অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনে দারাজের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দারাজ। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ দারাজ ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে থাকে। এখন আপনি চাইলে দারাজ থেকে ইনকাম করতে পারবেন। তবে দারাজ থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। তাহলে আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ
অনলাইন ইনকাম উপায় গুলোর মধ্যে সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা। সাধারণত, অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে সেখানে কোনো একটি প্রডাক্ট দেখলেন এবং প্রডাক্টটির রেটিং দেখলেন। যদি প্রোডাক্টের রিটিং ভালো থাকে। অর্থাৎ, কোম্পানি ভাল প্রোডাক্ট সেল করে থাকে এবং প্রোডাক্টের রেটিংও ভালো থাকে। তাহলে ওই প্রোডাক্টের লিংক নিয়ে আপনি কাস্টমারের কাছে শেয়ার করতে পারবেন।
অথবা আপনার যদি কোনো গ্ৰুপ থাকে। তাহলে সেই গ্রুপে প্রোডাক্ট এর ছবিসহ এবং লিংক আপলোড করতে পারবেন। এখন আপনার লিংক থেকে যদি কোন ব্যক্তি প্রোডাক্টটি ক্রয় করে। তাহলে আপনি প্রোডাক্টটি সেল করার জন্য 10% কমিশন পাবেন। অর্থাৎ, আপনার সেল করা প্রোডাক্ট এর প্রাইস যদি 100 টাকা হয়। তাহলে আপনি সেখান থেকে 10 টাকা কমিশন পাবেন।
তাছাড়াও, আপনার দেওয়া লিংকে ক্লিক করে যতজন প্রোডাক্টটি ক্রয় করবে। আপনি সেখান থেকে প্রত্যেকটি অর্ডারের জন্য 10% করে অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়, কিভাবে প্রোডাক্ট এর লিংক শেয়ার করতে হয় এবং কিভাবে আপনি আপনার ইনকাম করা টাকা কালেক্ট করবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে Daraz লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা Daraz অ্যাপসটি ইন্সটল করুন।
এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পর অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তাহলে আপনি Account লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে Login এবং Sign up লেখা দেখতে পাবেন।
আরোও পড়ুন: যে কয়টি কারণে আপনি অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ
এখন আপনার যদি আগে থেকে Daraz অ্যাপে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে Login অপশনে ক্লিক করে আপনার একাউন্ট লগইন করুন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য ‘Sign Up’ লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ফেসবুক কিংবা জিমেইলের মাধ্যমে একাউন্ট তৈরি করতে পারবেন। অথবা আপনি চাইলে মোবাইল নম্বর ব্যবহার করেও একাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করুন।
উদাহরণ স্বরূপ, মোবাইল নম্বর ব্যবহার করে একাউন্ট তৈরি করার জন্য মোবাইল নম্বর অপশনে আপনার সচল একটি মোবাইল নম্বর লিখুন এবং নিচে থেকে Send code SMS লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে দিন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন তাদের টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে নিচে থেকে Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নম্বর টাইপিং হয়ে যাবে এবং সেখানে আপনাকে ৮ ডিজিটের পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে পাসওয়ার্ড অপশনে আপনার পছন্দ অনুযায়ী ৮ ডিজিটের পাসওয়ার্ড লিখুন এবং নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন।
আরোও পড়ুন: এই সাইট থেকে প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করুন
এখন পরবতী অপশনে আপনাকে Gender এবং Birthday সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার Gender এবং Birthday সিলেক্ট করুন এবং Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে Daraz অ্যাপে রেজিস্ট্রেশন করা সম্পন্ন হবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- My Messages
- As Low as Tk.70
- Contact Customer Care
- Daraz Live
- Help Center
- My Affiliates
- My Reviews এবং
- Payment Options
দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য ‘My Affiliates’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি পপআপ ওপেন হবে।
এখন প্রথমেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইংরেজিতে নামটি লিখুন। তারপর নিচে আপনি যে নম্বর অথবা gmail ব্যবহার করে একাউন্ট তৈরি করেছেন সেটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
এখন নিচে আপনার একটি ইমেইল এড্রেস লিখুন এবং Send লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে Join us Now! লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার Daraz affiliate একাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হবে। এখন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
এখন আপনি দারাজ অ্যাফিলিয়েট থেকে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে দারাজ অ্যাফিলিয়েট থেকে প্রোডাক্ট সেল করতে হয়।
দারাজ অ্যাফিলিয়েট থেকে প্রোডাক্ট সেল
দারাজ অ্যাফিলিয়েট থেকে প্রোডাক্ট সেল করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর দারাজ অ্যাফিলিয়েট হোম পেইজে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে। এখন প্রোডাক্টের নিচে আপনি প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টটি সেল করলে কত টাকা কমিশন পাবেন সেটি দেখতে পাবেন। অথবা কমিশনকৃত টাকাটি কত হবে সেটি দেখতে পাবেন।
উদাহরণস্বরূপ, একটি প্রোডাক্টের দাম 368 টাকা। এখন আপনি এই প্রোডাক্টটি সেল করলে 10% কমিশন পাবেন। অর্থাৎ, কমিশনকৃত টাকার পরিমাণ 36 টাকা। এখন এই প্রোডাক্টটি যদি একজন কাস্টমার অর্ডার করে। তাহলে আপনি 36 টাকা পাবেন। আর দুইজন কাস্টমার অর্ডার করলে 36*2=72 টাকা কমিশন পাবেন।
আরোও পড়ুন: অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট
এখন প্রোডাক্টটি সেল করার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করুন। তারপর নিচে থেকে ‘Earn’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে Get link অপশনের পাশে থেকে Copy অপশনে ক্লিক করে লিংকটি কপি করুন।
তারপর প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করতে হবে। তাহলে Save অপশনে ক্লিক করে প্রোডাক্ট এর ইমেজগুলো ডাউনলোড করুন। এখন ইমেজ ডাউনলোড এবং প্রোডাক্ট এর লিংক কপি করা হয়ে গেলে আপনি যার কাছে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন। সেই ব্যক্তির কাছে প্রোডাক্ট এর লিংক এবং পিকচার পাঠিয়ে দিন।
তাছাড়াও আপনি চাইলে কোন গ্রুপে প্রোডাক্টের লিংক এবং পিকচার শেয়ার করে সেখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন। মূলত, এটিই হচ্ছে Daraz হোম পেইজ থেকে প্রোডাক্ট সেল করার পদ্ধতি। তাছাড়াও আপনি চাইলে পছন্দের প্রোডাক্টটি সার্চ করে খুঁজে মার্কেটিং করতে পারবেন।
Daraz affiliate প্রোডাক্ট সার্চ করার নিয়ম
আপনি চাইলে Daraz affiliate সার্চ করে পছন্দের প্রোডাক্টটি খুঁজে নিতে পারেন। তাহলে সার্চ করে প্রোডাক্ট খোঁজার জন্য সার্চ অপশনে আপনি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন। উদাহরণস্বরূপ, আপনি hoodie সেল করতে চাচ্ছেন। তাহলে সার্চ অপশনে hoodie লিখে সার্চ করুন।
তাহলে আপনার সামনে অনেকগুলো hoodie চলে আসবে। এখন আপনি সেখানে hoodie প্রাইস এবং কমিশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী hoodie সিলেক্ট করুন। তারপর পরবর্তী অপশন থেকে Earn লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি সেখান থেকে প্রোডাক্ট এর লিংক কপি এবং ইমেজ ডাউনলোড করুন।
https://bongovasha.com/top-3-ptc-site-earn-money-from-bangladesh/
তারপর আপনি যে ব্যক্তির কাছে hoodie সেল করতে চাচ্ছেন। সেই ব্যক্তির কাছে লিংক এবং ছবি পাঠিয়ে দিন। এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। অনেক সময় আপনি অ্যাফিলিয়েট সেকশনে আসার পরে সার্চ করেও কিছু কিছু প্রোডাক্ট পাবেন না। সেগুলো আপনি সরাসরি দারাজে পাবেন।
কিভাবে দারাজ থেকে সরাসরি অ্যাফিলিয়েট লিংক পাবেন
আপনি দারাজ থেকে সরাসরি যেকোন প্রোডাক্ট এর লিংক নিয়ে মার্কেটিং করার জন্য প্রথমেই দারাজ অ্যাপ এ প্রবেশ করুন। তারপর হোমপেজ থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি সার্চ করুন। তাহলে দেখবেন প্রোডাক্টের নিচে শেয়ার অপশন দেখা যাচ্ছে। অথবা উপরের থ্রি ডট থেকেও শেয়ার অপশন পেয়ে যাবেন।
এখন শেয়ার অপশনে ক্লিক করে লিংকটি কপি করুন। লিংকটি কপি করার পর আপনার একাউন্টে চলে আসুন। তারপর My affiliate অপশনে ক্লিক করুন। তাহলে উপরের সার্চ অপশনের পাশে লিংক শর্টেনার আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।
তাহলে আপনার লিঙ্ক পেস্ট করার অপশন পেয়ে যাবেন। এখন সেখানে আপনার লিঙ্কটি পেস্ট করুন। তারপর Confirm অপশনে ক্লিক করুন। তাহলে লিংকটি শর্ট হয়ে যাবে। এখন সেটি কপি করে আপনি মার্কেটিং করতে পারবেন। এভাবে আপনি খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম/কমিশন চেক
দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা কমিশন চেক করার জন্য একদম নিচে report অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ইনকাম কৃত কমিশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন: আপনি কত টাকা ইনকাম করছেন। তাছাড়াও সেখানে আপনি গত মাসে কত টাকা ইনকাম করছেন এবং গত বছর কত টাকা ইনকাম করছেন ইত্যাদি।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম কৃত অর্থ উইথড্র দেওয়ার নিয়ম
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা টাকা উইথড দেওয়ার জন্য প্রথমে নিচে থেকে My account অপশনে ক্লিক করুন। তারপর উপরের ডানপাশে একটি সেটিং আইকন দেখতে পাবেন। সেখান থেকে Account information অপশনে ক্লিক করুন। তাহলে আপনি সেখানে তিনটি অপশন দেখতে পাবেন যেমন:
- General info
- Bank info
- Tax info
এখন আপনার ইনকাম করা টাকা উইথড্র করার জন্য উপরের তিনটি অপশন সঠিকভাবে পূরণ করুন। তারপর Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। এরপর আপনার একাউন্টে যদি সর্বনিম্ন ১০০ টাকা হয় তাহলে আপনি সেটি সরাসরি উইথড্র দিয়ে আপনার ব্যাংক একাউন্টে নিতে পারবেন। এভাবে আপনি চাইলে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন এবং বিকাশ পেমেন্ট নিবেন। অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট, ড্রপ শিপিং ও ই-কমার্স রিলেটেড গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ!