অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করুন অনলাইনে ২০২৫

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তারা চাইলেই অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কিভাবে ডাগ যোগাযোগের মাধ্যম অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিবেন ইত্যাদি সম্পর্কে। তাই অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার সহজ উপায়

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি বিআরটিএ সেবা ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য উপর থেকে “নিবন্ধন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার যদি আগে থেকে বিআরটিএ সেবা ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা না থাকে। তাহলে আপনার এন আইডি কার্ডের নম্বর, জন্ম নিবন্ধন এবং আপনার এন আইডি কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন সিম কার্ড ব্যবহার করে বিআরটিএ সেবা ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন।

আরোও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার নিয়ম ২০২৫

আর আপনার যদি আগে থেকে বিআরটিএ সেবা ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে “প্রবেশ করুন” অপশনে ক্লিক করে আপনার একাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে “লগইন” করুন। এখন একাউন্টের হোম পেইজে প্রবেশ করলে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার যদি নতুন একাউন্ট হয়ে থাকে। তাহলে উপর থেকে “প্রোফাইল আইকনে” ক্লিক করুন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

তাহলে আপনাকে আপনার একাউন্টের প্রোফাইলে নিয়ে যাবে এবং সেখানে গোল রিলোড আইকন দেখতে পাবেন। যেটির মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে বিআরটিএ সেবা একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন।

তারপর নিচে থেকে “প্রোফাইল হালনাগাদ” অপশনটিতে ক্লিক করে আপনার একাউন্টের প্রোফাইলটি হালনাগাদ করুন। তারপর আবারোও ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এখন বাম পাশে লক্ষ্য করলে বেশ কয়েকটি অপশন পাবেন। যেমন:

  • হোম
  • ড্রাইভিং লাইসেন্স
  • মোটরযান সংক্রান্ত
  • রাইট শেয়ারিং
  • এপয়েন্টমেন্ট
  • বিভিন্ন সেবার ফি এবং
  • ফি পরিষদের বিবরণ ইত্যাদি

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য “ড্রাইভিং লাইসেন্স” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে আপনি নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন থাকবে। এখন আপনি সেখান থেকে “ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন (অপেশাদার থেকে পেশাদার)” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য এখানে আপনার “ড্রাইভিং লাইসেন্সের রেফার নম্বরটি” বসাতে হবে। তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের পেছন সাইট থেকে ড্রাইভিং লাইসেন্স নম্বরটি এখানে বসিয়ে দিন এবং “অনুসন্ধান” লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবি, পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্সের নম্বর এবং রেফারেল নম্বর চলে আসবে।

এখন নিচে আপনি “অতিরিক্ত আবেদনের ধরন” অপশন দেখতে পাবেন। এখন আপনি চাইলে একই সাথে আপনার যদি অন্য কোন গাড়ি থাকে। তাহলে সেই গাড়ির জন্য আবেদন করতে পারবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “সেকশন বি” নামে একটি অপশন দেখতে পাবেন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে “সেকশন বি” অপশনে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন:

  • জাতীয় পরিচয় পত্র
  • বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি
  • মোট মেডিকেল সার্টিফিকেট এবং
  • শিক্ষাগত যোগ্যতা সনদ

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। তাহলে প্রত্যেকটি ডকুমেন্টের পাশে থেকে “Choose File” অপশনে ক্লিক করে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করুন। এখন সকল ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা হয়ে গেলে স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “লাইসেন্সের ধরন এবং শ্রেণীর তথ্য” অপশন দেখতে পাবেন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনি “লাইসেন্সের ধরন এবং শ্রেণীর তথ্য” অপশনে দেখতে পাবেন আপনি কি ডকুমেন্ট পরিবর্তন করতে চাচ্ছেন। এখন নিচে “জরুরী যোগাযোগের বিবরণ” অপশন দেখতে পাবেন। এখানে জরুরি ভিত্তিতে বিআরটিএ সেবা বাতায়ন কার সাথে যোগাযোগ করবে। সেই ব্যক্তি তথ্য অনুযায়ী উল্লেখিত অপশন গুলো পূরণ করতে হবে। যেমন:

  • নাম
  • সম্পর্ক
  • যোগাযোগের নম্বর এবং
  • ইমেইল এড্রেস

তাহলে জরুরি ভিত্তিতে বিআরটিএ সেবা বাতায়ন কার সাথে যোগাযোগ করবে সেই ব্যক্তির নাম এবং সম্পর্ক সিলেক্ট করুন। তারপর সেই ব্যক্তির যোগাযোগের নম্বর এবং ইমেইল এড্রেস লিখুন। তারপর নিচে “স্মার্ট কার্ড প্রাপ্তি এর ঠিকানা (ডাকযোগ)” নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা অপশনগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:

  • ঠিকানার ধরন (ইংরেজিতে)
  • মোবাইল নম্বর (ইংরেজিতে)
  • গ্রাম/বাড়ি (ইংরেজিতে)
  • রোড/ব্লক/সেক্টর/পাড়া/মহল্লা (ইংরেজিতে)
  • বিভাগ (ইংরেজিতে)
  • জেলা (ইংরেজিতে)
  • থানা (ইংরেজিতে) এবং
  • পোস্ট কোড (ইংরেজিতে)

তাহলে প্রথমেই আপনার ঠিকানা, মোবাইল নম্বর, গ্রাম এবং রোড সিলেক্ট করুন। তারপর নিচে থেকে আপনার বিভাগ, জেলা, থানা এবং পোস্ট কোড সিলেক্ট করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে “সংরক্ষণ করুন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে driving licence type….. successfully! লেখা চলে আসবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে “অনলাইন ফি জমা” নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা দিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফিপরিশোধ করতে হয়।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি পরিশোধ

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি পরিশোধ করার জন্য নিচে থেকে “অনলাইন ফি পরিশোধ” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে লানার বা শিক্ষন অফিস লাইসেন্সের জন্য অনলাইন ফিপরিশোধ করতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: স্ক্রোল করে নিচে নামুন। তাহলে issue of learnee licence (LIGHT) অপশন দেখতে পাবেন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনি issue of learnee licence (LIGHT) অপশনে দেখতে পাবেন। আপনাকে কত টাকা ফিপরিশোধ করে লানার লাইসেন্স নিতে হবে। তাহলে লানার লাইসেন্সটি নেওয়ার জন্য “ফি জমা দিন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে।

আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড 2025

এখন সেখানে আপনার মোবাইল নম্বর দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: মোবাইল নম্বর অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিন। তারপর নিচে আপনি অনলাইন পেমেন্ট করার জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন: বিকাশ, রকেট, নগদ, উপায় এবং ডিবিবিএল নেক্সাস কার্ড ইত্যাদি।

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথর সিলেক্ট করুন। তারপর নিচে থেকে I agree অপশনে টিক চিহ্ন দিয়ে “নিশ্চিত” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে বিকাশ পেমেন্ট গেটওয়ে ওপেন হবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনি যে বিকাশ নম্বর ব্যবহার করে লানার ফি পরিশোধ করতে চাচ্ছেন। এখানে সেই বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে “Confirm” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন।

তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে আবারোও “Confirm” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার লানার ফি পরিশোধ সম্পন্ন হবে এবং আপনার লানারটি চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: “print liner” অপশনে ক্লিক করে আপনার লানার লাইসেন্সটি ডাউনলোড করে নিতে হবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনার লানার লাইসেন্সটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন। তাহলে সেখানে আপনার লানার লাইসেন্সের টেস্টের নাম দেখতে পাবেন। সাধারণত আপনি যখন প্রথমবার লানার লাইসেন্স করেছিলেন। তখন এখানে বায়োমেট্রিক্স, রিটেন, ওরাল এবং প্র্যাকটিক্যাল লেখা ছিল। অর্থাৎ, আপনাকে লানার লাইসেন্স তৈরি করার জন্য চারটি টেস্ট দিতে হতো।

তবে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে এত ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র আপনাকে লানার লাইসেন্সের জন্য দুটি টেস্ট দিতে হবে। যেমন:

  1. বায়োমেট্রিক্স এবং
  2. রিটেন

এখানে আপনাকে কোন প্রকারের প্রাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র উল্লেখিত তারিখে গিয়ে আপনার বায়োমেট্রিক্স এবং রিটেন পরীক্ষা দিয়ে আসতে হবে। তাহলে আপনার কাজ শেষ। এখন আপনার লানার লাইসেন্সটি হাতে পাওয়ার পরে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার লানার লাইসেন্সের পরীক্ষার তারিখের কয়েকদিন পরেই আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা চলে আসবে।

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার আগেই বিআরটিএ সেবা পোর্টাল ওয়েবসাইট থেকে “ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ডোপ টেস্টের জন্য পত্র অপশন দেখতে পাবেন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: ডোপ টেস্টের জন্য পত্র অপশনটিতে ক্লিক করে ডোপ টেস্টের পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এখন সেখানে আপনি কয়েকটি হাসপাতালের নাম দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: সেখানে থাকা হাসপাতালগুলোতে গিয়ে এই ফর্মটি দেখালে তারা আপনার ডোপ টেস্ট করে দিবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার লানার কার্ডটি নিয়ে নির্ধারিত তারিখে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক এবং রিটেন টেস্ট দিয়ে আসতে হবে। এখন আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর আবারোও বিআরটিএ সেবা ওয়েবসাইটে লগইন করুন। তারপর “ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে “বিস্তারিত” লেখার নিচে “কৃতকার্য” লেখা চলে আসবে।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: “দেখুন ও পরবর্তী ধাপ” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফ্রম ওপেন হবে। এখন সেখানে আপনার ছবি এবং ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য দেখতে পাবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “ পূর্ববর্তী সংযুক্তি” নামে একটি অপশন দেখতে।

সেখানে আপনার পূর্ববর্তী সংযুক্তি ডকুমেন্ট গুলো দেখতে পারবেন। এখানে আপনাকে কিছু এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন “সংযুক্তি” অপশনের নিচে আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি দেখতে পাবেন। যেমন:

  • ডোপ টেস্ট রিপোর্ট ফাইল এবং
  • অতিরিক্ত সংযুক্তি

তাহলে “ডোপ টেস্ট রিপোর্ট ফাইল” অপশনের পাশে থেকে Choose File অপশনে ক্লিক করে আপনার ডোপ টেস্ট রিপোর্ট ফাইলটি আপলোড করুন। তারপর নিচে থেকে “ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা” অপশনটিতে ক্লিক করুন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ড্রাইভিং লাইসেন্সের কার্ড ফি জন্য কত টাকা জমা করতে হবে। সম্ভবত, ৫ বছরের অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে 2832 টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনি নিচে থেকে “ফি জমা দিন” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ফি জমা দেওয়ার পেমেন্ট গেটওয়ে চলে আসবে।

https://bongovasha.com/free-taka-income-bkash-payment-bd/

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করুন। এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ এবং ড্রাইভিং লাইসেন্সের পরিক্ষায় পাশ করলে সেখানে টিক চিহ্ন দেখতে পাবেন।

অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স

যখনি আপনি ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করবেন। তার কয়েকদিনের ভিতরেই আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ই-পেপার জেনারেট হয়ে যাবে। অর্থাৎ, আপনার ড্রাইভিং লাইসেন্সটি ই-জেনারেট হয়ে যাবে। এখন আপনি সেই ই-জেনারেট ড্রাইভিং লাইসেন্সটি বিআরটিএ সেবা ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারবেন। ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং জন্য চলে যাবে এবং আপনার ঠিকানায় ডাকযোগের মাধ্যমে চলে আসবে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হয়, কিভাবে লানার লাইসেন্স করতে হয় এবং কিভাবে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি পরিশোধ করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading