টিন নম্বর দিয়ে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড ২০২৪

টিন নম্বর দিয়ে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বৈদেশিক বাণিজ্য, গাড়ি ক্রয়, ক্রেডিট ডেবিট কার্ড প্রাপ্তি, ফ্রিল্যান্সিং ও শেয়ার বাজার বিনিয়োগ সহ বিভিন্ন কাজে প্রয়োজন ই-টিন সার্টিফিকেট। আমাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে অনলাইনে ই-টিন সার্টিফিকেট তৈরি করেছেন। আজকের পোস্টে আমরা দেখবো কিভাবে ঘরে বসে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন।

 

ই-টিন সার্টিফিকেট ডাউনলোড

অনলাইনে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://secure.incometax.gov.bd/TINHome। তারপর Login অপশন এ ক্লিক করে ই-টিন সার্টিফিকেট User ID ও Password দিয়ে ভিতরে প্রবেশ করে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

 

ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম

অনলাইন টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগটি সক্রিয় করুন তারপর যে কোন ব্রাউজারের এড্রেস বারে E tin লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা e-TIN Registration- Tax Identification Number ওয়েবসাইটে প্রবেশ করুন। 

যদি আপনার User ID ও Password ভুলে গিয়ে থাকেন। তাহলে Forgot Password অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড ও ইউজার আইডি পরিবর্তন বা বের করে নিন।

আরোও পড়ুন: অনলাইনে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড

 

ওয়েবসাইটে প্রবেশের পর একটি Welcome ইন্টারফেস দেখতে পাবেন। এখন মেনুবার থেকে Login অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে ইউজার লগইন ইন্টারফেস খুলে যাবে।

এখন User ID এর স্থলে আপনার ই-টিন User ID এবং ই-টিন সার্টিফিকেট করার সময় যে Password দিয়ে ছিলেন সেটি দিয়ে ‘Login’ বাটনে ক্লিক করে লগইন করুন। লগইন সম্পন্ন হলে বাম পাশে মেনুতে অনেক গুলো অপশন দেখতে পাবেন যেমন: 

  • TIN Application
  • File Transfer
  • Change Contact 
  • View TIN Certificate ইত্যাদি।

এখন অপশন গুলো থেকে View TIN Certificate অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আপনার ই-টিন সার্টিফিকেটি চলে আসবে এবং নিচে Print Certificate, Save Certificate ও Email Certificate যেকোন একটি ব্যবহার করে ই-টিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

অথবা আপনি চাইলে ‘Save Certificate’ অপশনে ক্লিক করে আপনার ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। 

আশা করি বুঝাতে পেরেছি কিভাবে ঘরে বসে অনলাইনে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধনবাদ! 

Source of this content: AFR Technology 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading