নতুন নিয়মে আধার কার্ড আবেদন ২০২৫

নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে অনেকেই আছেন। যারা আধার কার্ড তৈরি করতে চাচ্ছেন। কিন্তু সঠিকভাবে জানেন না। কিভাবে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করতে হয়। তাদের জন্য আজকের পোস্টটি।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করবেন, আধার কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে আধার কার্ড চেক করবেন ইত্যাদি সম্পর্কে। তাই নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার নিয়ম

বর্তমান সময়ে আপনি মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে নতুন নিয়মে আধার কার্ডের আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করতে হয়। আধার কার্ড আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ সক্রিয় করুন।

তারপর আপনার মোবাইলে থাকা যেকোনো একটিভ ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে My Aadhaar লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, My Aadhaar ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ‌

আধার কার্ড আবেদন

নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার জন্য উপরে লক্ষ্য করলে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • My Aadhaar
  • About Uidia
  • Ecosystem
  • Media & Resources এবং
  • Contact & support

নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে My Aadhaar অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: “Book an Appointment” অপশনটিতে ক্লিক করুন।

আধার কার্ড আবেদন

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Book an Appointment মাধ্যমে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করতে পারবেন। এখন স্ক্রোল করে নিচে নামুন। তাহলে City নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: City অপশনে ক্লিক করে আপনার শহরের নামটি সিলেক্ট করুন। তারপর নিচে থেকে “proceed to book appointment” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে।

আরোও পড়ুন: নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৫ | Notun Voter

এখন আপনাকে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করার জন্য ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এখন আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন। তাহলে Indian Resident অপশনটি সিলেক্ট করুন। আর আপনি যদি অন্য কোন দেশের হয়ে থাকেন। তাহলে Non- Resident Indian অপশনটি সিলেক্ট করুন।

আধার কার্ড আবেদন

তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অপশন সিলেক্ট করে বাকি অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। উদাহরণ স্বরূপ, আপনি ভারতের আধার কার্ড আবেদন করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ভারতের আধার কার্ড আবেদন করতে হয়।

ভারতের আধার কার্ড আবেদন করার উপায়

নতুন নিয়মে ভারতের আধার কার্ড আবেদন করার জন্য Non- Resident Indian অপশনটিতে ক্লিক করুন। তারপরে নিচে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. মোবাইল নম্বর এবং
  2. ইমেইল এড্রেস

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, মোবাইল নম্বর ব্যবহার করে আধার কার্ড আবেদন করার জন্য mobile number অপশনটি সিলেক্ট করুন। তারপর নিচে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন। এখন মোবাইল নম্বর বসানো হয়ে গেলে নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন।

তাহলে সেখানে থাকা প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে “Send OTP” অপশনটিতে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে ডান পাশ থেকে “Submit OTP& proceed” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে।

আধার কার্ড আবেদন

এখন সেখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. New Enrollment এবং
  2. Update Aadhaar

নতুন নিয়মে ভারতের আধার কার্ড আবেদন করার জন্য New Enrollment অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আধার কার্ড আবেদন করার তিনটি সেকশন দেখতে পাবেন। যেমন:

  1. Name, Age & Gender
  2. Address & Contact এবং
  3. Review & Submit

উপরে উল্লেখিত স্টেপ অতিক্রম করে আপনি নতুন নিয়মে ভারতের আধার কার্ড আবেদন করতে পারবেন। তাহলে প্রথমে আপনার Full Name, Date of birth, Gender এবং Resident Type সিলেক্ট করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Save & Proceed লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে সেকেন্ড স্টেপ অর্থাৎ, Address & Contact অপশনে নিয়ে আসবে।

আধার কার্ড আবেদন

এখন আপনি প্রথমে New Enrollment অপশন দেখতে পাবেন এবং তার নিচে দুটি অপশন পাবেন। যেমন:

  1. I have Valid documents as proof of identity …. Of address এবং
  2. I won’t to enrol with my relatives Aadhaar…… relationships document

এখন আপনার যদি identity এবং অ্যাড্রেস এর প্রুফ হিসেবে অন্য কোন ডকুমেন্ট থাকে। তাহলে I have Valid documents as proof of identity …. Of address অপশনের নিচে থেকে এরো আইকন ক্লিক করে সেই ডকুমেন্টগুলো আপলোড করুন। আর আপনার যদি রিলেটিভি আধার নাম্বার থাকে। তাহলে I won’t to enrol with my relatives Aadhaar… relationships document অপশনের নিচে থেকে এরো অপশনে ক্লিক করে আপনার রিলেটিভের আধার কার্ড আপলোড করুন।

আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫

এখন আপনি I have Valid documents as proof of identity …. Of address অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে। এখন আপনাকে আধার কার্ড আবেদন করতে ফর্মটি পূরণ করতে হবে।

আধার কার্ড আবেদন

এখন আপনি Address অপশনের পাশে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name
  • House/ Building/ Apartment
  • Pincode
  • Street/ Road/ Land
  • Area/ Locality/ Sector
  • Landmark
  • District
  • Village/ Town/ City
  • Post Office এবং
  • State

তাহলে আপনি আপনার Address অনুযায়ী উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে Contact Details নামে একটি অপশন দেখতে পাবেন। এখন সেখানে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস লিখুন। তারপর সর্বশেষ অর্থাৎ, Document list অপশন দেখতে পাবেন। ‌তাহলে সেখানে বর্ণিত ডকুমেন্টগুলো আপলোড করুন। এখন সকল অপশন পূরণ করা হয়ে গেলে Save & Proceed অপশন ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার দেওয়া সকল ডকুমেন্ট চলে আসবে। এখন আপনি সেখানে থাকা প্রত্যেকটি ডকুমেন্ট আবারো চেক করুন। তারপর নিচের বক্সটিতে টিক চিহ্ন দিয়ে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আধার কার্ড আবেদন সাবমিট হয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

আধার কার্ড আবেদন

এখানে আপনি একটি এপারমেন্ট নম্বর দেখতে পাবেন। এখন আপনি চাইলে আপনার আধার কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন। তাহলে আধার কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য Download Receipt অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আধার কার্ড রিসেট ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাকে একটি তারিখ নির্বাচন করতে হবে। যে তারিখে গিয়ে আপনাকে এনরোলমেন্ট দিতে হবে।

তাহলে আধার কার্ডের এনরোলমেন্টের তারিখ সিলেক্ট করার জন্য “Book Appointment” অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তাহলে আপনি আপনার এলাকার নিকটস্থ এনরোলমেন্ট সেন্টারের নাম এবং তথ্য দিয়ে সেখানে থাকা অপশন গুলো পূরণ করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম সাইট | প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা উপার্জন করুন ২০২৫

এখন সেখানে থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে Confirm your Booking! লেখা চলে আসবে। এখন আপনি নিচে থেকে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আধার কার্ডের তারিখটি কনফার্ম হয়ে যাবে এবং আপনার সামনে একটি রিসিভ কপি চলে আসবে।

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা রিসিভ কপিটি ডাউনলোড করুন। তারপর সেখানে থাকা উল্লেখিত তারিখকে সেই ঠিকানায় গিয়ে আপনি আধার কার্ডটি তৈরি করে নিতে পারবেন।

আধার কার্ড স্ট্যাটাস চেক করুন

বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আবেদন করার পরে সেটির বর্তমান অবস্থা চেক করতে পারবেন। আধার কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Uidal লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, Uidal ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

আধার কার্ড আবেদন

এখন প্রথমে আপনারকে ভাষা সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করুন। এখন আপনি Get Aadhaar অপশনের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Book an Appointment
  • Check AAdhar Status
  • Download Aadhaar
  • Order Aadhaar PVC Card এবং
  • Check AAdhar PVC Card Status

এখন আধার কার্ড চেক করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে Check AAdhar Status অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি “Check Enrolment& Update Status” অপশনটিতে ক্লিক করুন।

আধার কার্ড আবেদন

এখন পরবর্তী অপশন থেকে স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Enrolment I’d, SRN Or URN অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার আবেদনের রিসিভ থেকে ইউআরএল নম্বরটি সঠিকভাবে লিখুন। তারপর নিচের ক্যাপসটি সঠিকভাবে পূরণ করে “Submit” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আধার কার্ডের স্ট্যাটাসটি চলে আসবে।

আধার কার্ড আবেদন

 

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে নতুন নিয়মে আধার কার্ড আবেদন করতে হয়, কিভাবে ভারতীয় আধার কার্ড আবেদন করতে হয় এবং আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading