Tax token নবায়ন করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে মোটরযান অথবা প্রাইভেট কারের Tax token নবায়ন করার জন্য আপনাকে আর বিআরটিএ দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে Tax token নবায়ন করতে পারবেন। আপনি যদি Tax token নবায়ন করতে চান।
তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে Tax token নবায়ন করবেন, Tax token নবায়ন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে অনলাইনে Tax token নবায়ন পেমেন্ট করবেন ইত্যাদি সম্পর্কে। তাই Tax token নবায়ন করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
অনলাইনে Tax token নবায়ন করুন
Tax token নবায়ন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা গুগল ক্রোমো ব্রাউজার এবং সার্চ অপশনে bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, BRTA Service Portal ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
Tax token নবায়ন করার জন্য সর্বপ্রথম আপনাকে বিআরটিএ সেবা বাতায়ন ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপর থেকে “নিবন্ধন” লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন।
তারপর নিচে মোবাইল নম্বর অপশন দেখতে পাবেন। সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত একটি মোবাইল নম্বর বসিয়ে দিন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে “অনুসন্ধান” লেখাটিতে ক্লিক করুন।
আরোও পড়ুন: BRTA BSP একাউন্ট খোলার নিয়ম ২০২৫
তারপর পরবর্তী অপশন থেকে বাকি স্টেপগুলো ফলো করে বিআরটিএ সেবা বাতায়ন ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। আর আপনার যদি আগে থেকে বিআরটিএ সেবা বাতায়ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা থাকে। তাহলে “প্রবেশ করুন” অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট লগইন করুন। এখন একাউন্টের হোম পেইজে প্রবেশ করলে সেখানে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
Tax token নবায়ন করার জন্য আপনার একাউন্টের প্রোফাইলটি ১০০% ভেরিফাই করতে হবে। অন্যথায়, আপনি এই সাইটে কাজ করতে পারবেন না। তাহলে আপনি আপনার একাউন্টের প্রোফাইল ১০০% ভেরিফাই সম্পন্ন করুন। এখন আপনি আপনার যে Tax tokenটি নবায়ন করতে চাচ্ছেন। এখানে সেই ট্যাক্স টোকেনের তথ্য সংযুক্ত করতে হবে।
মোটরযান তথ্য সংযুক্ত করুন
মোটরযানের তথ্য সংযুক্ত করার জন্য নিচে থেকে “মোটর যানের তথ্য” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে মোটরযান সংযুক্ত করুন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে মোটর যানের তথ্য সংযুক্ত করার জন্য এমন একটি ফরম ওপেন হবে।
এখন আপনি আপনার গাড়ির তথ্য অনুযায়ী সেখানে থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করুন। তাহলে প্রথমে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখুন (শেষ চার সংখ্যা)। তারপর আপনার গাড়ির উৎপাদনের বছর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর লিখুন। এখন সেখানে থাকা সকল অপশন গুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে “অনুসন্ধান” লেখাটিতে ক্লিক করুন।
তাহলে নিচে আপনার গাড়ির সকল ডিটেলস চলে আসবে। যেমন: গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মালিকের নাম, উৎপাদনের বছর এবং চ্যাসিস নাম্বার ইত্যাদি। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা সকল অপশন আবারোও চেক করুন। এখন সেখানে থাকা সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে “সংরক্ষণ করুন” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার গাড়ির তথ্যটি সংযুক্ত হয়ে যাবে।
এখন আপনি যদি একটু নিচে যান। তাহলে “মোটরযানের তথ্য” নামক একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি সেখানে ক্লিক করেন। তাহলে সেখানে আপনার ট্যাক্স টোকেনটি দেখতে পাবেন। অর্থাৎ, আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে কিনা বা এটি নবায়ন করার প্রয়োজন আছে কিনা ইত্যাদি।
এখন যদি দেখেন আপনার ট্যাক্স টোকেন এর মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে সেটিকে নবায়ন করতে হবে। তবে তার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার “ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট” পরিশোধ করা হয়েছে কিনা। যদি পরিশোধ করা হয়ে থাকে। তাহলে আপনি ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন। আর যদি পরিশোধ না করে থাকেন। তাহলে ট্যাক্স টোকেন এর সাথে আপনাকে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট ফি পরিশোধ করতে হবে।
আপনি যদি ইতিমধ্যে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট ফি পরিশোধ করে থাকেন। তাহলে আপনার ট্যাক্স টোকেন নবায়নের জন্য ২৩০০ টাকা প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি পরিশোধ না করেন। তাহলে আপনাকে ট্যাক্স টোকেন নবায়ন ফি এর সাথে আরোও ১১০০ টাকা যোগ করতে হবে। অর্থাৎ আপনাকে মোট ৩,৪০০ পরিশোধ করতে হবে।
ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট ফি পরিশোধ করার নিয়ম
ট্যাক্সি বোর্ড সার্টিফিকেট ফি পরিশোধ করার জন্য “ফি পরিশোধ করুন” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে Tax token নবায়ন জন্য কত টাকা পরিশোধ করতে হবে। সেটি দেখতে পাবেন। এখন “ফি জমা দিন” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন।
আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Mobile Number অপশনের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। তারপর স্ক্রোল করে নিচে নামলে সেখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন: Bkash, nagad, Visa Card এবং City Bank ইত্যাদি। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে Tax token নবায়ন ফি পরিশোধ করতে পারবেন।
উদাহরণ স্বরূপ, বিকাশের মাধ্যমে Tax token নবায়ন ফি পরিশোধ করার জন্য Bkash লেখাটিতে ক্লিক করুন। তারপর I agree with the payment অপশনে টিক চিহ্ন দিয়ে “নিশ্চিত” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি বিকাশ পেমেন্ট গেটওয়ে অপশনে নিয়ে আসবে। এখন আপনি যে বিকাশ নম্বর ব্যবহার করে Tax token নবায়ন ফি পরিশোধ করতে চাচ্ছেন। সেই বিকাশ নম্বরটি লিখে Confirm লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে আবারোও Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার Tax token নবায়ন ফি পরিশোধ হয়ে যাবে এবং আপনার সামনে আপনার পেমেন্ট রিসিটটি ওপেন হবে।
এখন “Here” লেখাটিতে ক্লিক করে আপনার পেমেন্ট রিসিটটি ডাউনলোড করুন। তারপর আবারোও ড্যাশবোর্ডে প্রবেশ করুন এবং নিচে থেকে আবারোও মোটরযানের তথ্য অপশনে প্রবেশ করুন। তাহলে সেখানে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি দেখতে পাবেন।
এখন আপনি ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি ডাউনলোড করুন। এখন আপনাকে Tax token নবায়ন জন্য ফি পরিশোধ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে Tax token নবায়ন ফি পরিশোধ করতে হয়।
Tax token নবায়ন ফি পরিশোধ
Tax token নবায়ন ফি পরিশোধ করার জন্য “নবায়ন করুন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে Tax token নবায়ন জন্য কত টাকা পরিশোধ করতে হবে সেটি দেখতে পাবেন। সাধারণত Tax token নবায়ন করতে আপনাকে 2300 টাকা পরিশোধ করতে হবে।
ট্যাক্স টোকেন নবায়ন ফি পরিশোধ করার জন্য “ফি জমা দিন” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে ট্যাক্স টোকেন নবায়নের ফি 2300 টাকা পরিশোধ করুন।
উদাহরণ স্বরূপ, আপনি বিকাশের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন করতে চাচ্ছেন। তাহলে Bkash পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। তারপর নিচে থেকে I agree with the payment…. অপশনে টিক চিহ্ন দিয়ে “নিশ্চিত” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ফরম ওপেন হবে।
এখন আপনাকে আপনার ট্যাক্স টোকেন ডেলিভারি করার তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এখন আপনার ট্যাক্স টোকেন ডকুমেন্ট রিসিভ করার জন্য আপনার ডেলিভারি ঠিকানা লিখে দিন। যেমন:
- Contact Name*
- Home
- Contact Number*
- Road Number
- Division*
- Block
- District* এবং
- Section ইত্যাদি
তাহলে আপনি যে ঠিকানায় আপনার ট্যাক্স টোকেনটি ডেলিভারি নিতে চাচ্ছেন। সেই ঠিকানা অনুযায়ী উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে করুন। অবশ্যই ফর্মটিতে “স্টার” দেওয়া অপশনগুলো পূরণ করতে হবে। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Submit লেখাটিতে ক্লিক করুন।
তারপর পরবর্তী অপশন থেকে I agree with the payment অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিন এবং “নিশ্চিত” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে বিকাশের পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখন আপনি যে বিকাশ নম্বর দিয়ে ট্যাক্স টোকেন নবায়ন ফি পরিশোধ করতে চাচ্ছেন। সেই বিকাশ নম্বরটি লিখে Confirm লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে দিন এবং Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার ট্যাক্স টোকেনের নবায়ন ফি পরিশোধ হয়ে যাবে এবং Your payment successfully… লেখা চলে আসবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Here লেখাটিতে ক্লিক করুন। তারপর প্রিন্ট রিসিট অপশনে ক্লিক করে আপনার ট্যাক্স টোকনের রিসিটটি ডাউনলোড করুন। এখন আবারোও ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর নিচে মোটরযানের তথ্য নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তাহলে সেখানে আপনার ট্যাক্স টোকেনের যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
মনে রাখবেন আপনার ট্যাক্স টোকেনটি এক্সপায়ার হওয়ার পর আপনি যদি দুই বছর গ্যাপ দেন। অর্থাৎ, দুই বছর পর্যন্ত রিনিউ না করেন। তাহলে আপনাকে ট্যাক্স টোকেনের জন্য বিগত দুই বছরের রিনিউ খরচ বাবদ দুইবার পেমেন্ট করতে হবে। একই ভাবে আপনি যদি চার বছর রিনিউ না করেন। তাহলে আপনাকে দুই বার রিনিউ করতে হবে এবং ছয় বছর রিনিউ না করলে আপনাকে তিনবার রিনিউ করতে হবে। অর্থাৎ, তিনবার পেমেন্ট করতে হবে।
সুতারাং, আপনি যদি ট্যাক্স টোকেন এক্সপায়ার হওয়ার পরেও রিনিউ না করে থাকেন। তাহলে আপনাকে কর্তৃপক্ষের রুলস অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করতে হবে। আর আপনি যদি এক বছরের মধ্যে আবারোও রিনিউ করেন। তাহলে আপনাকে আর কোন ধরনের পেমেন্ট করতে হবে না।
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে Tax token নবায়ন করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ!