Cheelee app কাজ করে ইনকাম করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আমরা সকলেই অবসর সময় অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করতে চায়। কিভাবে বিশ্বস্ত App সম্পর্কে না জানার কারণে আয় করতে পারি না। এখন আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান।
তাহলে আপনাকে আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো। কিভাবে Cheelee app কাজ করে ইনকাম করতে হয়। কিভাবে একাউন্ট তৈরি করতে হয়। তাই Cheelee app কাজ করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
Cheelee app কাজ করে ইনকাম করুন
Cheelee app কাজ করে ইনকাম করার জন্য সর্বপ্রথম এই app একাউন্ট “Sign Up” (সাইন আপ) করতে হবে। তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন একাউন্ট তৈরি করার জন্য Google play store Cheelee app লিখে সার্চ করুন। এরপর সার্চ রেজাল্টে আসা Cheelee appটি ইন্সটল করুন।
এখন অ্যাপসটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। তারপর Allow অপশনে ক্লিক করে। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সেখান থেকে “I’m in” অপশনটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনি Cheelee app ৩দিন ভিডিও দেখে ব্যালেন্স পাবেন। সেটি দেখতে পাবেন। এছাড়াও ইনভাইড করেও ইনকাম করতে পারবেন। তারপর সেটি উত্তোলন করতে পারবেন। এখন আপনি নিচে থেকে “I’m in” অপশনটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নিচে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Watch
- Create
- Earn
- Market এবং
- Profile
Cheelee app কাজ করে ইনকাম করার জন্য একাউন্ট তৈরি করতে হবে। তাহলে একাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে “Profile” (প্রোফাইল) অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে একাউন্ট তৈরি করার অপশন চলে আসবে। এখানে আপনি ফেসবুক, গুগল অথবা জিমেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
এখন আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। তাহলে Google ব্যবহার করে Cheelee app একাউন্ট তৈরি করার জন্য “গুগল” আইকনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার মোবাইল থাকা জিমেইল চলে আসবে।
এখন সেখান থেকে পছন্দ অনুযায়ী জিমেইল সিলেক্ট করুন। এরপর নিচে থেকে “Continue” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। এখন আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার বসাতে পারেন। অথবা নিচে থেকে “Later” অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Next অপশনে ক্লিক করে আবারোও Next লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে “Gender” (জেন্ডার) সিলেক্ট করুন এবং Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে। এখন আপনি Cheelee app কাজ করে ইনকাম করতে পারবেন।
এখন Cheelee app একাউন্ট তৈরি করার বিনিময়ে আপনি কিছু পয়েন্ট অথবা টোকেন বোনাস পাবেন। এখন এই পয়েন্ট অথবা টোকেন মার্কেটে সেল করে ইনকাম করতে পারবেন। তবে এখনো পর্যন্ত এই পয়েন্ট বা টোকেন মার্কেটে লিস্টিং নেই। তবে পরবর্তীতে এটি মার্কেটে লিস্টিং হতে পারে। তখন সেগুলো সেল করে আয় করতে পারবেন।
এখানে আপনি তিনদিন ভিডিও দেখে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। তারপর আর ইনকাম করতে পারবেন না। তবে গ্লাস সিস্টেম নিয়ে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। তাছাড়াও এখান থেকে দুইভাবে টোকেন পাবেন। যেমন: লি টোকেন এবং ইজি টোকেন।
এখানে আপনি ভিডিও দেখে এবং ভিডিও আপলোড করে উপরে উল্লেখিত দুটি টোকেন ইনকাম করতে পারবেন। এখন আপনি Cheelee app কাজ করে ইনকাম করতে পারবেন। তাছাড়াও এখানে আপনি ভিডিও দেখার পাশাপাশি ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন। তারপর সেটি খুব সহজেই উত্তোলন করতে পারবেন।
Cheelee app ভিডিও আপলোড করে ইনকাম করার উপায়
Cheelee app ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এখন ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনার একাউন্টের হোম পেজ থেকে “Create” (ক্রিয়েট) অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ভিডিও আপলোড করার অপশন দেখতে পাবেন।
এখন আপনি সেখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে কপিরাইট ছাড়া ভিডিও আপলোড করতে হবে। এখানে অন্য কারোর ভিডিও অথবা অন্যের মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকুন। এখানে আপনি যদি অন্যের তৈরি করা ভিডিও এবং মিউজিক আপলোড করেন।
তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে। তাই Cheelee app থেকে ইনকাম করার জন্য আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করুন। এভাবে করে আপনি Cheelee app ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।
Cheelee app ভিডিও দেখে ইনকাম করুন
Cheelee app কাজ করে ইনকাম করার পাশাপাশি ভিডিও দেখে আনিং করতে পারবেন। এখন এখান থেকে ইনকাম করার জন্য একাউন্টের হোম পেজ থেকে “Earn” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ভিডিও দেখে যে টাকা ইনকাম করেছেন। সেটি এখানে দেখতে পাবেন।
আপনি যখন Cheelee app ভিডিও দেখবেন। তখন আপনার সামনে একটি বক্স চলে আসবে। অর্থাৎ, যখন আপনি একাউন্ট তৈরি করবেন। তখন তিন দিন আপনার সামনে এই বক্সটি চলে আসবে। তবে তিনদিন পরে এই বক্সটি আর আসবে না। কিন্তু পরবর্তীতে এটি আপডেট হলে বক্সেটি আবারোও আসতে পারে।
যখনি আপনি ভিডিও প্লে করবেন। তখন আপনার সামনে একটি বক্স চলে আসবে। এখন সেই বক্সটি ওপেন করলে দেখতে পাবেন সেখানে ইজি টোকেন ইনকাম হচ্ছে। যেহেতু, মার্কেটে এখনোও ইজি টোকেনের লিস্টিং হয়নি। সেজন্য ইজি টোকেন দিয়ে ইনকাম করতে পারবেন না।
তবে এখান থেকে লি টোকেন আনিং করে সেটি মার্কেটে সেল করে ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে লি টোকেনের মার্কেটে লিস্টিং রয়েছে। এখান থেকে আপনি উইথড্র করে এম এক্সচেঞ্জারে নিয়ে আসতে পারবেন। এখান থেকে প্রথম তিনদিন ইনকাম করতে পারবেন। তারপর আর ইনকাম করতে পারবেন না।
তবে অন্য উপায়ে ইনকাম করার জন্য একাউন্টের হোম পেজ থেকে “Market” (মার্কেট) অপশনে ক্লিক করে গ্লাস নিতে হবে। আপনি যদি গ্লাস না নেন। তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন না। অর্থাৎ, গ্লাস নেওয়ার পরেই আপনি ভিডিও দেখে অথবা আপলোড করে ইনকাম করতে পারবেন।
এখন আপনি যে গ্লাস নিবেন। সেই গ্লাসের উপর ক্লিক করলে আপনি কেমন ব্যালেন্স পাবেন। সেটি দেখতে পাবেন। তাছাড়াও আপনি ভিডিও আপলোড করলে কেমন ভিউজ পাবেন ইত্যাদি দেখতে পাবেন। এখন আপনি যদি Cheelee app থেকে ব্যালেন্স অথবা লি টোকেন ইনকাম করতে চান।
তাহলে অবশ্যই আপনাকে যে কোন একটি গ্লাস নিতে হবে। যখনি আপনি গ্লাস নিবেন। তখন আপনি ভিডিও দেখলে এবং আপলোড করলে ইনকাম করতে পারবেন। তারপর সেটি উত্তোলন করতে পারবেন। তবে অবশ্যই উইথড্র করার জন্য আপনাকে একটি গ্লাস এক্টিভ করতে হবে।
অন্যথায় আপনি এখান থেকে উইথড্র অথবা ট্রান্সফার করতে পারবেন না। তাই অবশ্যই এখান থেকে উইথড্র করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে একটি গ্লাস এক্টিভ করতে হবে। তাহলে খুব সহজেই উত্তোলন করতে পারবেন।
Cheelee app থেকে উইথড্র করার নিয়ম
Cheelee app কাজ করে ইনকাম ব্যালেন্সটি খুব সহজেই উইথড্র করতে পারবেন। এখন একাউন্টের ব্যালেন্স উইথড্র করার জন্য আপনার একাউন্টের হোম পেজ থেকে “Earn” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশন থেকে “Withdraw Lee to Card” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে উইথড্র করার অপশন চলে আসবে। এখন সেখান থেকে বাকি স্টেপগুলো ফলো করে উইথড্র করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে একটি গ্লাস এক্টিভ করতে হবে। তাহলেই উইথড্র করতে পারবেন। এভাবে করে Cheelee app কাজ করে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে Cheelee app কাজ করে ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।
👉 অবশ্যই পড়ুন: