Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম প্রতিদিন ১০ ডলার ২০২৫

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করতে চাচ্ছেন। কিন্তু সঠিকভাবে জানেন না, কিভাবে Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করতে হয়। তাদের জন্য আজকের পোস্টটি।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করবেন, কিভাবে টেলিগ্রাম চ্যানেলের মনিটাইজেশন চেক করবেন এবং আপনার ইনকাম করা টাকা উইথড্র দিবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার উপায়

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামে একটি চ্যানেল তৈরি করতে হবে। যেখান থেকে আপনি ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।‌ তাহলে টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Play store ওপেন করুন এবং সার্চ অপশনে telegram লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা telegram অ্যাপসটি ইন্সটল করুন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম

Telegram অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম জন্য সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামে একটি একাউন্ট তৈরি করতে হবে। এখন টেলিগ্ৰাম অ্যাপসটিতে প্রবেশ করলে Start Messaging লেখা দেখতে পাবেন। তাহলে আপনি Start Messaging লেখাটিতে ক্লিক করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট ২০২৫

তারপর পরবর্তী অপশন থেকে permission দিয়ে Allow অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার country সিলেক্ট করুন। তারপর নিচে আপনার একটি সচল মোবাইল নম্বর বসিয়ে দিন এবং নিচে থেকে ‘অ্যারো’ আইকনে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল নম্বরটি আবারও শো করবে। তাহলে আপনার মোবাইল নম্বর সঠিক থাকলে Yes অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Continue লেখাটিতে ক্লিক করে Allow অপশনে ক্লিক করুন।‌ তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনার সামনে এমন একটি অপশন শো করবে।Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি সচল ইমেইল এড্রেস বসাতে হবে। তাহলে আপনার মোবাইলে থাকা একটি ইমেইল এড্রেস লিখুন এবং নিচে থেকে ‘অ্যারো আইকনে’ ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে দিন।

তারপর আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটিও বসিয়ে দিন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

তাহলে প্রথমেই আপনার টেলিগ্রাম একাউন্টের নাম এবং ছবি সিলেক্ট করুন। তাহলে আপনার টেলিগ্রাম একাউন্ট খোলা সম্পন্ন হবে। এখন আপনি Telegram চ্যানেল খুলেTelegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করতে হয়।

Telegram চ্যানেল তৈরি করার নিয়ম

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য আপনাকে টেলিগ্রামে একটি চ্যানেল তৈরি করতে হবে। তাহলে Telegram চ্যানেল তৈরি করার জন্য Continue লেখাটিতে ক্লিক করুন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

তারপর পরবর্তী অপশন থেকে allow অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সেখান থেকে ‘পেন্সিল আইকন’ ক্লিক করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

তারপর পরবর্তী অপশন থেকে Continue লেখাটিতে ক্লিক করে Allow অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • New group
  • New Secret chat এবং
  • New channel

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য New channel অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে Create Channel অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার টেলিগ্রাম চ্যানেলে নাম লিখতে হবে। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম আপনাকে একটি টেলিগ্রাম চ্যালেন ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী টেলিগ্রাম চ্যানেলের নাম লিখুন। তারপর নিচে আপনার পছন্দ অনুযায়ী description লিখুন।

এখন আপনি চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেলের একটি ছবি দিতে পারেন। তাহলে ‘ক্যামেরা আইকনে’ ক্লিক করে আপনার চ্যানেলের একটি ছবি আপলোড করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে উপর থেকে ‘টিক চিহ্নে’ ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনার টেলিগ্রাম চ্যানেলের টাইপ সিলেক্ট করতে হবে। যেমন:

  • Public channel এবং
  • Private channel

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী channel type সিলেক্ট করুন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম জন্য অবশ্যই আপনাকে Public channel খুলতে হবে। তাহলে Public channel অপশন সিলেক্ট করুন তারপর নিচে Public link অপশন দেখতে পাবেন। সেখানে একটি আপনার টেলিগ্ৰাম চ্যানেলের নাম লিখে সাথে কিছু সংখ্যা অ্যাড করে Public link বসিয়ে দিন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে উপর থেকে টিক চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনার টেলিগ্ৰাম চ্যানেল খোলা সম্পন্ন হবে। এখন থেকে আপনি Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধবকে আপনার টেলিগ্ৰাম চ্যানেলে এড করতে পারবেন।

এখন আপনি অ্যারো আইকনে’ ক্লিক করুন। তাহলে আপনাকে আপনার টেলিগ্ৰাম চ্যানেলের হোম পেইজে নিয়ে আসবে। এখন আপনি চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেলের প্রতিনিয়ত পোস্ট, ভিডিও ছবি ইত্যাদি আপলোড করতে পারবেন।

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করুন। বর্তমান সময়ে আপনার Telegram চ্যানেলে 1 হাজার সাবস্ক্রাইবার হলেই আপনি Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম শুরু করতে পারবেন এবং আপনার টেলিগ্ৰাম চ্যানেলের মনিটাইজেশন চালু হয়ে যাবে। যখনই আপনার টেলিগ্রাম চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে।

তখন থেকে অটোমেটিক আপনার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড শো করবে এবং মনিটাইজেশন অন হয়ে যাবে। এখন আপনি কিভাবে চেক করবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে কিনা।

টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন চেক

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করতে হবে। এখন টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন চেক করার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলের নামের উপর ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করুন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Chamel Type
  • Discussion
  • Appearance
  • sign massages
  • Reactions
  • Administrator’s
  • Subscribers
  • Removed Users
  • Statistics এবং
  • Recent actions

টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন চেক করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে Statistics অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে monetization অপশনের ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন চেক করতে পারবেন। Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

যখনি আপনার টেলিগ্রাম চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তখন অটোমেটিক আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে। এভাবে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন চেক করতে পারবেন। যখন আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে। তখন আপনার চ্যানেলে অটোমেটিক অ্যাড শো করবে। তখন থেকে আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে ইনকাম করতে পারবেন।

https://bongovasha.com/sell-gmail-and-make-money-online/

আপনার Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার মধ্যে থেকে 50% ইনকাম টেলিগ্রাম নিবে এবং 50% ইনকাম আপনাকে দেওয়া হবে। তাছাড়াও আপনার ইনকাম করা ব্যালেন্সটি টোন কয়েন্ট হবে। আর বর্তমান সময়ে টোন কয়েনের ভ্যালু এক একটা 6 ডলার। তবে প্রতিনিয়ত এই কয়েনের ভ্যালু কমবেশি হতে পারে।

Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য প্রতিনিয়ত আপনার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে হবে। মূলত, আপনার পোষ্টের ভিউজের উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দেওয়া হবে। আপনি টেলিগ্রাম চ্যানেলে যত বেশি পোস্ট করবেন এবং আপনার চ্যানেলে যত বেশি ভিউজ হবে। সেই ভিউজের উপর ইনকাম দেওয়া হবে এবং আপনার ইনকাম করা ব্যালেন্সটি available reward অপশনে যোগ হবে। সেখান থেকে আপনি আপনার ইনকাম করা টাকাটি উইথড্র দিতে পারবেন। ‌Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Telegram চ্যানেল থেকে ফ্রি টাকা ইনকাম করবেন। কিভাবে টেলিগ্রাম চ্যানেলের মনিটাইজেশন চেক করবেন এবং কিভাবে ইনকাম করা টাকা উইথড্র দিবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading