Bkash দিয়ে netflix subscription কেনার উপায় ২০২৫ | netflix subscription bd

Bkash দিয়ে netflix subscription কেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা Netflix, Amazon prime,Ullu,Kooku এবং Chorki সহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নিয়মিত ক্রয় করে থাকেন। তাদের জন্য আজকের পোস্টটি।

আজকের পোস্টে আমরা আপনাদের সাথে এমন একটি বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল প্রকারের ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন ক্রয় করতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

Bkash দিয়ে netflix subscription

Bkash দিয়ে netflix subscription কেনার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগটি চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে Nipunbhai.com লিখে সার্চ করুন।‌ তাহলে আপনাকে সরাসরি Nippun Bhai ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Bkash দিয়ে netflix subscription

মূলত, Nippun Bhai ওয়েবসাইটের সাহায্যে আপনাকে Bkash দিয়ে netflix subscription কিনতে হবে। Nippun Bhai ওয়েবসাইটে আসার পর আপনি সেখানে অনেকগুলো ওটিটি প্লাটফর্মের নাম দেখতে পাবেন। যেমন:

  • Netflix
  • আমাজন প্রাইম
  • উল্লু
  • হৈচৈ
  • আল্ট বালাজি
  • কুকু এবং
  • ভিপিএন ইত্যাদি

এখন আপনি যে ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন। সেটির উপর ক্লিক করুন। উদাহরণ স্বরূপ, আপনি Netflix ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন। তাহলে Netflix ওটিটি প্লাটফর্ম অপশনের উপরে ক্লিক করুন।‌

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাবেন। যেমন: Netflix এক স্ক্রীন সাত থেকে 10 দিন । যার প্রাইজ 150 টাকা।

তাছাড়াও এখানে আপনি Netflix বিভিন্ন সাবস্ক্রিপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী Netflix ওটিটি ক্রয় করতে পারবেন। একই পদ্ধতিতে আপনি আমাজন প্রাইম, উল্লু কিংবা হৈচৈ প্যাকেজ ক্রয় করতে পারবেন।

Bkash দিয়ে netflix subscription কেনার নিয়ম

Bkash দিয়ে netflix subscription কেনার জন্য Netflix সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Netflix বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশনের প্যাকেজ দেখতে পাবেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি Netflix সাবস্ক্রিপশন প্যাকেজের উপরে ক্লিক করুন।

আরোও পড়ুন: অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট।

উদাহরণ স্বরূপ, আপনি 1টি ডিভাইসের জন্য 1 মাসের Netflix সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী Netflix সাবস্ক্রিপশন প্যাকেজ অপশনে ক্লিক করুন। তারপর নিচে থেকে Add to Cart অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Bkash দিয়ে netflix subscription

এখন আপনি একটু স্ক্রোল করে নিচে নামলে Proceed to Checkout নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Proceed to Checkout অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফরম ওপেন হবে। এখন আপনি ফর্মে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Fast Name
  • Mobile Number এবং
  • Email Address

তাহলে আপনার নামটি লিখুন। তারপর আপনার একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস বসিয়ে দিন।‌ তারপর নিচে Create an account নামে একটি অপশন দেখতে পাবেন।‌ এখন একাউন্ট ক্রিয়েট করার জন্য Create an account অপশনে টিক চিহ্ন দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিন।

তারপর আবারোও স্ক্রোল করে নিচে নামলে Proceed to Checkout অপশন দেখতে পাবেন। এখন আপনি Proceed to Checkout অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পেমেন্ট মেথড দেখতে পাবেন।

Bkash দিয়ে netflix subscription

এখন আপনি লক্ষ্য করলে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ
  • রকেট
  • নগদ এবং
  • উপায়

এখন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, Bkash দিয়ে netflix subscription পেমেন্ট করার জন্য বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Bkash দিয়ে netflix subscription

এখন উপরে উল্লেখিত পিকচারে লক্ষ্য করলে সেখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এখন ইনফরমেশন গুলো আপনি ভালোভাবে পড়ুন। এখন আপনি প্রথমেই দেখতে পাবেন সেখানে বলা হয়েছে। একটি নম্বরে আপনাকে টাকা সেন্ড মানি করতে হবে। অর্থাৎ, তাদের দেওয়া নম্বরে আপনাকে সাবস্ক্রিপশন টাকা সেন্ড মানি করতে হবে।

সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম অ্যাপ- ২০২৪

এখন সেন্ড মানি করা হয়ে গেলে আপনার নম্বরে একটি ট্রানজেকশন নম্বর যাবে। এখন সেই ট্রানজেকশন নম্বরটি বসিয়ে নিচে থেকে Verify লেখাটিতে ক্লিক করুন। তাহলে Payment Complete লেখা চলে আসবে।

এখানে আপনি যদি ভুল নম্বরে টাকা পাঠান কিংবা ভুল ট্রানজেকশন দেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে না। সেজন্য অবশ্যই আপনাকে সঠিক নম্বরে টাকা সেন্ড মানি করতে হবে এবং সঠিক ট্রানজেকশন নম্বরটি বসাতে হবে।

এখন তাদের নম্বরে টাকা পাঠানো হয়ে গেলে দেখতে পাবেন। আপনার অডারটি কম্পিলিট হয়ে গেছে। এখন অর্ডার কম্পিলিট হওয়ার পর থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তবে এতটা সময় নেয় না তার আগেই তারা আপনার অর্ডারটি এপ্রুভ করে দিবে।

যখনি আপনার অর্ডারটি এপ্রুভ হয়ে যাবে। তখন আপনার ইমেইল নেটিফিকেশন চলে আসবে অথবা আপনি সরাসরি আপনার একাউন্ট থেকে চেক করতে পারবেন। Bkash দিয়ে netflix subscription কেনার পর। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একাউন্ট থেকে অথবা ইমেইল থেকে ডিটেলস চেক করতে হয়।

Nippu Bhai একাউন্ট অথবা ইমেইল থেকে ডিটেলস চেক করার নিয়ম

যখনই আপনার অর্ডারটি এপ্রুভ হয়ে যাবে। তখন আপনি আপনার ইমেইল অথবা সরাসরি একাউন্ট থেকে খুব সহজেই চেক করতে পারবেন। একাউন্ট থেকে চেক করার জন্য আপনার Nippun Bhai একাউন্টে লগইন করুন। এখন একাউন্ট প্রবেশ করার পরে উপরে লক্ষ্য করলে থ্রি মাইনাস অপশন দেখতে পাবেন। এখন আপনি থ্রি মাইনাস অপশনে ক্লিক করুন।

Bkash দিয়ে netflix subscription

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন শো করবে। যেমন:

  • হোম
  • সকল পন্য
  • চেক আউট
  • কার্ট
  • আমার একাউন্ট এবং
  • অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড

এখন আপনি একাউন্টে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার অর্ডার স্ট্যাটাস দেখতে পাবেন। তাছাড়াও আপনি চাইলেই আপনার ইমেইল থেকে খুব সহজে আপনার অর্ডার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। ইমেইল থেকে অর্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনার ইমেইলে প্রবেশ করুন।

সাধারণত, অনেক সময় ইমেইলে আপনার যে প্রাইমারি ইনবক্স রয়েছে সেখানে মেইলগুলো শো করে না। ‌সেগুলো চলে যায় spam এর ভিতরে। এখন জিমেইলে প্রবেশ করার পর আপনি থ্রি ডট অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে অনেকগুলো অপশন শো করবে। এখন আপনি ক্রোল করে নিচে নামলে spam নামে একটি অপশন দেখতে পাবেন।

তাহলে আপনি spam অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে আপনার অর্ডার স্ট্যাটাসটি দেখতে পাবেন এবং সেখানে আপনি অর্ডারটি কতদিন ব্যবহার করতে পারবেন সেটিও দেখতে পাবেন। তাছাড়াও সেখানে একটি ইমেইল এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। এখন সেই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি খুব সহজেই netflix একাউন্টে লগইন করতে পারবেন।

এই পদ্ধতিতেই আপনি খুব সহজেই আপনার একাউন্ট অথবা ইমেইলের মাধ্যমে অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন netflix একাউন্টে লগইন করার জন্য netflix ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Bkash দিয়ে netflix subscription

এখন Sign In অপশনে আপনার ইমেইলে যে Email এবং Password এসেছে। এখানে সেই ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপর নিচে থেকে ‘Sign in’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার একাউন্টি লগইন হয়ে যাবে এবং সেখানে একটি প্রোফাইল দেখতে পাবেন।এখন আপনি প্রোফাইল অপশনে ক্লিক করে netflix একাউন্ট উপভোগ করতে পারবেন। তারপর থেকে আপনি যেকোন কনটেন্ট প্লে করে দেখতে পারবেন।

সতর্কতা: সাধারণত, আপনি netflix একটি অ্যাকাউন্ট তৈরি করলেন। কিন্তু কয়েকদিন পরেই আপনার অ্যাকাউন্টের সমস্যা দেখা দিয়েছে। এখন অ্যাকাউন্টে সমস্যা দেখা দিলে আপনি কিভাবে সমস্যাটির সমাধান করবেন। এখন আপনি netflix অ্যাকাউন্টটা লগইন করলে নিচে একটি whatsapp আইকন দেখতে পাবেন।

Bkash দিয়ে netflix subscription

এখন আপনি whatsapp আইকনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে এবং চ্যাটিং এর অপশন চলে আসবে। এখন আপনি চ্যাটিংয়ের মাধ্যমে সরাসরি আপনার সমস্যাটি Nippun Bhai এডমিনের সাথে বলতে পারবেন এবং সমাধান করতে পারবেন।

তবে netflix একাউন্ট নেওয়ার পরে এখানে কয়েকটি ইন্সট্রাকশন দেওয়া থাকে। যেমন: আপনি এক একাউন্ট দুই ডিভাইসে লগইন করতে পারবেন না এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন না ইত্যাদি ইন্সট্রাকশন দেওয়া থাকে। এখানে আপনি তাদের দেওয়া ইন্সট্রাকশন গুলো মেনে কাজ করবেন।‌ তাছাড়াও আপনি চাইলে সাবস্ক্রিপশন অর্ডার করার আগে সরাসরি whatsapp এর মাধ্যমে এডমিনের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Bkash দিয়ে netflix subscription কিনতে হয় এবং কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় ইত্যাদি সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice