রবি মিনিট চেক কোড সহ সকল প্রয়োজনীয় USSD Code সম্পর্কে জানুন আজকের পোস্টে। আমরা যারা রবি সিম ব্যবহারকারী রয়েছি। বিভিন্ন সময় আমাদের রবি মিনিট চেক, রবি মিনিট অফার, রবি নাম্বার দেখা, রবি এমবি চেক ও রবি ব্যালেন্স চেক করার জন্য USSD Code এর প্রয়োজন হয়। তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা রবির সকল USSD Code সম্পর্কে আলোচনা করব।
রবি মিনিট চেক কোড
আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *222*8# ডায়াল করে রবি মিনিট চেক (Robi minute check) করতে পারবেন। তবে এটি সাধারণ রবি মিনিট চেক কোড।
কিন্তু আপনি যদি রবি থেকে বিশেষ কোন মিনিট অফার কিনে থাকেন। তাহলে কিভাবে সেই মিনিট চেক করবেন তা আপনি অফার কেনার পর রবি থেকে পাওয়া ফেরতি SMS এর মাধ্যমে জানতে পারবেন।
রবি মিনিট চেক app
এছাড়াও আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে Robi app ইনস্টল করে খুব সহজে রবি মিনিট চেক করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার ফোনের ডাটা সংযোগ চালু করতে হবে।
রবি মিনিট অফার কোড
রবি মিনিট অফার (Robi minute offer check) চেক করার জন্য অথবা আপনার জন্য বিশেষ রবি মিনিট অফার জানার জন্য ফোনের ডায়ালপ্যাড থেকে *999# ডায়াল করে রবি মিনিট অফার জানতে পারবেন। এছাড়াও আপনি চাইলে সরাসরি রবি অ্যাপ থেকে রবি মিনিট অফার চেক করতে পারবেন।
অবশ্যই পড়ুন: বাংলালিংক মিনিট চেক ও সকল প্রয়োজনীয় কোড।
তাছাড়াও প্রতিদিন কমবেশি। রবিসহ অন্যান্য সকল অপারেটর তাদের গ্রাহকদের স্পেশাল কিছু রবি মিনিট অফার দিয়ে থাকে। যেগুলো গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো হয়। তাই আপনার জন্য বিশেষ অফার গুলো জানতে আপনার এসএমএস বক্স চেক করুন।
রবি নাম্বার কিভাবে দেখে
রবি নাম্বার (Robi number check) দেখার জন্য ফোনে ডায়ালপ্যাড থেকে *2# ডায়াল করার মাধ্যমে আপনি রবি নাম্বার দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার নিকটস্থ অন্য কারো নাম্বারে মিসকল দেওয়ার মাধ্যমে আপনার রবি নাম্বারটি জানতে পারবেন।
তাছাড়াও আপনি যদি নতুন সিম ক্রয় করে থাকেন। তাহলে সিম কার্ডে অথবা প্যাকেটে আপনার রবি নাম্বার ও প্রয়োজনীয় কোড পেয়ে যাবেন।
রবি এমবি চেক কোড
সাধারণভাবে রবি এমবি চেক (Robi internet check) করার কোডটি হলো *3#। এই কোডটি আপনি ডায়াল করে রবি এমবি চেক করতে পারবেন।
এছাড়াও আপনি যদি আপনার জন্য এককভাবে বিশেষ কোন রবি এমবি অফার কিনে থাকেন। তাহলে অফার ক্রয়ের পর রবি থেকে পাওয়া এসএমএস এ আপনি কাঙ্খিত রবি এমবি অফারটি চেক করতে পারবেন।
তাছাড়াও আপনি চাইলে রবি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই অ্যাপ ড্যাশবোর্ড থেকে রবি এমবি চেক করতে পারবেন।
রবি ব্যালেন্স চেক কোড
আপনার রবি সিমে কত টাকা রয়েছে। তা জানার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে *1# অথবা *222# লিখে ডায়াল করুন। অথবা চাইলে 121 কাস্টমার নম্বরে Free call করার মাধ্যমে রবি ব্যালেন্স, মিনিট ও ইন্টারনেট চেক করতে পারবেন।
তাছাড়াও আপনি চাইলে খুব সহজেই রবি অ্যাপস থেকে আপনার ফোনের অবশিষ্ট রবি ব্যালেন্স চেক করতে পারবেন।
রবি কাস্টমার কেয়ার নাম্বার
বিশেষ প্রয়োজনে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগের জন্য 121 নম্বরে কল করুন। তারপর রবি ইন্সট্রাকশন অনুযায়ী কোন ডায়াল করার মাধ্যমে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।
অথবা চাইলে গুগল ক্রোম ব্যবহার করে Robi live chat এর মাধ্যমে কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।
এক নজরে রবি সকল USSD Code
- Balance Check Code: *1#
- Minute Check Code: *222*8#
- SMS Check Code: *222*12#
- Internet Check Code: *3#
- My Offer Check Code: *999#
- Own Number Check: *2#
- Internet Offer Check Code: *4#
- Balance Transfer: *140*6#
- Jhotpot Balance Check Code: *123*007#
- Emergency Minutes Loan : *123*008#
- Emergency Internet Loan: *123*003#
- Incoming Call Off: *21*018#
- Incoming Call On: ##21#
আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি রবি মিনিট চেক কোড সহ সকল প্রয়োজনীয় USSD Code সম্পর্কে জানতে পেরেছেন। রবি ছাড়াও অন্যান্য সিমের প্রয়োজনীয় কোড গুলো জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ!