বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ২০২৫ | Bkash free lottery

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার মোবাইল ফোনে যদি বিকাশ app টি থাকে তাহলে আপনি বিকাশ অ্যাপে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন।

 

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযুক্ত চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Play store’ প্রবেশ করুন এবং সার্চ বারে Bkash লিখে সার্চ করুন। এখন search রেজাল্টে আসা বিকাশ অ্যাপসটি ইন্সটল করুন। অ্যাপসটি সম্পূর্ণভাবে ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করলে বিকাশ থেকে কয়েকটি পারমিশন দিতে বলবে।

আরোও পড়ুন: ছোট ছোট কাজ করে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করন।

এখন আপনি পারমিশন গুলো Allow করে দিন। এখন বিকাশ অ্যাপে প্রবেশ করলে login/ রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের মোবাইল নম্বর দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটাল একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসিয়ে আবারো পরবর্তী অপশনে ক্লিক করুন।

তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ একাউন্টটি লগইন হয়ে যাবে এবং আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

 

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম পদ্ধতি

এখন আপনি স্কোল করে নিচে নামলে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • টিকেট
  • জিপি ফ্লাক্সিপ্লান
  • বিনিময়
  • ইন্সুরেন্স প্ল্যান
  • গেমস
  • সাবস্ক্রিপশন
  • দ্বীন এবং
  • বিডি ট্যাগ

এখন আপনি ‘গেমস’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে গেমস্টার গেমস স্টারে টুর্নামেন্ট খেলো ১৫.০০০ টাকা ক্যাশব্যাক প্রাইজ…. লেখা দেখতে পাবেন। এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে গেমসটি খেলতে পারবেন এতে করে আপনাকে কোন বিকাশ সার্ভিস চার্জ প্রদান করতে হবে না।

এখানে আপনি সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। আর আপনি যদি খেলাটিতে হেরে যান তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন। এখন এখানে আপনি টুর্নামেন্ট খেলুন নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন: টপ গেমস, টুর্নামেন্ট এবং ফ্রি গেমস।

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

এখন আপনি নিচে থেকে ‘গেমস’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো গেমস দেখতে পারবেন। এখন এই গেমসগুলো খেলতে হলে আপনাকে ১৫ টাকার অধিক সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এখন ফ্রিতে গেমস খেলার জন্য ‘ফ্রি গেমস’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনি ফ্রিতে কয়টি গেমস খেলতে পারবেন সেই গেমসগুলো চলে আসবে।

উদাহরণস্বরূপ, এখানে আপনি ফ্রিতে তিনটি গেমস খেলতে পারবেন। এখন এই তিনটি গেমস খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়াও আপনি যদি এই তিনটি গেমস খেলেন তাহলে আপনি দশ হাজার টাকার প্রাইজ জিতে নিতে পারবেন। এখন আপনার ইউজারনেম এবং বিকাশ নম্বরটি সিলেক্ট করুন। সেই বিকাশ নম্বরে আপনার জিতে নেওয়া টাকাটি তারা দিয়ে দিবে।

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী গেমসটি সিলেক্ট করে Play অপশনে ক্লিক করে গেমসটি সম্পূর্ণ খেলুন। সাধারণত গেমস খেলার মাধ্যমে যে পয়েন্টটি এখানে এড হবে সেই পয়েন্ট অনুযায়ী তারা আপনার বিকাশে অটোমেটিক পেমেন্ট করে দেবে। এভাবেই আপনি গেমসের যত বেশি পয়েন্ট করতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন।

এখন আপনি আবারও বিকাশের হোম পেইজে প্রবেশ করুন। তারপরে আবারও নিচে থেকে গেমস অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • টপ গেমস
  • টুর্নামেন্ট এবং
  • ফ্রি গেমস

এখন আপনি ‘ফ্রি গেমস’ অপশনে ক্লিক করে বিকাশ App ফ্রি গেমস খেলতে পারবেন। ‌এখন আপনি নিচে থেকে ‘লিডার বোর্ড’ অপশনে ক্লিক করে টুর্নামেন্ট লিটার বোর্ড দেখতে পারবেন। অর্থাৎ, ফ্রিতে গেমস খেলে কে কত টাকা ইনকাম করেছেন সেটি দেখতে পারবেন। তাছাড়াও আপনি এখানে উইনার লিস্ট দেখতে পারবেন।

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

এভাবেই আপনি গেমস খেলে প্রতিদিন ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন। টুর্নামেন্টে অ্যাড হতে চান। তাহলে নিচে থেকে ‘টুর্নামেন্ট’ অপশনে ক্লিক করে আপনার ইউজার নেম এবং বিকাশ নম্বরটি বসিয়ে লগইন অপশনে ক্লিক করুন। এখন আপনি খেলুন অপশনে ক্লিক করুন।

তাহলে এই গেমসটি খেললার জন্য আপনাকে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এই গেমস টি আপনি ফ্রিতে খেলতে পারবেন না। তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে।

এখানে আপনি পেমেন্ট করা ছাড়াও ফ্রিতে গেমস খেলে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এভাবে আপনি বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনার বিকাশের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে আলোচনা করব।

 

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার টার্মস এন্ড কন্ডিশন

এখন আপনি উপর থেকে ৩ ডট অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনেই বেশ কয়েকটি অপশন চলে আসবে। যেমন:

  • হোম
  • প্রোফাইল
  • প্রাইজ
  • টুর্নামেন্ট রুলস
  • টার্মস এন্ড কন্ডিশন
  • পেমেন্ট হিস্টোরি
  • হেল্প এবং
  • লগ আউট

এখন পেমেন্ট হিস্টরি অপশনে ক্লিক করে আপনার পেমেন্টে দেখতে পারবেন। তাছাড়াও আপনি এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখতে পারবেন। এখন আপনি প্রাইস অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। $সেখানে লেখা থাকবে প্রতি সপ্তাহে আপনি এখান থেকে ২,৩৫০ টাকা ক্যাশ ইন পেয়ে যাবেন।

তাছাড়াও আপনি এই গেমস খেলার মাধ্যমে কি কি পুরস্কার পাবেন সেগুলো দেখতে পাবেন। যেমন:

  • প্রথম পুরস্কার ১ হাজার টাকা
  • দ্বিতীয় পুরস্কার ৫০০ টাকা
  • তৃতীয় পুরস্কার ৩০০ টাকা
  • চতুর্থ পুরস্কার ২০০ টাকা
  • পঞ্চম পুরস্কার ১০০ টাকা এবং
  • ষষ্ঠ পুরস্কার প্রত্যেক এ ৫০ টাকা

এভাবে আপনি আপনার বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়াও আপনি সরাসরি হেল্প লাইনে কন্টাক্ট করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করবেন। ইনকাম রিলেটেড এরকম আরো গুরুত্বপূর্ণ কন্টাক্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Content tag

  • বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
  • বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
  • বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ২০২৪
  • অনলাইন ইনকাম App

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading