Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানোর উপায় জানতে সম্পূর্ণ পোস্টি পড়ার অনুরোধ রইল। আজকের যুগ আধুনিক প্রযুক্তির যুগ। প্রযুক্তি বিকাশের ফলে আজ পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। দিনে দিনে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিকাশ ঘটছে। বিভিন্ন ধরনের নতুন নতুন সফটওয়্যার/অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে যা দিয়ে গান, ভিডিও ডাউনলোড, ভিডিও বানানো ও ছবি এডিট ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তেমনি একটি সফটওয়্যার হলো: Chatgpt
Chatgpt Ai সফটওয়্যার দিয়ে খুব সহজেই হিন্দি গানকে বাংলায় রুপান্তর করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার পছন্দের Singer/ফেমাস ব্যক্তির গান, ভয়েস যেকোন ভাষায় পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানো যায়।
Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানোর উপায়
Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানোর জন্য প্রথমে যেটি করতে হবে। তাহলো গানের লিরিক্স বা কথা তৈরি করা। আপনি এটা নিজে থেকে তৈরি করতে পারেন। আবার চাইলে Ai এর সাহায্যেও গানের কথা বা লিরিক্স তৈরি করতে পারেন। গানের লিরিক্স তৈরি হওয়ার পর সেটাকে আমরা ভয়েস ও মিউজিক এড করবো। এতে করে গানটি শুনতে একেবারে অর্জিনাল মনে হবে। কেউ বুঝতে পারবে না গানটি আপনি Ai দিয়ে তৈরি করেছেন। আপনি চাইলে এই ধরনের গান আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজে ছেড়ে অর্থ উপার্জন তৈরি করতে পারবেন।
Ai অ্যাপ দিয়ে বাংলা গানের লিরিক্স বা কথা তৈরি করার উপায়
Ai অ্যাপ দিয়ে গানের লিরিক্স বা কথা তৈরি করতে প্রথমে আপনার ফোনের ডাটা সংযোগটি চালু করুন। তারপর Google play store অ্যাপে গিয়ে সার্চ বারে Chatgpt লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি Install করে নিন।
অ্যাপটি সস্পূর্ণভাবে install হওয়ার পরে সেটি ওপেন করে sign up করে নিন। আপনি চাইলে আপনার GmAil account দিয়ে ও Sign up করতে পারবেন। আর যদি ইতি পূর্বে Chatgpt তে আপনার একাউন্ট থাকে তাহলে লগইন করে নিন। Sign up করার পরে ভিতরে প্রবেশ করলে Message typing একটি অপশন দেখতে পাবেন। সেটির উপরে ক্লিক করে Ai কে বাংলা কত শব্দের গান লিখতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করুন।
আরোও পড়ুন: জনপ্রিয় ১০টি Ai টুলস। যেগুলো দিয়ে অসাধারণ সব কাজ করতে পারবেন।
যেমন: “বাংলা ভাষায় ৫০০ শব্দের গান লিখে দিন” এটি লিখে Send করার সাথে সাথে Chatgpt Ai কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জন্য ৫০০ শব্দের একটি বাংলা ভাষায় গান তৈরি করে দিবে। এখন গানটি কপি করে কোথাও নোট করে রাখুন।
Ai ওয়েবসাইট দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গানের লিরিক্স তৈরি করুন
অ্যাপ থেকে গানের লিরিক্স তৈরি করা যদি আপনার কাছে বোরিং মনে হয়। তাহলে আপনি Chatgpt Ai ওয়েবসাইট দিয়েও খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গানের লিরিক্স তৈরি করতে পারবেন। Chatgpt ওয়েবসাইট থেকে গানের lyrics তৈরির জন্য। প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর যেকোন ব্রাউজারের সার্চবারে ‘Chatgpt’ লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর অ্যাপের ন্যায়ে ওয়েবসাইটে Sign up বা Login করে নিন। লগইন কমপ্লিট হলে আপনি পূর্বের ন্যায় একটি text typing box পাবেন। সেখানে ‘আমার জন্য ৫০০ শব্দের একটি বাংলা গান লিখুন’ টেক্সটি লিখে Send করুন। Chatgpt কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় গানের লিরিক্স/কথা তৈরি করে দিবে।
Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানোর উপায়
এখন Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান বানানোর জন্য ফোনের ডাটা সংযোগ চালু রেখে Google অথবা Chrome ব্রাউজার গিয়ে সার্চ বারে app.suno.Ai লিখে সার্চ করুন। তাহলে আপনি একটি Ai ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
এখন নিচে থেকে Sign up এ ক্লিক করে আপনার জিমেইল দিয়ে sign up/রেজিস্ট্রেশন করে নিন। সাইন আপ/রেজিস্ট্রেশন করার পর ভিতরে প্রবেশ করুন। এখন নিচে থেকে Create অপশন ক্লিক করুন।
তাহলে আপনার সামনে একটি Lyrics typing বক্স ওপেন হয়ে যাবে। সেখানে কপি করে রাখা বাংলা গানের লিরিক্সটি পেস্ট করে দিন এবং নিচে style of music অপশনে ক্লিক করে মিউজিকের ধরন type করুন। যেমন: Bangla song pop তারপর নিচে থেকে Generate বাটনে ক্লিক করুন। এখন গানটি তৈরি হওয়ার জন্য কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে।
গানটি তৈরি করা হয়ে গেলে আপনি play বাটনে ক্লিক করে গানটি শুনতে পারবেন। তাঁরপর গানটি ডাউনলোড করতে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করলে ভিডিও এবং অডিও নামে দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দের ভিডিও/অডিও সিলেক্ট করে গানটি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে Ai দিয়ে খুব সহজে সম্পূর্ণ বাংলা ভাষায় গান তৈরি করতে পারবেন।
আশা করি আজকের পোস্টি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরোও প্রযুক্তি ও Ai রিলেটেড অনেক গুলো অসাধারণ পোস্ট রেয়েছে আমাদের ওয়েবসাইটে চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন Bongovasha (বঙ্গভাষা) ওয়েবপেইজে। অথবা আমাদের Subscribe করুন। তাহলে আমাদের ওয়েবসাইটে ছাড়া নতুন নতুন পোস্ট গুলোর নটিপিকেশন পৌঁছে যাবে আপনার নিকট। ধন্যবাদ!
I do believe all the ideas youve presented for your post They are really convincing and will certainly work Nonetheless the posts are too short for novices May just you please lengthen them a little from subsequent time Thanks for the post
ঈদ মোবারক
মনে নাই সান্তি তাই দিবানিশি কান্দি এতো ভালোবেশে তবু পেলাম নারে দাম