Jumptask থেকে ইনকামের সহজ উপায় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। কিভাবে Jumptask থেকে দৈনিক ৩০০ টাকা পর্যন্ত আয় করবেন। কিভাবে টাকা উত্তোলন করবেন। কোন কাজগুলো আপনার জন্য সহজ হবে। বিস্তারিত জানতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন।
Jumptask থেকে ইনকাম করুন দৈনিক ৩০০ টাকা
মোবাইল ফোন ব্যবহার করে শুধুমাত্র বিনোদন করা নয়! এটি ব্যবহার করে বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। বর্তমান সময়ে অনেকেই চায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করতে। কিন্তু সঠিক মাধ্যম না জানার কারণে অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ হন।
তাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন এবং বিশ্বস্ত একটি সাইট নিয়ে। যে সাইটে ছোট ছোট কাজ এবং ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করা সম্ভব। আমরা আজকের পোস্টে যে সাইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাইটের নাম হচ্ছে: Jumptask। এ সাইটে একাউন্ট তৈরি করে ছোট ছোট ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে Jumptask অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ছোট ছোট কাজগুলো কমপ্লিট করতে হয়, কিভাবে পেমেন্ট মেথড করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে উইথড্র করতে হয়।
কিভাবে Jumptask একাউন্ট তৈরি করবেন?
Jumptask থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে Google Chrome browser ওপেন করুন এবং সার্চ বক্সে app.Jumptask.io লিখে সার্চ করুন। তাহলে সরাসরি সাইটের ভিতরে নিয়ে আসবে এবং নতুন একটি পেজ ওপেন হবে।

এখন ডান পাশে লক্ষ্য করলে দুটি অপশন পাবেন। যেমন: log in ও sign up। এখন Jumptask থেকে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে একাউন্ট তৈরি করার জন্য ডান পাশ থেকে “Sign up” সাইন আপ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে ঠিক এমন চারটি অপশন পাবেন। যেমন:
- Sign Up with Google
- Sign up with Facebook
- Sign up with Apple এবং
- Connect with Wallet
এখানে আপনি উপরের উল্লেখিত প্রসেস ফলো করে একাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন। উদাহরণস্বরূপ, আপনি গুগলের মাধ্যমে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। তাহলে সেখান থেকে “Sign Up with Google” লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে আপনার মোবাইলে থাকা সকল জিমেইল গুলো শো করবে। এখন আপনি কোন জিমেইল একাউন্ট ব্যবহার করে Jumptask একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। এখান থেকে সেই জিমেইলটি সিলেক্ট করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
তাহলে আপনার একাউন্ট তৈরি করা সম্পূর্ণ হবে এবং একটি পআপ শো হবে। এখন সেখান থেকে Skip অপশনে ক্লিক করুন। এখন ডানপাশে একটি লোগো আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার একাউন্টটি দেখতে পাবেন।

এবারে আপনি Jumptask থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার একাউন্টের প্রোফাইলটি এডিট করুন এবং সঠিক তথ্য দিয়ে তথ্য প্রোফাইলটি সম্পন্ন করুন।
এখন প্রোফাইল থেকে একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। তবে Jumptask থেকে ইনকাম করার জন্য প্রথম আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। Jumptask থেকে ইনকাম করার জন্য ওয়ালেট সংযুক্ত করতে হয়।
Jumptask ওয়ালেট সংযুক্ত করুন
Jumptask থেকে ইনকাম করার জন্য প্রথমে ওয়ালেট সংযুক্ত করতে হবে। তাহলে ওয়ালেট সংযুক্ত করার জন্য একাউন্টের প্রোফাইল সেকশন থেকে “Connect Wallet” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী ধাপ থেকে Connect with Wallet অপশনে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে সকল ওয়ালেট গুলো শো হবে। যেমন:
- Bitget Wallet
- Metamask
- Binance Wallet
- Trust Wallet And
- Coinbase
এখন আপনি যে ওয়ালেটটি কানেক্ট করতে চাচ্ছেন। সেই ওয়ালেটের উপর ক্লিক করুন। উদাহরণস্বরূপ, Bitget Wallet এড করার জন্য Bitget Wallet অপশনে ক্লিক করুন। তাহলে সরাসরি Bitget Wallet নিয়ে আসবে। এখন নিচে থেকে “Connect Wallet” অপশনে ক্লিক করুন।

তাহলে কিছুটা সাময়িক লোড নেবে এবং আবারও Jumptask সাইটে নিয়ে আসবে। এখন সেখানে Chrome এবং Bitget Wallet অপশন পাবেন। এখন সেখান থেকে Bitget Wallet অপশন সিলেক্ট করতে হবে। এরপর আবারোও Bitget Wallet প্রবেশ করুন এবং পেজটি রিফ্রেশ করুন।
তাহলে আপনার সামনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে Signature নামে একটি লেখা চলে। সেখান থেকে Signature লেখাটিতে ক্লিক করুন। এরপর আপনার একাউন্টের পিন নাম্বার বসিয়ে দিন। তাহলেJumptask ওয়ালেট সংযুক্ত হয়ে যাবে।
এখন সেখান থেকে “Return to website” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি সাইটের ভিতরে নিয়ে আসবে। এখন Jumptask থেকে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে Jumptask থেকে ইনকাম করতে হয়।
কিভাবে Jumptask থেকে ইনকাম করবেন?
Jumptask থেকে ইনকাম করার জন্য একাউন্টের প্রোফাইল অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশন থেকে “থ্রি-ডট” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অনেক গুলো অপশন চলে আসবে। যেমন:
- Earn
- Web3 Missions
- Leaderboard
- Starting
- Honeygin
- Referrals এবং
- Bonus Codes
Jumptask থেকে ইনকাম করার জন্য “Earn” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী ধাপ থেকে Claim Reward অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রতি 24 ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন। আর ক্লাইম করতে গেলে তাদের ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে।
অর্থাৎ, আপনাকে গুগল প্লে স্টোর থেকে Jumptask এপ্সটি ইন্সটল করতে হবে এবং নিয়মিত ব্যবহার করতে হবে। যখনি Jumptask অ্যাপসটি নিয়মিত ব্যবহার করবেন। তখন সেখান প্রতি ২৪ ঘন্টা পর পর একটি ক্লাইম করতে পারবেন। এখন স্কোল করে নিচে নামলে সেখানে থাকা কাজগুলো দেখতে পাবেন।

এখন আপনি যে কাজটি করতে চাচ্ছেন। সেই কাজের উপর ক্লিক করুন। এখানে প্রত্যেকটি কাজের রেট সেই কাজের পাশে দেখতে পাবেন। তাহলে সেখান থেকে কাজের বিস্তারিত পড়ুন এবং সেই অনুযায়ী কাজটি কম্পলিট করুন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কাজ করে Jumptask থেকে ইনকাম করতে পারবেন।
আরোও পড়ুন: হাসির ধাঁধা উত্তর সহ | ১০০টি+ কঠিন ধাঁধা ২০২৫
এছাড়াও Jumptask থেকে Honeygin মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে আপনি Jumptask মতো ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। এছাড়াও Jumptask রেফারাল করার বিনিময়ে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে Jumptask থেকে ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

