নিউজ ডেস্ক বঙ্গভাষা : এবারে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে Fiber@home কর্তৃপক্ষ। Fiber@home কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থমন্ত্রণালয়কে ইন্টারনেটের দাম তিনটি স্তরে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে। যা দেশের ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুফল বয়ে আনতে পারে।
ইন্টারনেট বর্তমান বিশ্বের তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং মুহূর্তের মধ্যে দূরদূরান্তে তথ্য আদান-প্রদানকে সহযোতর করে তোলে। ইন্টারনেটের আশীর্বাদে ফলে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন হয়।
আর এর সহজলভ্যতা বৃদ্ধি ও গ্রাহক সেবা উন্নতি করতে দেশে তিন স্তরে ইন্টারনেটের দাম কমিয়ে আনার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান Fiber@home কর্তৃপক্ষ ইন্টারনেটের দাম তিন স্তরে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
গেল ২০ এপ্রিল সকালে, ফয়েজ আহমেদ তৈয়ব নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন ফাইবার এট হোম আইসিটি পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ, আইআইজি (IIG) পর্যায়ে ১০% এবং এনটিটিএন (NTTN) পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর নির্দেশ দিয়েছেন। এই নিয়ে ইন্টারনেট লাইসেন্স পর্যায়ে মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (পিএসসি)। তাদের সব ধরনের সেবায় ইন্টারনেটের দাম ইতিমধ্যে ১০% কমিয়ে এনেছে। এছাড়াও ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি (ISPAB) গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস দ্রুত গতির ইন্টারনেট সরবরাহ করা হবে বলে জানিয়েছে।
অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল অপারেটর টেলিটক ইন্টারনেট সেবায় ১০% মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। এছাড়াও ফয়েজ আহমেদ তৈয়ব আরোও জানান “ইতিমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র, ডেন্স, ওয়েভলেন্স, মাল্টিপ্লেক্সি, ডিভিশন ও ডার্ক ফাইবার সুবিধা সরবরাহ করেছে।
এই অবস্থায় দেশের বেসরকারি অন্যান্য মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট প্যাকেজের দাম না কমানোর কোন যৌক্তিক কারণ বা অজুহাত অবশিষ্ট থাকেনা। ইতিমধ্যে সরকার মোবাইল অপারেটর গুলোকে পলিসি (Policy) সাপোর্ট দিয়ে আসছে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ইন্টারনেটের পাইকারি দাম কমিয়ে এনেছে। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও কিছুটা কমিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমদ।
পাশাপাশি দ্রুত ৩টি বেসরকারি মোবাইল অপারেটর (বাংলালিংক, রবি ও গ্রামীণফোন) যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফয়েজ আহমদ আরোও জানান সরকার এখানে দুই ধরনের মূল্য ছাড়ের আশা করেন। সরকারের দিক থেকে শুল্ক বৃদ্ধির উদ্যোগে সকল অপারেটররা একজাস্টমেন্ট বাবদ যে মূল্য বাড়িয়েছিল তা কমিয়ে আনবে।
তিনি আরো বলেন বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রশ্নবিদ্ধ। ইন্টারনেটের মানের তুলনায় দাম অনেক বেশি। সুতরাং এমন অবস্থা পরিবর্তনে দ্রুত সরকারি যেকোন পদক্ষেপ কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্যসূত্রে: ATN TV