এয়ারটেল মিনিট চেক (Airtel minute check) করার নিয়ম, এয়ারটেল মিনিট চেক কোড, কিভাবে Airtel minute চেক করবেন এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের হেল্প পোস্টে।
এয়ারটেল মিনিট চেক USSD কোড
সাধারণ এয়ারটেল মিনিট চেক কোড হলো: *121# বা *778*3#। এছাড়াও স্পেশাল এয়ারটেল মিনিট চেক কোড বা USSD কোড অফার ক্রয় করার পর ফেরতি SMS এ জানানো হয়। তবে Airtel গ্রাহক চাইলে My Airtel app থেকে খুব সহজে এয়ারটেল মিনিট চেক করতে পারবেন।
*পদ্ধতি ১: 121# USSD কোড ব্যবহার করে মিনিট চেক
*121# হলো এয়ারটেল সিমের মেইন মেনু USSD Code। যেটি ব্যবহার করে এয়ারটেল সিমের বিভিন্ন দরকারি কাজ করা যায়। যেমন: airtel minute চেক, ব্যালেন্স চেক, অফার দেখা, প্যাক রিচার্জ, ইন্টারনেট বা মিনিট প্যাক কেনা ইত্যাদি।
- *121# ডায়াল করে এয়ারটেল মিনিট চেক করার জন্য নিচের সহজ পদ্ধতিটি অনুসরণ করুন।
- ফোনের ডায়ালপ্যাড থেকে *121# কোডটি ডায়াল করুন।
- মেনু থেকে “My Offer / My Account / Balance Info” বা অনুরূপ অপশনটি বেছে নিন।
- এরপর “Minutes Balance Check” অপশন নির্বাচন করুন। তাহলে আপনার এয়ারটেলের মিনিট তথ্য দেখতে পাবেন।
- অথবা, ডায়াল প্যাড থেকে *778*3# ডায়াল করে সরাসরি এয়ারটেল মিনিট চেক করা যাবে।
*পদ্ধতি ২: My airtel app থেকে এয়ারটেল মিনিট চেক
- Google play store থেকে My Airtel – Bangladesh অ্যাপটি ইন্সটল করুন।
- এয়ারটেল Number ব্যবহার করে সাইনআপ/লগইন করুন।
- সাইনআপ এর সময় SMS কোড দিয়ে নম্বর Verify করুন।
- App Dashboard এ আপনার এয়ারটেল অবশিষ্ট মিনিট, মেয়াদ ও অন্যান্য তথ্য দেখতে পাবেন।
*পদ্ধতি ৩: এয়ারটেল মিনিট চেক করার অন্যান্য কোড
- ফোন ডায়াল প্যাডে প্রবেশ করুন।
- Airtel minute check কোড: *121*1*1# ডায়াল করুন।
- অবশিষ্ট এয়ারটেল মিনিট গুলো দেখতে পাবেন।
আরোও পড়ুন: বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৫ (Banglalink এর সকল কোড)
এয়ারটেল অতিরিক্ত USSD Code গুলো
- নিজের নাম্বার জানতে: *2#
- মেইন ব্যালেন্স: *778#
- ডাটা ব্যালেন্স: *8444*88#
- এসএমএস ব্যালেন্স: *778*2#
- ইনকামিং কল অফ: *21*016#
- ইনকামিং কল অন: ##21#
এয়ারটেল মিনিট Offer কোড
অনেক সময় আমাদের Airtel minute কেনার প্রয়োজন হতে পারে। তাই আসুন জেনে নি কিভাবে এয়ারটেল মিনিট ক্রয় করবেন।
অ্যাপ থেকে মিনিট অফার কিনুন
- প্লে স্টোর থেকে My airtel – Bangladesh অ্যাপ ইন্সটল করুন।
- মোবাইল নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন/লগইন করুন।
- ড্যাশ বোর্ড থেকে My offer চেক করুন।
- অথবা, Minute মেনু থেকে অফার খুঁজুন।
Message থেকে এয়ারটেল মিনিট কিনুন
- ফোনের SMS অ্যাপ Open করুন।
- এসএমএস থেকে আপনার জন্য প্রযোজ্য আপডেট মিনিট অফার গুলো খুঁজুন।
- সর্তকতা: প্রথমে কোড ডায়াল করে Offer available কিনা চেক করুন।
- তারপর রিচার্জ করে অফার কিনুন।
Airtel website থেকে অফার কিনুন
- উপরের লিংকে ক্লিক করুন।
- অফার ও প্ল্যানসমূহ থেকে minute নির্বাচন করুন।
- পছন্দের মিনিট অফার, কোড ও অন্যান্য তথ্য খুঁজে পান।
সর্বশেষ:
আশা করি Airtel minute check করার নিয়ম, কোড ও অন্যান্য দরকারি USSD কোড সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের সেথে থাকুন। ধন্যবাদ!

