বিকাশ app থেকে লোন নিন ১০ থেকে ২০ হাজার টাকা-২০২৪

বিকাশ app থেকে লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা বিকাশ app থেকে লোন নেওয়ার কথা ভাবছেন। কিন্তু কিভাবে বিকাশ app থেকে ১০ থেকে ২০ হাজারো টাকা পর্যন্ত লোন নিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানেন না। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো।কিভাবে আপনি বিকাশ app থেকে লোন নিবেন।

তাছাড়াও লোন নেওয়ার পরে আপনাকে কয়টি কিস্তি পরিশোধ করতে হবে, কিস্তি টাকার পরিমান কত হবে, কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

বিকাশ app থেকে লোন নেওয়ার নিয়ম

বিকাশ app থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ app একটি একাউন্ট তৈরি করতে হবে। এখন আপনার যদি বিকাশ একাউন্ট থেকে থাকে। তাহলে শুধুমাত্র বিকাশ অ্যাপ ইন্সটল করে আপনি লোন আবেদন করতে পারবেন। কিন্তু আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে। তাহলে প্রথমে ইউটিউবে ভিডিও দেখে একটি বিকাশ একাউন্ট তৈরি করে নিন।

অনলাইন লোন নিন ৫ লাখ টাকা | যেভাবে Online loan নিবেন

 

তাহলে আপনি বিকাশ app থেকে লোন নিতে পারবেন। এখন বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য বিকাশ অ্যাপে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

বিকাশ app থেকে লোন

এখন আপনি ‘লোন’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার বিকাশ app থেকে কত টাকা লোন দিবে সেটি দেখতে পাবেন।

যেভাবে বিকাশ app থেকে লোন নেবেন

এখন বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য নিচে থেকে ‘লোন নিন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে কত টাকা আপনাকে লোন দেওয়া হবে সেটি দেখতে পাবেন এবং তার নিচে লোন পরিশোধের সময়সীমা দেখতে পাবেন। এখন আপনি ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

বিকাশ app থেকে লোন

এখন উপরে লক্ষ্য করলে ‘লোন দিচ্ছে City Bank’ অপশন দেখতে পাবেন। সাধারণত বিকাশ app থেকে লোন দিচ্ছে City Bank। তাছাড়াও নিচে আপনাকে বিকাশ app থেকে কত টাকা লোন দিবে সেই সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। যেমন:

  • লোন নিয়েছেন
  • ব্যাংকের প্রসেসিং ফি এবং
  • প্রাপ্ত অ্যামাউন্ট

এখানে আপনাকে বিকাশ app থেকে কত টাকা লোন দিবে এবং কত টাকা ইন্টারেস্ট দিতে হবে সেটি দেখতে পাবেন। তাছাড়াও আপনাকে বিকাশ app থেকে লোন নেওয়ার পরে কত তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে এবং আপনাকে কত টাকা কিস্তি দিতে হবে সেটিও দেখতে পাবেন।

বিকাশ app থেকে কিস্তি পরিশোধ করার নিয়ম

বিকাশ app থেকে লোন নেওয়ার পরে আপনি বিকাশের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন। তবে কিস্তি পরিশোধ করার জন্য আপনাকে আলাদা কোন প্রসেস অবলম্বন করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ অটোমেটিক্যালি তাদের লোনকৃত অর্থ কেটে নেবে।

তবে আপনি যদি নির্দিষ্ট তারিখের আগেই লোন পরিশোধ করতে চান। তাহলে আপনি সেটিও করতে পারবেন। মনে রাখবেন আপনি যত দ্রুত লোনের টাকা পরিশোধ করবেন তত কম আপনার ইন্টারেস্ট বা সুদ আসবে।

আরোও পড়ুন: সহজ কিস্তিতে AB ব্যাংক লোন নিন

তাছাড়াও মনে রাখবেন আপনার যদি কোন কিস্তি মিস হয়ে যায়। তাহলে তার পরের মাসে কিস্তির সময় আপনার ইন্টারেস্ট 2% হারে বৃদ্ধি পাবে। এখন আপনি যদি তাদের সকল শর্ত মেনে নিয়ে লোন নিতে চান। তাহলে নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী দাপি নিয়ে যাবে এবং আপনি সেখান থেকে লোন নিতে পারবেন।

বিকাশ app থেকে লোন FAQ

  • প্রশ্ন: বিকাশ অ্যাপ ছাড়া কি লোন নেওয়া যাবে?
  • উত্তর: না। বিকাশ অ্যাপ ছাড়া লোন নেওয়া যাবে না।
  • প্রশ্ন: সবাইকেই বিকাশ থেকে লোন নিতে পারবে?
  • উত্তর: না। এটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা লোন পাবেন তারা বিকাশ অ্যাপ থেকে ‘লোন’ সেকশনে প্রবেশ করে দেখতে পারবেন। আপনার একাউন্টের এগেনস্টে লোন নেওয়া যাবে কিনা।
  • প্রশ্ন: কিসের উপর ভিত্তি করে বিকাশ লোন দিয়ে থাকে?
  • উত্তর: আপনার লেনদেনের উপর ভিত্তি করে বিকাশ লোন দিয়ে থাকে।
  • প্রশ্ন: ১০ হাজার টাকার বেশি লোন নেওয়া যাবে কিনা?
  • উত্তর: আপনার লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে লোন প্রদান করা হবে। কারো কারো ক্ষেত্রে লেনদেনের উপরে ভিত্তি করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।
  • প্রশ্ন: বিকাশ লোন ইন্টারেস্ট কত?
  • উত্তর: বাংলাদেশ ব্যাংকের নিদর্শন অনুযায়ী লোনকৃত অর্থের উপর ভিত্তি করে বাৎসরিক ৯% হারে ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।
  • প্রশ্ন: কত টাকা লেনদেন করলে বিকাশ লোন দেয়?
  • উত্তর: বিকাশ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে যাদের একাউন্টের বিপরীতে লোন প্রদান করা হবে। তারা বিকাশ অ্যাপ থেকে এটি চেক করতে পারবেন।

আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে বিকাশ app থেকে লোন নিবেন। এরকম আরো অনলাইন ইনকাম, লোন, বীমা‌ ও ইন্সুরেন্স বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading