এয়ারটেল মিনিট চেক Code 2025 | ৫টি Airtel SIM কোড

এয়ারটেল মিনিট চেক (Airtel minute check) করার নিয়ম, এয়ারটেল মিনিট চেক কোড, কিভাবে Airtel minute চেক করবেন এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের হেল্প পোস্টে।

এয়ারটেল মিনিট চেক USSD কোড 

সাধারণ এয়ারটেল মিনিট চেক কোড হলো: *121# বা *778*3#। এছাড়াও স্পেশাল এয়ারটেল মিনিট চেক কোড বা USSD কোড অফার ক্রয় করার পর ফেরতি SMS এ জানানো হয়। তবে Airtel গ্রাহক চাইলে My Airtel app থেকে খুব সহজে এয়ারটেল মিনিট চেক করতে পারবেন।

*পদ্ধতি ১: 121# USSD কোড ব্যবহার করে মিনিট চেক

*121# হলো এয়ারটেল সিমের মেইন মেনু USSD Code। যেটি ব্যবহার করে এয়ারটেল সিমের বিভিন্ন দরকারি কাজ করা যায়। যেমন: airtel minute চেক, ব্যালেন্স চেক, অফার দেখা, প্যাক রিচার্জ, ইন্টারনেট বা মিনিট প্যাক কেনা ইত্যাদি।

  1. *121# ডায়াল করে এয়ারটেল মিনিট চেক করার জন্য নিচের সহজ পদ্ধতিটি অনুসরণ করুন।
  2. ফোনের ডায়ালপ্যাড থেকে *121# কোডটি ডায়াল করুন।
  3. মেনু থেকে “My Offer / My Account / Balance Info” বা অনুরূপ অপশনটি বেছে নিন।
  4. এরপর “Minutes Balance Check” অপশন নির্বাচন করুন। তাহলে আপনার এয়ারটেলের মিনিট তথ্য দেখতে পাবেন।
  5. অথবা, ডায়াল প্যাড থেকে *778*3# ডায়াল করে সরাসরি এয়ারটেল মিনিট চেক করা যাবে।

 

এয়ারটেল মিনিট চেক (Airtel minute check)*পদ্ধতি ২: My airtel app থেকে এয়ারটেল মিনিট চেক 

  1. Google play store থেকে My Airtel – Bangladesh অ্যাপটি ইন্সটল করুন।
  2. এয়ারটেল Number ব্যবহার করে সাইনআপ/লগইন করুন।
  3. সাইনআপ এর সময় SMS কোড দিয়ে নম্বর Verify করুন।
  4. App Dashboard এ আপনার এয়ারটেল অবশিষ্ট মিনিট, মেয়াদ ও অন্যান্য তথ্য দেখতে পাবেন।

*পদ্ধতি ৩: এয়ারটেল মিনিট চেক করার অন্যান্য কোড

  1. ফোন ডায়াল প্যাডে প্রবেশ করুন।
  2. Airtel minute check কোড: *121*1*1# ডায়াল করুন।
  3. অবশিষ্ট এয়ারটেল মিনিট গুলো দেখতে পাবেন।

আরোও পড়ুন: বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৫ (Banglalink এর সকল কোড)

এয়ারটেল অতিরিক্ত USSD Code গুলো

  • নিজের নাম্বার জানতে: *2#
  • মেইন ব্যালেন্স: *778#
  • ডাটা ব্যালেন্স: *8444*88#
  • এসএমএস ব্যালেন্স: *778*2#
  • ইনকামিং কল অফ: *21*016#
  • ইনকামিং কল অন: ##21#

 

এয়ারটেল মিনিট চেক (Airtel minute check)এয়ারটেল মিনিট Offer কোড

অনেক সময় আমাদের Airtel minute কেনার প্রয়োজন হতে পারে। তাই আসুন জেনে নি কিভাবে এয়ারটেল মিনিট ক্রয় করবেন।

অ্যাপ থেকে মিনিট অফার কিনুন

  1. প্লে স্টোর থেকে My airtel – Bangladesh অ্যাপ ইন্সটল করুন।
  2. মোবাইল নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন/লগইন করুন।
  3. ড্যাশ বোর্ড থেকে My offer চেক করুন।
  4. অথবা, Minute মেনু থেকে অফার খুঁজুন।

Message থেকে এয়ারটেল মিনিট কিনুন

  1. ফোনের SMS অ্যাপ Open করুন।
  2. এসএমএস থেকে আপনার জন্য প্রযোজ্য আপডেট মিনিট অফার গুলো খুঁজুন।
  3. সর্তকতা: প্রথমে কোড ডায়াল করে Offer available কিনা চেক করুন।
  4. তারপর রিচার্জ করে অফার কিনুন।

Airtel website থেকে অফার কিনুন

  1. উপরের লিংকে ক্লিক করুন।
  2. অফার ও প্ল্যানসমূহ থেকে minute নির্বাচন করুন।
  3. পছন্দের মিনিট অফার, কোড ও অন্যান্য তথ্য খুঁজে পান।

সর্বশেষ:

আশা করি Airtel minute check করার নিয়ম, কোড ও অন্যান্য দরকারি USSD কোড সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের সেথে থাকুন। ধন্যবাদ!

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading