ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম- ২০২৪ | Earn money by faceless video

ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা নিজেদের ফেস শো না করে ফেসলেস ভিডিও তৈরি করে। ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে প্রতিমাসে একটি ভালো এমাউন্ট ইনকাম করছে। 

এখন আপনি চাইলে আপনার হাতে থাকায় স্মার্ট ফোনটি ব্যবহার করে ফেসলেস ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন।

ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম

ফেসলেস ভিডিও তৈরি করার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। যেমন: 

  • স্মার্ট ফোন অথবা ক্যামেরা এবং 
  • মাইক্রোফোন

এখন আপনার কাছে যদি ভালো এমাউন্ট থাকে।  তাহলে আপনি একটি ভালো মানের ক্যামেরা সাহায্যে ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন অথবা মোবাইল ফোনের সাহায্যেও ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন এবং একটি ভালো মানের মাইক্রোফোন ক্রয় করে ফেসলেস ভিডিওতে ভয়েস এড করে ফেসলেস ভিডিও তৈরি করে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন। 

আরোও পড়ুন: ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম দৈনিক ৫০০ টাকা।

তাছাড়াও আপনার আরোও একটি জিনিস প্রয়োজন হবে। সেটি হলো: গল্প লেখা। এখন আপনি চাইলে ইমোশনাল, ফানি এবং লাইভ স্টোরি ইত্যাদি টাইপের গল্প চুজ করতে পারেন। সাধারণত যে গল্পগুলো মানুষের মন ছুঁয়ে যায় এবং যে গল্পগুলো শুনে মানুষের হাঁসি পায় ইত্যাদি। এই ধরনের গল্প আপনাকে নির্বাচন করতে হবে। 

এখন আপনি যদি মনে করে থাকেন গল্পটি আপনি লিখতে পারবেন না। তাহলে বিভিন্ন সিনেমা,বই,জোকস এবং উপন্যাস ইত্যাদি থেকে গল্পগুলো আপনি সংগ্রহ করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন।

 

ফেসলেস ভিডিও তৈরি করার নিয়ম 

ফেসলেস ভিডিও তৈরি করার জন্য আপনার স্মার্টফোনে মাইক্রোফোনটি এড করে সুন্দর স্পষ্টভাবে একটি ভয়েস রেকর্ড করতে হবে। এখন আপনি চাইলেই আপনার মোবাইলে থাকা Sound Record অ্যাপ অথবা CapCut মাধ্যমে আপনার ভয়েসটি রেকর্ড করতে পারবেন। তাছাড়াও আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি মনে করে থাকেন ইন্টারনেট থেকে ভিডিওটি নেওয়ার জন্য তাহলে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। 

এখন এই ভিডিওটি আপনাকে নিজেই তৈরি করতে হবে। আপনারা দেখে থাকবেন ইউটিউব অথবা টিকটকে অনেকেই অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি একটি ডাবের ভিডিও রেকর্ড করেছে এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেই ব্যক্তির ভয়েস এড করে আপলোড করেছে। এখন আপনি চাইলেই এই ভিডিওটি চয়েজ করতে পারেন। এক্ষেত্রে কোন প্রকারের কপিরাইট আসবে না। 

তবে কপিরাইট ইস্যু একদমই ফেস করতে না চাইলে। কপিরাইট ফ্রি ইউটিউব ভিডিও বা কপিরাইট ফ্রি বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করে সেখানে আপনার ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারেন। অথবা চায়না বিভিন্ন অ্যাপস রয়েছে। যেগুলো থেকে ভিডিও ডাউনলোড করে সেগুলোতে আপনি এডিট করে আপনার ভয়েস এড করে ভিডিও বানাতে পারেন। 

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও নির্বাচন করে ভিডিও এডিটিং এবং রেকর্ড এড করুন। এখন আপনি কিভাবে CapCut মাধ্যমে ভিডিও এডিটিং এবং রেকর্ড করবেন সেই সম্পর্কে নিম্নে তুলে ধরা হলো: 

CapCut মাধ্যমে ভিডিও এডিটিং এবং রেকর্ড করার নিয়ম 

CapCut মাধ্যমে ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগটি চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Play store’ অ্যাপ্লিকেশন প্রবেশ করুন এবং সার্চবারে ‘CapCut’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টের আসা CapCut অ্যাপটি ইন্সটল করুন এবং সম্পূর্ণ ইন্সটল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। 

এখন অ্যাপসটিতে প্রবেশ করার সময় আপনাকে বেশ কিছু পারমিশন দিতে হবে। তাহলে আপনি সেই পারমিশন গুলো দিয়ে অ্যাপসটির ভিতরে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম

এখন আপনি New Project অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি চলবে সেটি সিলেক্ট করে নিচে থেকে Add অপশনে ক্লিক করুন।

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিওটি Edit করুন। তারপর আপনার ভিডিওর অরজিনাল সাউন্ডে রিমুভ করতে হবে। এখন সাউন্ডে রিমুভ করার জন্য ক্লিপটার উপর ক্লিক করে নিচে থেকে Volume অপশনে ক্লিক করে Volume টিকে 0 (জিরো) করে দিতে হবে। তাহলে আপনার ভিডিওর অরজিনাল সাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনি নিচে থেকে ‘টিক চিহ্নে’ ক্লিক করুন। 

ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম

এখন আপনার ভয়েস অথবা লেখাটি রেকর্ড করার জন্য Audio অপশনে ক্লিক করুন। তারপর সো আপ করে ডান দিকে গেলে Record নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি রেকর্ড অপশনে ক্লিক করুন। তাহলে মাইক্রোফোনের আইকন দেখতে পাবেন। এখন আপনি মাইক্রোফোন আইকোনটি ট্যাপ করে ধরে আপনার পছন্দ অনুযায়ী ভয়েস রেকর্ড করুন। 

এখন আপনার ভয়েসটি রেকর্ড করা হয়ে গেলে পাশে থেকে টিক চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনার ভয়েস রেকর্ডটি সম্পূর্ণ হবে। এখন আপনি চাইলেই আপনার লেখা বাক্যটি আপনার ভিডিওতে Text আকারে এড করতে পারেন। 

 

CapCut মাধ্যমে ভিডিওতে Text এড করার নিয়ম 

CapCut মাধ্যমে ভিডিওতে Text এড করার  জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করে এডিটিং করুন। তারপর ভিডিওতে ট্যাক্স এড করার জন্য Text অপশনে ক্লিক করে Add Text অপশনে ক্লিক করুন। তারপর Enter Text অপশনে আপনি আপনার পছন্দ অনুযায়ী টেক্সট টাইপ করুন। এখন আপনি চাইলেই আপনার টেক্সটি স্টাইল, এনিমেশন এড করতে পারবেন।

Earn money by making faceless video

এখন আপনাকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড  একটি সাউন্ড এড করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার যদি স্যাড টাইপের ভিডিও হয়। তাহলে সেই রিলেটেড সাউন্ড এড করতে হবে। আর আপনার যদি ফানি ভিডিও হয়। তাহলে ফানি টাইপের সাউন্ড এড করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটি এড করুন। এটিও আপনি চাইলে ইউটিউব অডিও লাইব্রেরি অথবা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

সাধারণত আপনি আপনার ভিডিওতে যেকোনো ধরনের সাউন্ড এড করতে পারবেন না। তাতে করে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। উদাহরণস্বরূপ, ইউটিউব ভিডিওর জন্য youtube সাউন্ড ইউজ করবেন এবং ফেসবুক ভিডিওর জন্য ফেসবুকের সাউন্ড ইউজ করবেন। 

 

ভিডিও সাউন্ড এড করার নিয়ম

ভিডিও সাউন্ড এড করার জন্য CapCut অ্যাপে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করুন। তারপর ভিডিও ক্লিপটার উপরে ক্লিক করে Audio অপশনে ক্লিক করে Sounds অপশনে ক্লিক করুন। তারপর ফাইলের আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করে Device অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ডিভাইসের সমস্ত অডিও গুলো চলে আসবে। 

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী অডিও সিলেক্ট করুন। তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি এড হয়ে যাবে। এখন আপনার ভিডিওতে যদি সাউন্ড লাউড স্পিকারে হয়ে থাকে। তাহলে আপনার ভয়েসটি শোনা যাবে না। এখন আপনাকে ভিডিওর সাউন্ডটি কমিয়ে দিতে হবে। এখন সাউন্ডটি কমানোর জন্য আপনার এড করা সাউন্ড এর উপরে ক্লিক করুন। 

তারপর Volume অপশনে ক্লিক করে সাউন্ডটি আপনার ভয়েস অনুযায়ী কমিয়ে দিন। যাতে করে ভিডিওতে আপনার ভয়েসটি ভালোভাবে শোনা যায়। এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য উপর থেকে ‘Export’ অপশনে ক্লিক করুন। 

Earn money by making faceless video

তাহলে ভিডিওটি আপনার মোবাইল গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। 

© Disclaimer: কোথাও আর্থিক লেনদেন পূর্বে সতর্ক থাকুন। নিজ দায়িত্বে লেনদেন করুন। আমরা আর্থিক লেনদেনে উৎসাহিত করি না। আপনার আর্থিক ক্ষতির জন্য বঙ্গভাষা দায়ী নয়।

(Be careful before doing financial transactions anywhere. Transaction at your own risk. We do not encourage financial transactions. bongovasha.com is not responsible for your financial loss.)

Content tag

  • ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম
  • ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করার উপায়
  • ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করবেন যেভাবে
  • ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করুন
  • Earn money by making faceless video

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading