node’ লেখাটি চলে আসবে। এখন আপনি Start node অপশনটিতে ক্লিক করুন। তাহলে দেখবেন সেখানে প্রসেসিং দেখাবে। যখনি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তখন দেখবেন আপনার মেটামাস্ক ওয়ালেট অটোমেটিক একটি পেইজ ওপেন হবে।

টাকা ইনকাম

এখন আপনি নিচে থেকে Confirm অপশনে ক্লিক করে আবারোও Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Stop node লেখাটি চলে আসবে। তাহলে বুঝবেন আপনার মাইনিংটি চালু রয়েছে। এখন থেকে আপনি ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ, এখানে আপনি যত পয়েন্ট করতে পারবেন। আপনার ততবেশি ইনকাম হবে।

তাছাড়াও আপনি যদি মনে করেন। আপনার মাইনিংটা অফ করবেন। তাহলে Stop node অপশনে ক্লিক করে আপনার মাইনিংটা অফ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পয়েন্ট ইনকাম করতে হয়।

পয়েন্ট ইনকাম করার পদ্ধতি 

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম জন্য আপনাকে বেশি বেশি পয়েন্ট বানাতে হবে। আপনি যত বেশি পয়েন্ট করতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। বেশি বেশি পয়েন্ট বানানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে।

সেটি হলো: রাতে ঘুমানোর সময় মোবাইলের ডিসপ্লে টাইম ৩০ মিনিটের জন্য সেট করে দেবেন অথবা Never করে দিবেন। তাহলে আপনার মোবাইলে ডিসপ্লে অন থাকবে এবং আপনার ফোনের ডাটা বা ইন্টারনেট কেটে নেবে। যার ফলশ্রুতিতে আপনার পয়েন্ট গুলো বৃদ্ধি পেতে থাকবে। আপনি চাইলে রিসেন্ট ট্যাবে রেখেও অন্যান্য কাজ করতে পারবেন এতেও আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে।

পরবর্তীতে আপনার পয়েন্ট গুলো টোকেনে পরিবর্তন হবে এবং একটা সময় টোকেন গুলো মার্কেটে লিস্ট হবে। তখন আপনি চাইলে সেই টোকেন গুলো বিক্রি করে টাকা নিতে পারবেন। এছাড়া আপনি যদি এখান থেকে আরো বেশি ইনকাম করতে চান। তাহলে বেশি বেশি বন্ধুদের মাঝে রেফার করুন। এতে করেও আপনি ভালো ইনকাম করতে পারবেন। রেফার করার জন্য উপরের থ্রি মাইনাসে ক্লিক করলে রেফার কোড পেয়ে যাবেন সেটি বন্ধুর মাঝে শেয়ার করবেন।

তবে রেফার করতে না পারলেও সমস্যা নেই। আপনি প্রথম পদ্ধতি অর্থাৎ মোবাইলকে একটিভ রেখে বেশ ভালো পরিমান পয়েন্ট উপার্জন করতে পারবেন। ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম বা বেশি বেশি ইনকাম করার পদ্ধতি, পয়েন্টগুলো লিস্টিং ডেট ও কিভাবে সেগুলো বিক্রি করে টাকা নিবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন।

ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম পদ্ধতি ইউটিউবে দেখুন 

যদি আর্টিকেল পড়ে ফোনের ইন্টারনেট খরচ করে টাকা ইনকাম পদ্ধতিটি বুঝতে না পারেন। তাহলে সরাসরি ইউটিউব ভিডিও দেখুন।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading