টেলিগ্রাম থেকে ইনকাম করার ১৫ টি উপায় ও বিকাশ পেমেন্ট

টেলিগ্রাম থেকে ইনকাম করার উপায়, কিভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করবেন, টেলিগ্রাম থেকে ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার উপায় সহ বিভিন্ন কিওয়ার্ড নিয়ে প্রতিনিয়তন হাজার হাজার মানুষ অনলাইনে সার্চ করে থাকেন। আপনি ও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকে। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা Telegram থেকে ইনকাম করার ১৫ টি কার্যকরী উপায় সম্পর্কে জানব। তাই ধৈর্য ধরে সাথেই থাকুন।

এক নজরে দেখুন

টেলিগ্রাম থেকে ইনকাম কিভাবে?

টেলিগ্রাম হলো বর্তমান সময়ে অনলাইনে তথ্য আদান-প্রদানের জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। যার সাহায্যে আপনি Facebook messenger এর মত বন্ধুবান্ধবদের সাথে চ্যাট করা, আড্ডা দেওয়া, তথ্য আদান প্রদান করা সহ আরোও বিভিন্ন কাজ করতে পারবেন। তবে টেলিগ্রামে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে অনেক এডভান্স লেভেলের কাজ করতেও সাহায্য করবে‌।

যেমন: টেলিগ্রাম গ্রুপ তৈরি, চ্যানেল তৈরি, চ্যাট বোট তৈরি, ভিডিও ও অডিও কল, বট তৈরি করে সংবাদ পাঠানো, গেম খেলা, অনলাইন অর্ডার নেওয়া, কুইজ পরিচালনা, ক্লাউড বেজড স্টোরেজ, অটো ডাউনলোড ও মিডিয়া কন্ট্রোল সহ আরও অসংখ্য কাজ করা যায়। যা একে অন্য সব মেসেজিং প্লাটফর্ম থেকে আলাদা করে তুলেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টেলিগ্রামে গড়ে উঠেছে ইনকাম করার অসংখ্য সুযোগ। যা নিম্নে আলোচনা করা হলো।

টেলিগ্রাম থেকে ইনকামের ১৫ টি উপায়

আপনি চাইলে Whatsapp, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম এর মতো টেলিগ্রাম থেকেও ইনকাম করতে পারেন। অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ছাত্র অবস্থায় টেলিগ্রাম থেকে পেসিভ ইনকাম ও করতে পারবেন।

এছাড়াও টেলিগ্রাম থেকে ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। টেলিগ্রাম একটি মুক্ত প্লাটফর্ম হওয়ার সুবাদে এখান থেকে আপনি ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। বলা যায় এটি একটি ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট।

টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন থেকে ইনকাম

Youtube ও facebook এর মতই আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনার চ্যানেলে সর্বনিম্ন ১০০০ ফলোয়ার থাকতে হবে। তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদনটি অনুমোদিত হলে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।

টেলিগ্রামে চ্যানেল তৈরি করা খুবই সহজ। আপনি যদি টেলিগ্রামে একটি চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে টেলিগ্রামে একটি অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তারপর নাম ও প্রোফাইল ছবি দিয়ে একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করুন এবং সেখানে আপনার পছন্দ অনুযায়ী কন্টেন্ট আপলোড করুন। আপনার চ্যানেলের লিংক বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম সাইট | প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা উপার্জন করুন ২০২৫

যখন আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তখন থেকে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। মূলত, ১০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর টেলিগ্রাম আপনাকে মনিটাইজেশন প্রদান করবে। যার ফলে আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের এডস শো করবে। যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে। এভাবে আপনি টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

আপনার চ্যানেলে যত বেশি একটিভ ইউজারের সংখ্যা বাড়বে আপনার তত বেশি আয় হবে। আপনার ইনকাম করা টাকা টেলিগ্রামে TON হিসেবে জমা হবে। যা আপনি টাকাতে কনভার্ট করে ব্যাংক একাউন্টের মাধ্যমে নিতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার TON গুলো বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন। এভাবে আপনি টেলিগ্রাম থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।

স্পনসরশিপ ও বিজ্ঞাপন দিয়ে টেলিগ্রাম থেকে ইনকাম 

যখন আপনার চ্যানেলটি বড় হবে এবং সেখানে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা বেড়ে যাবে। তখন আপনি চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেলে স্পনসরশিপ বিজ্ঞাপন দিয়ে ইনকাম করতে পারবেন।

অর্থাৎ, যখন আপনার চ্যানেলটি বড় হবে এবং সেখানে অনেক বেশি সাবস্ক্রাইবার থাকবে। তখন বিভিন্ন কোম্পানি আপনার চ্যানেলে তাদের বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিতে আসবে। যার বিনিময় তারা আপনাকে বেশ ভালো পরিমাণে অর্থ প্রদান করবে। এভাবে আপনি স্পনসরশিপ ও বিজ্ঞাপন এর কাজ করে মাসে ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন।

রেফার করে টেলিগ্ৰাম থেকে ইনকাম 

আপনার যদি একটি টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল থাকে। তাহলে আপনি সেখান থেকে রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনি হয়তো জেনে থাকবেন। যখন কোন নতুন কোম্পানি মার্কেটে লঞ্চ করে তখন তারা তাদের প্রমোট করার জন্য একটি রেফার প্রোগ্রাম চালু করে।

যে প্রোগ্রামে প্রত্যেক ইউজার একটি করে রেফার কোড বা লিংক পেয়ে থাকে। আর যখন কোন ইউজার সেই লিংকটি বা কোডটি বন্ধুদের মাঝে শেয়ার করে নতুন কোন বন্ধুদের উক্ত কোম্পানিতে জয়েন করায়‌‌। তখন সে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে থাকে। আর এভাবে একজন বড় ইউটিউবার, Facebook content creator বিভিন্ন কোম্পানির হয়ে তাদের রেফারাল প্রোগ্রামে জয়েন করে ইনকাম করে থাকে।

ঠিক একই ভাবে আপনি চাইলে এভাবে বিভিন্ন কোম্পানির হয়ে তাদের রেফারেল কোড বা লিংকগুলো আপনার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে শেয়ার করতে পারেন। এতে করে যখন অন্যরা আপনার সেই লিংক বা কোড ব্যবহার করে জয়েন করবে। তখন আপনি বেশ ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারবেন। এভাবে আপনি যত বেশি বন্ধুদের জয়েন করাতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।

ডিজিটাল পণ্য বিক্রি করে টেলিগ্রাম থেকে ইনকাম 

বর্তমানে ডিজিটাল পণ্যের অনেক চাহিদা রয়েছে। আর আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে ডিজিটাল প্রোডাক্ট যেমন: ই-বুক, কোর্স, সফটওয়্যার, ডিজাইন, সাবস্ক্রিপশন, অনলাইন সার্ভিস ইত্যাদি বিক্রি করে ইনকাম করতে পারবেন। এছাড়াও কনটেন্ট ছেড়ে বিকাশ রকেট নগদ বা পেপালে ইনকাম নিতে পারবেন।

ভিজিটর বিক্রি করে ইনকাম

আপনার কাছে যদি একটি বড় টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ থেকে। তাহলে আপনি সেখানে youtube বা ওয়েবসাইটের সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন।

যখন আপনার কাছে একটি বড় টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ থাকবে। তখন অনেক ইউটিউবার বা ওয়েবসাইটের মালিক তাদের কনটেন্ট গুলো আপনার গ্রুপ বা চ্যানেলে শেয়ার করার জন্য আপনাকে পেমেন্ট করবে। ‌আপনি চাইলে তাদের কাছে এসব সার্ভিস বিক্রি করে ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

আপনি চাইলে আপনার টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে Amazon, Daraz, Themeforest ও‌ eBay সহ বিভিন্ন অনলাইন শপের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে কমিশন উপার্জন করতে পারবেন। যেটা করে আপনি প্রতি মাসে ২০ থেকে ম৫০ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন।

টেলিগ্রাম চ্যানেল বিক্রি করে ইনকাম 

আপনার কাছে যদি একটি বড় একটিভ টেলিগ্রাম চ্যানেল থাকে। তাহলে আপনি সেটিকে বিক্রি করে ইনকাম করতে পারবেন। আপনি চাইলেই নতুন চ্যানেল তৈরি করে সেখানে ভালো সাবস্ক্রাইবার নিয়ে সেটিকে বিক্রি করতে পারবেন।

এমন অনেকে আছে যারা এসব চ্যানেলর জন্য ১০০ ডলার থেকে শুরু করে ১০ হাজার ডলার পর্যন্ত দিতে রাজি। আপনি তাদের খুঁজে খুঁজে তাদের কাছে আপনার চ্যানেলগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন। আপনার চ্যানেল গুলো বিক্রির জন্য আপনি চাইলে ফেসবুকের সাহায্য নিতে পারেন।

বট ও অটোমেশন সার্ভিস বিক্রি করে ইনকাম‌

টেলিগ্রাম একটি চ্যাটিং অ্যাপ হওয়ার পাশাপাশি এর বট ও অটোমেশন সিস্টেমের জন্য বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি চাইলে টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বট ও অটোমেশন সার্ভিস তৈরি করে সেটি অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারবেন।

অনেকে টেলিগ্রাম বট সম্পর্কে জানেনা। আবার অনেকের জানা থাকলেও কিভাবে এটি ব্যবহার করতে হয় তা সঠিকভাবে না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনি চাইলে এই সুযোগকে কাজে লাগিয়ে টেলিগ্রাম বট বা অটোমেশন তৈরি করে সেগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন।

টেলিগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করে ইনকাম

আপনি চাইলে একজন টেলিগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন। অনেক ব্যবসা বা ইনফ্লুয়েন্সার তাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্ৰুপ ম্যানেজ করার জন্য লোক রাখে। আপনি চাইলে তাদের টেলিগ্রামের ম্যানেজার/মডারেটর হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন।

CPA Marketing করে ইনকাম

আপনার কাছে যদি একটি ভাল টেলিগ্রাম গ্রুপ চ্যানেল থাকে তাহলে আপনি সেটির সাহায্যে CPA Marketing করে ইনকাম করতে পারবেন। সিপিএ মার্কেটিং হল Cost per action.

অর্থাৎ যখন কোন ব্যক্তি আপনার দেওয়া সিপিএ লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড, ফর্ম পূরণ, ওয়েবসাইট বা অ্যাপ রেজিস্ট্রেশন ইত্যাদি যেকোনো কাজ সম্পাদন করবে। আপনি তার বিনিময়ে টাকা পাবেন। আপনি চাইলে বিভিন্ন CPA Network থেকে লিংক নিয়ে টেলিগ্রাম এ শেয়ার করতে পারেন। এভাবে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।

জিমেইল বিক্রি করে ইনকাম

আপনি চাইলে Gmail বিক্রি করে টেলিগ্ৰাম থেকে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে যেকোনো একটি বিশ্বস্ত টেলিগ্রাম গ্রুপ বা বটে জয়েন করতে হবে। তারপর সেখানে আপনার জিমেইল গুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন।

ইউটিউবে এমন অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখে আপনি আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন এবং আপনার তৈরি করা প্রতিটি জিমেইল 5 টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

বর্তমান সময়ে Gmail বিক্রি করে ইনকামের জনপ্রিয় একটি টেলিগ্রাম বট হলো Gmail Farmer। এখানে আপনি আপনার তৈরিকৃত জিমেইল গুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন।

Airdrop থেকে ইনকাম 

বর্তমানে এমন অনেক Telegram Airdrop রয়েছে। যেখানে আপনি জয়েন করে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। সাধারণত, এয়ারড্রপ গুলোতে সহজ কিছু Task দেওয়া হয় যেমন: Mining করি, Spin করা বা‌ Ads দেখা ইত্যাদি। যেগুলো নিয়মিত কমপ্লিট করলে আপনি একটি ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন।

টেলিগ্রাম থিম ও স্টিকার বানিয়ে ইনকাম 

টেলিগ্রাম ব্যবহার করে সুন্দর সুন্দর থিম ও স্টিকার তৈরি করা যায়। আপনি যদি একজন এক্সপার্ট হয়ে থাকেন। তাহলে আপনি নিজের মেধাকে কাজে লাগিয়ে টেলিগ্রামে থিম ও স্টিকার তৈরি করে সেগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন।

অনেক কোম্পানি, এজেন্সি বা টেলিগ্রাম কনটেন্ট ক্রিয়েটরস এই ধরনের পেইড থিম বা স্টিকার ব্যবহার করে থাকে। আপনি চাইলে তাদের কাছে আপনার থিম ও স্টিকার গুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন।

অন্যের টেলিগ্রাম বটে কাজ করে ইনকাম 

আপনার কাছে যদি উপরোক্ত কাজগুলো কঠিন বা ঝামেলার মনে হয়। তাহলে আপনি চাইলে বিভিন্ন ধরনের টেলিগ্রাম বটে কাজ করে ইনকাম করতে পারবেন। সাধারণত, বড় বড় এমন অনেক কোম্পানি রয়েছে। যারা টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বট তৈরি করে থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে।

যেমন: জিমেইল তৈরি করা, ইউটিউব ভিডিও দেখা, সাবস্ক্রাইব করা, ইউজার জয়েন করা, কয়েন ইনকাম করা ইত্যাদি। আপনি চাইলে তাদের এসব বটে জয়েন হয়ে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

টেলিগ্রাম থেকে ইনকাম সম্পর্কিত FAQ

নিম্নে টেলিগ্রাম থেকে ইনকাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হলো। যেগুলো আপনার টেলিগ্রাম ইনকাম কারো সহজ করে তুলবে।

প্রশ্ন: টেলিগ্রাম থেকে কিভাবে আয় করা যায়?

উত্তর: টেলিগ্রাম থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। যেমন: টেলিগ্রাম চ্যানেল বিক্রি ইনকাম, টেলিগ্রাম বট/গ্রুপ কাজ করে ইনকাম, অ্যাফিলিয়েটিং করে ইনকাম, সার্ভিস বিক্রি করে ইনকাম, রেফার করে ইনকাম ইত্যাদি।

প্রশ্ন: টেলিগ্রাম দিয়ে কি করা যায়?

উত্তর: টেলিগ্রাম দিয়ে আপনি অনলাইন চ্যাট, ভিডিও অডিও বার্তা আদান-প্রদান, অনলাইন ইনকাম, গ্রুপ বা চ্যানেল তৈরি সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।

প্রশ্ন: টেলিগ্রাম ইনকাম গ্রুপের নাম কি?

উত্তর: টেলিগ্রাম থেকে ইনকাম করার বিভিন্ন গ্রুপ ও বট রয়েছে। যেগুলোতে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। টেলিগ্রাম থেকে ইনকামের জনপ্রিয় একটি গ্রুপ/বট হলো: Gmail Farmer।

প্রশ্ন: টেলিগ্রাম থেকে ইনকাম কি হালাল?

উত্তর: টেলিগ্রাম থেকে আপনি চাইলে হালাল এবং হারাম দুটি উপায়ে ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি হালাল প্রন্থায় আয় করতে চান। তাহলে টেলিগ্রামে বিভিন্ন ধরনের Microjob করে ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সৎ হতে হবে। অন্যের কাজ চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনি টেলিগ্রাম থেকে হালালভাবে ইনকাম করতে পারবেন।

প্রশ্ন: টেলিগ্রাম থেকে টাকা আয় করার নিয়ম কি?

উত্তর: টেলিগ্রাম থেকে টাকা আয় করার নিয়ম হলো। মাইক্রোজব গ্রুপ বা বটে কাজ করা, টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন নেওয়া, টেলিগ্রাম চ্যানেল বিক্রি করা, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, রেফার করা ইত্যাদি।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। অনলাইন ইনকাম রিলেটেড গুরুত্বপূর্ণ অ্যাপ ও ওয়েবসাইট সম্পর্কে জানতে “বঙ্গভাষা” ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ!

এক নজরে আজকের আলোচনা 

#টেলিগ্রাম_থেকে_ইনকাম

#টেলিগ্রাম_গ্রুপ_থেকে ইনকাম

#কিভাবে_টেলিগ্রাম_থেকে_ইনকাম_করা_যায়

#টেলিগ্রাম_থেকে_ইনকামের_জনপ্রিয়_১০টি_উপায়

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading