টিকটক থেকে প্রিয় রিংটোন সেট করুন মোবাইলে ২০২৫

বর্তমান সময়ে আপনার মোবাইল ফোনে টিকটক থেকে প্রিয় রিংটোন সেট করতে পারবেন। অনেক সময় আমাদের টিকটকের রিংটোন পছন্দ হয়। কিন্তু সেই রিংটোনটি আমরা ডাউনলোড অথবা মোবাইলে রিংটোন হিসেবে সেট করতে পারিনা।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি মোবাইলে টিকটক থেকে প্রিয় রিংটোন সেট করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে টিকটক থেকে প্রিয় রিংটোন সেট করতে হয়।

টিকটক থেকে প্রিয় রিংটোন মোবাইলে সেট করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা tiktok অ্যাপে প্রবেশ করুন। তারপর সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী রিংটোন চয়েস করুন। এখন ডান পাশে শেয়ার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

তাহলে নিচে অনেক গুলো অপশন চলে আসবে। সেখান থেকে Copy অপশনে ক্লিক করে মিউজিকের লিংক কপি করুন। তারপর মোবাইলে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে Wegocup লিখে সার্চ করুন।

আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ২০২৫

এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন সার্চ অপশনে Tkk লিখে সার্চ করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে রিংটোনের একটি পোস্ট চলে আসবে। এখন পোষ্টের নিচে থেকে টাইটেলে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে নিচে নামুন।

তাহলে নিচে “Tik Tok video to Ringtone” লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে টিকটক থেকে কপি করে রাখা লিংকটি পেস্ট করে download অপশনে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে চারটি অপশন চলে আসবে। সেখান থেকে “Download Mp3” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার পছন্দের রিংটোনটি চলে আসবে। এখন সেখান থেকে রিংটোনটি ডাউনলোড করুন।

এখন মোবাইলে রিংটোনটি সেট করার জন্য মোবাইলের সেটিংস অপশন প্রবেশ করুন। তারপর নিচে থেকে “Sounds And vibration” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে রিংটোন অপশনে ক্লিক করে আপনার মোবাইল থেকে রিংটোনটি সেট করতে পারবেন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে টিকটক থেকে প্রিয় রিংটোন মোবাইলে সেট করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading